কাসেম বিন মুহাম্মাদ (স.)
কাসেম বিন মুহাম্মাদ (স.) ((আরবি: القاسم بن محمَّد)), মহানবি (স.) এবং খাদিজার প্রথম সন্তান; যিনি বে’সাত তথা নবুয়্যত ঘোষণার পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন এবং শৈশব কালেই তাঁর মৃত্যু হয়।[১] দুই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন বলে কোন কোন সূত্রে উল্লেখ করা হয়েছে।[২] মহানবী (স.)-এর ‘আবুল কাসেম’ কুনিয়াতটি (উপনাম) তাঁর নাম থেকে গৃহিত হয়েছে।[৩]
কোন কোন সূত্রানুযায়ী, কাসেমের মৃত্যুর পর আস বিন ওয়ায়েল আল্লাহর রাসূলকে (স.) ‘আবতার’ তথা নির্বংশ ও লেজকাটা বলে উপহাস করে এবং এরই পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়।[৪] মহানবি (স.)-এর আরেক সন্তান আব্দুল্লাহর মৃত্যু সম্পর্কেও এই ঘটনা উল্লেখিত হয়েছে।[৫] কাসেম বিন মুহাম্মাদ (স.)-কে মক্কায় দাফন করা হয়।[৬]
তথ্যসূত্র
- ↑ ইবনে ইসহাক, সীরাতু ইবনে ইসহাক, ১৪১০ হি., পৃ. ২৪৫; ইবনে হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যাহ, দারুল মা'রিফাহ, খণ্ড ১, পৃ. ১৯০।
- ↑ দিয়ার বাকরি, তারিখুল খামিছ, খণ্ড ১, পৃ. ২৭৩।
- ↑ ইবনে হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যাহ, দারুল মা'রিফাহ, খণ্ড ১, পৃ. ১৯০।
- ↑ ইবনে ইসহাক, সীরাতু ইবনে ইসহাক, ১৪১০ হি., পৃ. ২৪৫; ইবনে কাসীর, আল-বিদায়াতু ওয়ান নিহায়া, দারুল ফিকর, খণ্ড ৩, পৃ. ১০৪।
- ↑ বালাযুরী, আনসাবুল আশরাফ, ১৪১৭ হি., খণ্ড ১, পৃ. ১৩৮-১৩৯।
- ↑ মালেকী, মাক্কী, তাহসীলুল মুরাম ফি আখবারিল বাইতিল হারাম, ১৪২৪ হি., খণ্ড ২, পৃ. ৬৫০।
গ্রন্থপঞ্জি
- ইবনে ইসহাক, মুহাম্মাদ ইবনে ইসহাক, সীরাতে ইবনে ইসহাক, কোম, দাফতারে মুতালেআতে তারিখ ওয়া মাআ'রেফে ইসলামী, ১৪১০ হি.।
- ইবনে কাসির, ইসমাঈল ইবনে উমর, আল-বিদায়াতু ওয়ান নিহায়া, বৈরুত, দারুল ফিকর, তারিখ উল্লেখ নেই।
- ইবনে হিশাম, আব্দুল মালিক, আস-সীরাতুন্ নাবাবিয়্যাহ, বৈরুত, দারুল মাঅ'রিফাহ, তারিখ উল্লেখ নেই।
- বালাযুরী, আহমাদ বিন ইয়াহইয়া, আনসাবুল আশরাফ, বৈরুত, দারুল ফিকর, ১৪১৭ হি.।
- দিয়ার বাকরি, হুসাইন বিন মুহাম্মাদ, তারিখুল খামিছ ফি আহওয়ালি আনফুসিন নাফিস, বৈরুত, দারুস সাদির, তারিখ নেই।
- মালিকী মাক্কী, মুহাম্মাদ বিন আহমাদ, তাহসিলুল মুরাম ফি আখবারিল বাইতিল হারাম ওয়া মাশাইরিল আযাম ওয়া মাক্কাতি ওয়াল হারাম ওয়া ওয়ালাতুহাল ফাখাম, তাহকীক: আব্দুল মুলক বিন দাহিশ, মক্কা, মাকতাবাতুল আসাদি, ১৪২৪ হি.।