প্রধান পাতা

wikishia থেকে
উইকি শিয়া
আহলে বাইত (আ.)-এর মাযহাবের অনলাইন বিশ্বকোষ, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার অধিভুক্ত। বাংলাতে
83 টি নিবন্ধ।.
নির্বাচিত নিবন্ধ
হাদীসে বাদ্বআহ্ (আরবি: حديث البَضْعَة); হযরত ফাতেমা (সা. আ.) সম্পর্কে বর্ণিত একটি হাদীসে নববি। হাদীসটিতে আল্লাহর নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) হযরত ফাতেমা যাহরাকে (সালামুল্লাহি আলাইহা) ‘নিজের অস্তিত্বের অংশ/টুকরো’ হিসেবে পরিচয় করিয়েছেন এবং তাঁর খুশিকে নিজের খুশি ও ফাতেমাকে কষ্ট প্রদান স্বয়ং তাঁকে (স.) কষ্ট প্রদান বলে আখ্যায়িত করেছেন। হাদীসটি শিয়া ও সুন্নি উভয় সূত্রেই বর্ণিত হয়েছে।

হযরত ফাতেমা যাহরার (সা. আ.) নিষ্পাপত্ব, ফাদাকের ঘটনায় তাঁর দাবীর সত্যতা এবং আহলে বাইতের (আ.) ভালোবাসা ওয়াজিব হওয়ার মত বিষয় প্রমাণের ক্ষেত্রে ‘হাদীসে বাদ্বআহ্’কে দলীল হিসেবে আনা হয়ে থাকে।

আহলে সুন্নতের কিছু কিছু সূত্রে উল্লেখিত বর্ণনার ভিত্তিতে হজরত আলী (আ.) কর্তৃক আবু জাহলের কন্যাকে বিয়ের প্রস্তাব পাঠানোর ঘটনায় মহানবি (স.) থেকে হাদীসটি বর্ণিত হয়েছিল। তবে শিয়া আলেমদের মত হল, এ ধরনের বর্ণনা জাল ও বানোয়াট এবং এর বর্ণনাকারীরা হাদীস জালকারী ও আহলে বাইতের (আ.) শত্রু হিসেবে অভিযুক্ত।

বিস্তারিত...
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার অন্যান্য ওয়েবসাইট
নির্বাচিত ছবি
Sahne hazrate fateme daroni.jpg
ইমাম আলী (আঃ) এর রওজার অভ্যন্তরে হযরত ফাতিমা যাহরা (আঃ) প্রাঙ্গণের দৃষ্টিনন্দন কারুকার্য।