বিষয়বস্তুতে চলুন

অমুসলিমদের সাথে মুসলিমদের বিবাহ

wikishia থেকে

এই নিবন্ধটি ফিকাহ সংক্রান্ত একটি বিষয়ের সংজ্ঞা ও সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রচিত এবং এটি ধর্মীয় আমলের কোন মানদণ্ড নয়। আমলের লক্ষ্যে অন্য সূত্রের শরণাপন্ন হোন।

অমুসলিমের সাথে মুসলিমের বিবাহ (আরবি: الزواج بين المسلم وغير المسلم) ফিকাহ সংক্রান্ত একটি বিষয়, শিয়াসুন্নি ফিকাহগত আলোচনার ক্ষেত্রে যার সুদীর্ঘ ইতিহাস রয়েছে এবং বিষয়টি নিজেই কয়েকটি শাখায় বিভক্ত। শিয়া-সুন্নি নির্বিশেষে সকলফিকাহশাস্ত্রবিদদের ফতওয়া অনুসারে, অমুসলিম পুরুষের সাথে মুসলিম নারীর বিবাহ জায়েয তথা বৈধ নয়; চাই উক্ত পুরুষ আহলে কিতাব (ঐশী গ্রন্থ সম্বলিত ধর্মাবলম্বী) হোক অথবা কাফেরে জিম্মি (ইসলামী রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম, যারা ইসলামী আইন অনুসারে অধিকার ও সুরক্ষার অধিকারী) হোক এবং উক্ত বিবাহ অস্থায়ী হোক বা স্থায়ী হোক। তদ্রুপভাবে, আল্লাহকে বিশ্বাস করে না এমন কাফের নারীর সাথে মুসলিম পুরুষের বিবাহও হারাম তথা নিষিদ্ধ।

আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের বিবাহের বিষয়ে শিয়া ফিকাহশাস্ত্রবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। তাদের প্রসিদ্ধ মতানুসারে, আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের স্থায়ী বিবাহ জায়েয নয়; তবে, তার সাথে মুসলিম পুরুষের অস্থায়ী বিবাহ বৈধ। সুন্নি ফিকাহশাস্ত্রবিদগণ, আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের স্থায়ী বিবাহ জায়েয বলে মনে করেন।

গুরুত্ব

অমুসলিমের সাথে মুসলমানের বিবাহ এমন একটি ফিকহি বিষয়, যা শিয়া ও সুন্নি উভয় মাযহাবেই আলোচনার বিষয়বস্তু হিসেবে স্থান পেয়েছে।[] এই বিষয়টি নিজেই কয়েকটি শাখায় বিভক্ত হয়ে থাকে; যেমন: ১. অমুসলিম পুরুষের সঙ্গে মুসলিম নারীর বিবাহ, ২. অমুসলিম নারীর সঙ্গে মুসলিম পুরুষের স্থায়ী বিবাহ, ৩. অমুসলিম নারীর সাথে মুসলিম পুরুষের অস্থায়ী বিবাহ। ইরানের দেওয়ানী আইনেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে।[]

অমুসলিম পুরুষের সঙ্গে মুসলিম নারীর বিবাহ

শিয়া ও সুন্নি ফিকাহ’তে একমত পোষণ করা হয়েছে যে, অমুসলিম পুরুষের সঙ্গে মুসলিম নারীর বিবাহ, এমনকি আহলে কিতাব হলেও বৈধ নয়।[] এই হুকুম কাফেরে জিম্মি, কাফেরে হারবি (মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত বা যুদ্ধের জন্য প্রস্তুত অমুসলিমরা) ও মুরতাদ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং বিবাহ স্থায়ী বা অস্থায়ী হওয়ার ক্ষেত্রেও কোন পার্থক্য নেই।[] হুকুমটি ইরানের দেওয়ানী আইনের ১০৫৯ ধারায়ও উল্লেখিত হয়েছে।[]

আহলে কিতাব নারীর সঙ্গে মুসলিম পুরুষের বিবাহ

আহলে সুন্নতের সকল মাযহাব আহলে কিতাব নারীর সঙ্গে মুসলিম পুরুষের বিবাহকে জায়েয জ্ঞান করে;[] কিন্তু শিয়া ফিকাহবিদগণ আহলে কিতাব নারীর সঙ্গে মুসলিম পুরুষের বিবাহ স্থায়ী ও অস্থায়ী হওয়ার মধ্যে পার্থক্য করে থাকেন এবং অস্থায়ী বিবাহকে বৈধ ও স্থায়ী বিবাহকে হারাম তথা অবৈধ জ্ঞান করেন।[] মুহাক্কেক হিল্লি এবং ফাইয কাশানি এই হুকুমকে বারো ইমামি শিয়াদের প্রসিদ্ধ দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করেছেন।[] ইবনে সাঈদ হিল্লি বলেছেন উক্ত দৃষ্টিভঙ্গির ব্যাপারে শিয়া ফকিহগণের মধ্যে মতৈক্য রয়েছে।[]

অবশ্য উল্লেখ করা হয়েছে যে, পূর্ববর্তীদের (মুহাক্কেক হিল্লির পূর্ববর্তী ফকিহগণ) প্রসিদ্ধ মত ছিল এটাই যে, আহলে কিতাবদের সাথে বিবাহ সম্পূর্ণরূপে হারাম।[১০] শেইখ মুফিদ,[১১] শেইখ তুসি,[১২] সাইয়্যেদ মুর্তাযা[১৩] এবং তাবারসি[১৪] প্রমুখ এই মত পোষণ করেন।[১৫] এছাড়াও উল্লেখ করেছেন, এর বিপরীতে, শেইখ সাদুক,[১৬] শহীদ সানি,[১৭] ফাইয কাশানি[১৮] এবং সাহেব জাওয়াহের’র[১৯] ন্যায় ফকিহগণ, আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের স্থায়ী বিবাহকেও বৈধ মনে করতেন।[২০] মাবসুত গ্রন্থে সাহেব জাওয়াহের হতে শেইখ তুসি বর্ণনা করেছেন, তিনি আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুুরুষের অস্থায়ী বিবাহের বৈধতাকে সকল সাহাবী এবং ইমামিয়া ফকিহগণের ঐকমত্যের বিষয় বলে মনে করতেন।[২১]

লেবাননের শিয়া ধর্মগুরু মুহাম্মাদ জাওয়াদ মুগনিয়াহ লিখেছেন, বর্তমান যুগে (হিজরি চতুর্দশ শতাব্দী) ইমামিয়া মাযহাবের ফকিহদের একটি বৃহৎ গোষ্ঠী আহলে কিতাব নারীর সাথে মুসলিম পুরুষের স্থায়ী বিবাহকে জায়েয জ্ঞান করেন এবং লেবাননের জাফরী মাযহাবের বিচারালয়গুলো এরূপ বিবাহের ক্ষেত্রে আকদ জারি করে থাকে।[২২]

যরথুস্ত্রীয় নারীর সাথে মুসলমান পুরুষের বিবাহ

যরথুস্ত্রীয় নারীর সাথে মুসলমান পুরুষের বিবাহ সম্পর্কে মতভেদ রয়েছে।[২৩] কথিত রয়েছে ফকিহগণের একটি দল তাদের সাথে অস্থায়ী বিবাহকে বৈধ হিসেবে বিবেচনা করেছেন।[২৪] শেইখ সাদুক তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে হারাম জ্ঞান করেন।[২৫] তবে মুহাক্কেক হিল্লি তাদেরকে আহলে কিতাব হিসেবে বিবেচনা করেন এবং তাদের সঙ্গে অস্থায়ী বিবাহকে জায়েয বলে মনে করেন।[২৬]

আহলে কিতাব ব্যতিত অন্য নারীদের সঙ্গে মুসলিম পুরুষের বিবাহের হুকুম-আহকাম

শিয়া ফিকাহশাস্ত্র অনুসারে, আল্লাহ রাব্বুল আলামিন ও কিয়ামতের প্রতি ঈমান না থাকা কাফির নারীর সঙ্গে মুসলিম পুরুষের বিবাহ জায়েয নয়।[২৭] এই হুকুমের ক্ষেত্রে বিবাহ স্থায়ী হওয়া বা অস্থায়ী হওয়ার মধ্যে কোন পার্থক্য নেই।[২৮] ফকিহগণ এই বিষয়ে ইজমা’ তথা ঐকমত্যের দাবি করেছেন।[২৯] ফকিহগণ, তদ্রুপভাবে বাহাঈ’র সঙ্গেও মুসলমানের বিবাহ বৈধ জ্ঞান করেন না।[৩০]

সম্পর্কিত গ্রন্থ

মুহাম্মাদ রেযা জাব্বারান কর্তৃক রচিত গ্রন্থ এযদেভাজ বা’ গায়রে মুসলমানান
  • ‘এযদেভাজ বা গায়রে মুসলমানান’ শিরোনামের গ্রন্থটি লিখেছেন মুহাম্মাদ রেযা জাব্বারান, বুস্তানে কিতাব প্রকাশনার মাধ্যমে ১৩৮৩ ফার্সি সনে গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
  • মুহাম্মাদ ইব্রাহিমী কর্তৃক রচিত ‘এযদেভাজ বা বিগনেগান দার ফিকহে ইসলাম ওয়া সায়েরে শারায়েঅ ইলাহি’ নামক গ্রন্থটি বুস্তানে কিতাব প্রকাশনার মাধ্যমে ১৩৮২ ফার্সি সনে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র

  1. মুগনিয়াহ, আল-ফিকহ আলাল মাযাহিবিল খামসাহ, ১৪০২ হি., পৃ. ৩১৪; ইবনে সাঈদ হিল্লি, আল-জামেউ লিশ শারায়েঅ, ১৪০৫ হি., পৃ. ৪৩২; সাইয়্যেদ মুর্তাযা, আল-মাসায়েলুন নাসেরিয়াত, ১৪১৭ হি., পৃ. ৩২৭।
  2. আজিম যাদেহ আরদেবিলি, “এলাল ওয়া মুস্তানাদাতে হোরমাতে এযদেভাজ বা’ গায়রে মুসালমান”, পৃ. ৪২।
  3. মুগনিয়াহ, আল-ফিকহ আলাল মাযাহিবিল খামসাহ, ১৪০২ হি., পৃ. ৩১৪; ইবনে সাঈদ হিল্লি, আল-জামেউ লিশ শারায়েঅ, ১৪০৫ হি., পৃ. ৪৩২; সাইয়্যেদ মুর্তাযা, আল-মাসায়েলুন নাসেরিয়াত, ১৪১৭ হি., পৃ. ৩২৭।
  4. আজিম যাদেহ আরদেবিলি, “এলাল ওয়া মুস্তানাদাতে হোরমাতে এযদেভাজ বা’ গায়রে মুসালমান”, পৃ. ৩৪।
  5. আজিম যাদেহ আরদেবিলি, “এলাল ওয়া মুস্তানাদাতে হোরমাতে এযদেভাজ বা’ গায়রে মুসালমান”, পৃ. ৪২।
  6. মুগনিয়াহ, আল-ফিকহ আলাল মাযাহিবিল খামসাহ, ১৪০২ হি., পৃ. ৩১৪; বুর্জি, “এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব”, পৃ. ১২২।
  7. হালাবি, আল-কাফি ফিল ফিকহ, ১৪০৩ হি., পৃ. ২৯৯; শহীদ আউয়াল, আল-লুমআতুদ দামাশকিয়্যাহ, দারুল ফিকর, পৃ. ১৬৬; শেইখ তুসি, আল-নিহায়াহ, বৈরুত, ১৪০০ হি., পৃ. ৪৫৭।
  8. মুহাক্কেক হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৯ হি., খণ্ড ২, পৃ. ৫২০; ফাইয কাশানি, মাফাতিহুশ শারায়েঅ, কোম, মাজমাউয যাখায়েরিল ইসলামিয়্যাহ, ১৪০১ হি., খণ্ড ২, পৃ. ২৪৯।
  9. ইবনে সাঈদ হিল্লি, আল-জামেউ লিশ শারায়েঅ, ১৪০৫ হি., পৃ. ৪৩২।
  10. বুর্জি, “এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব”, পৃ. ১২০।
  11. শেইখ মুফিদ, আল-মুকনিয়াহ, ১৪১৩ হি., পৃ. ৫০০।
  12. শেইখ তুসি, আল-মাবসুত, তেহরান, ১৩৮৭ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২০৯।
  13. সাইয়্যেদ মুর্তাযা, আল-ইন্তেসার, কোম, পৃ. ২৭৯।
  14. তাবারসি, আল-মু’তালাফু মিনাল মুখতালাফি বাইনা আইম্মাতিস সালাফ, ১৪১০ হি., খণ্ড ২, পৃ. ১৪৪।
  15. বাবাঈ, “পেঝুহেশি দারবারেয়ে এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব”, পৃ. ১৪।
  16. শেইখ সাদুক, আল-মুকনিউ, ১৪১৫ হি., পৃ. ৩০৮।
  17. শহীদ সানি, মাসালেকুল আফহাম, মুআসসিসাতুল মাআরিফ আল-ইসলামিয়্যাহ, খণ্ড ৭, পৃ. ৩৬০।
  18. ফাইয কাশানি, মাফাতিহুশ শারায়েঅ, কোম, মাজমাউয যাখায়েরিল ইসলামিয়্যাহ, ১৪০১ হি., খণ্ড ২, পৃ. ২৪৯।
  19. নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৩০, পৃ. ৩১।
  20. বাবাঈ, “পেঝুহেশি দারবারেয়ে এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব”, পৃ. ১৫।
  21. নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৩০, পৃ. ৩৯।
  22. মুগনিয়াহ, আল-ফিকহ আলাল মাযাহিবিল খামসাহ, ১৪০২ হি., পৃ. ৩১৫।
  23. বুর্জি, “এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব”, পৃ. ১৪৫।
  24. কালান্তারি, “ফিকহ ওয়া এযদেভাজ বা কাফেরান”, ফিকহ, সংখ্যা ৭ ও ৮, বাহার ও তাবেস্তান ১৩৭৫ ফার্সি সন, পৃ. ২৪৭।
  25. শেইখ সাদুক, আল-মুকনিউ, ১৪১৫ হি., পৃ. ৩০৮।
  26. মুহাক্কেক হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৯ হি., খণ্ড ২, পৃ. ৫২০।
  27. মুগনিয়াহ, আল-ফিকহ আলাল মাযাহিবিল খামসাহ, ১৪০২ হি., পৃ. ৩১৪; মোতাহহারি, মাজমুয়ে অসার, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ২৭, পৃ. ২২১।
  28. মুহাম্মাদ হুসাইন যাদেহ, “এযদেভাজে দায়েম বা’ আহলে কিতাব দার ফিকহে ইসলামি ওয়া হুকুকে মাদানিয়ে ইরান”, পৃ. ১৫০।
  29. হুররে আমেলি, নিহায়াতুল মারাম, কোম, খণ্ড ১, পৃ. ১৮৯; ফাইয কাশানি, মাফাতিহুশ শারায়েঅ, ১৪০১ হি., খণ্ড ২, পৃ. ২৪৮; শহীদ আউয়াল, আল-লুমআতুদ দামেশকিয়্যাহ, দারুল ফিকর, পৃ. ১৬৬; মুহাক্কে হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৯ হি., খণ্ড ২, পৃ. ৫২০।
  30. গুলপায়গানি, মাজমাউল মাসায়েল, ১৪০৯ হি., খণ্ড ৪, পৃ. ২৯৫; খোমেনী, ইস্তেফতাআত, ১৩৭২ ফার্সি সন, খণ্ড ৩, পৃ. ১২৮।

গ্রন্থপঞ্জি

  • ইবনে সাঈদ হিল্লি, ইয়াহইয়া ইবনে আহমাদ, আল-জামেঅ লিশ শারায়েঅ', কোম, মুআসসেসেয়ে সাইয়্যেদুশ শুহাদা (আ.), ১৪০৫ হি.।
  • বাবাঈ, আলী, "পেঝুহেশি দারবারে এযদেভাজ বা’ যানানে আহলে কিতাব, ফাসল নামেয়ে দানেশ কাদেয়ে ইলাহিয়াত ওয়া মাআরেফে মাশহাদ, সংখ্যা ৬৯, ১৩৮৪ ফার্সি সন।
  • বুর্জি, ইয়াকুব আলী, “এযদেভাজ বা যানানে আহলে কিতাব”, ফাসলনামেয়ে দানেশকাদে ইলাহিয়াত ওয়া মাআরেফে মাশহাদ, সংখ্যা ৬৯, ১৩৮৪ ফার্সি সন।
  • জব্বারান, মুহাম্মাদ রেযা, এযদেভাজ বা গায়রে মুসলমানান, কোম, বুস্তানে কিতাব, ১৩৮৩ ফার্সি সন।
  • হুররে আমেলি, মুহাম্মাদ ইবনে হাসান, নিহায়াতুল মারাম, কোম, মুআসসিসাতুন নাশরিল ইসলামি, তারিখ অজ্ঞাত।
  • হালাবি, আবু আল-সালাহ, আল-কাফি ফিল ফিকহ, ইস্ফাহান, মাক্তাবাতুল ইমাম আমীরুল মু’মিনীন আলাইহিস সালাম, ১৪০৩ হি.।
  • খোমেনী, সাইয়্যেদ রুহুল্লাহ, ইস্তেফতাআত, কোম, জামেঅ মুদাররেসিন হাওযা ইলমিয়্যাহ কোম, ১৩৭২ ফার্সি সন।
  • সাইয়্যেদ মুর্তাযা, আলী ইবনে হুসাইন, আল-ইন্তেসারু ফি ইনফারাদাতিল ইমামিয়্যাহ, কোম, মুআসসিসাতুন নাশরিল ইসলামি, তারিখ অজ্ঞাত।
  • সাইয়্যেদ মুর্তাযা, আলী ইবনে হুসাইন, আল-মাসায়েলুন নাসেরিয়্যাত, তেহরান, রাবিতাতুস সাকাফাতু ওয়াল আলাকাতুল ইসলামিয়্যাহ, ১৪১৭ হি.।
  • শহীদ আউয়াল, মুহাম্মাদ ইবনে মাক্কি, আল-লামআতুল দামাশকিয়া, স্থান অজ্ঞাত, দারুল ফিকর, তারিখ অজ্ঞাত।
  • শহীদ সানি, যাইন উদ্দিন ইবনে আলী, মাসালিকুল আফহাম, স্থান অজ্ঞাত, মুআসসিসাতুল মাআরিফ আল-ইসলামিয়্যাহ, তারিখ অজ্ঞাত।
  • শেইখ সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, আল-মুকান্নাঅ, স্থান অজ্ঞাত, মুআসসিসাতুল ইমাম আল-হাদী আলাইহিস সালাম, ১৪১৫ হি.।

শেখ তুসি, মুহাম্মদ ইবনে হাস, আল-নাহাইয়া, বৈরুত, দারুল কিতাব আল-আরাবী, ১৪০০ হিজরি।

  • শেইখ তুসি, মুহাম্মাদ ইবনে হাসান, আল-মাবসুত ফি ফিকহ আল-ইমামিয়া, তেহরান, আল-মাক্তাবাতুল মুর্তাযাউয়িয়্যাহ লি ইহিয়ায়িল আসারিল জা’ফারিয়্যাহ, ১৩৮৭ ফার্সি সন।
  • শেইখ মুফিদ, মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ, আল-মুকানাআ, কোম, কনগ্রেয়ে জাহানি হেজারেয়ে শেইখ মুফিদ, ১৪১৩ হি.।
  • তাবারসি, ফাযল ইবনে হাসান, আল-মু’তালিফ মিনাল মুখতালিফ বাইনা আয়িম্মাতিস সালাফ, মাশহাদ, মাজমাউল বুহুস আল-ইসলামিয়্যাহ, ১৪১০ হি.।
  • আজিম যাদেহ আরদেবিলী, ফায়েযাহ, “এলাল ওয়া মুস্তানাদাতে হোরমাতে এযদেভাজ বা’ গায়রে মুসালমান,” ফিকহ ওয়া হুকুকে খানওয়াদে (নেদায়ে সাদেক), সংখ্যা ৫২, প্রথম বছর, পায়ীয ও যেমেস্তান ১৩৯৩ ফার্সি সন।
  • আন্দালিবি, আলী, আন্দালিবি, রেযা, «حکم ازدواج با زنان اهل کتاب در قرآن کریم», কুরআন, ফিকহ ওয়া হুকুকে ইসলামি, সংখ্যা ১, প্রথম বর্ষ, পায়িয ও যেমেস্তান ১৩৯৩ ফার্সি সন।
  • ফাইয কাশানি, মোল্লা মহসিন, মাফাতিহুশ শারায়েঅ, কোম, মাজমাউয যাখায়ের আল-ইসলামিয়্যাহ, ১৪০১ হি.।
  • কালান্তারি, আলী আকবার, “ফিকহ ওয়া এযদেভাজ বা কাফেরান”, ফিকহ, সংখ্যা ৭ ও ৮, বাহার ও তাবেস্তান ১৩৭৫ ফার্সি সন।
  • গুলপায়গানি, সাইয়্যেদ মুহাম্মাদ রেযা, মাজমাউল মাসায়েল, কোম, দারুল কুরআনিল কারিম, ১৪০৯ হি.।
  • মুহাক্কেক হিল্লি, জাফর ইবনে হাসান, শারায়েউল ইসলাম, তেহরান, ইস্তেকলাল, ১৪০৯ হি.।
  • মুহাম্মাদ হুসাইন যাদেহ, আব্দুর রেযা, «ازدواج دائم با اهل کتاب در فقه اسلامی و حقوق مدنی ایران», মাকালাত ওয়া বাররাসিহা, সংখ্যা ৮০, ১৩৮৫ ফার্সি সন।
  • মোতাহহারি, মুর্তাযা, মাজমুয়ে অসার, তেহরান, সাদরা, ১৩৯০ ফার্সি সন।
  • মুগনিয়া, মুহাম্মাদ জাওয়াদ, আল-ফিকহ আলাল মাযাহেব আল-খামসা, স্থান অজ্ঞাত, প্রকাশনা অজ্ঞাত, ১৪০২ হি.।
  • নাজাফি, মুহাম্মাদ হাসান, জাওয়াহেরুল কালাম, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, ১৩৬২ ফার্সি সন।