হাইহাত মিন্না আয্-যিল্লাহ (অপমান আমাদের থেকে অনেক দূরে)

হাইহাত মিন্না আয্-যিল্লাহ (আরবি: هَیهَاتَ مِنَّا الذِّلَّة); এর অর্থ "অপমান আমাদের থেকে অনেক দূরে" অতিপরিচিত একটি বাক্য ও আশুরার দিনে ইমাম হুসাইন (আঃ) প্রদত্ত খুতবার একটি অংশ যা যিনি ইবনে সাদের বাহিনীকে সম্বোধন করে পেশ করেছিলেন।[১]
ঐতিহাসিক সূত্রের ভিত্তিতে, ইমাম হুসাইন (আ.) এই উক্তিটিই ইবনে যিয়াদের প্রস্তাবের প্রতিউত্তরে বলে ছিলেন যখন ইবনে যিয়াদ ইমামকে (আ.) আত্মসমর্পণ বা যুদ্ধ এর যেকোন একটি বেছে নিতে বলেছিল।[২] তিনি ঘোষণা করেছিলেন যে, যেহেতু আল্লাহ, রাসূল (সাঃ) এবং সুস্থ্য জ্ঞান সম্পন্ন কেউই অপমান ও লাঞ্চনাকে স্বীকার করেন না, তাই তিনিও লাঞ্চিত জীবনের চেয়ে মর্যাদার সাথে মৃত্যুকে পছন্দ করেন।[৩]
চতুর্থ শতাব্দীর ঐতিহাসিক মাসুদী এই বাক্যাংশটি এভাবে উদ্ধৃত করেছেন: ألا وَإنَّ الدَّعيَّ ابنَ الدَّعيِّ قَد رَكَّزَ بَينَ اثنَتينِ بَينَ السِلَّهِ وَالذِلَّةِ وَهَيهاتَ مِنّا الذِلَّةُ "দত্তক পিতার দত্তক সন্তান[নোট-১] আমাকে দুটি জিনিসের মধ্যে দাঁড় করিয়েছে: তরবারি এবং অপমান, আমরা কখনই অপমান মেনে নিই না।"[৪]
তবে কিছু সূত্র "(السَلّة)[৫] এর পরিবর্তে (القتلة) এবং কিছু সূত্র "(الذِّلَّة) এর পরিবর্তে (الدَّنِیئَةُ) উদ্ধৃত করেছে।[৬] "হাইহাত মিন্না আয্-যিল্লাহ" বর্তমানে একটি স্লোগান এবং প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। শিয়া সম্প্রদায় শোকানুষ্ঠান এবং মিছিলগুলোতে এটি ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাদের আপোষহীন অবস্থানকে প্রদর্শন করে।[৭]
তথ্যসূত্র
- ↑ মাসুদী, ইসবাতুল ওয়াসিয়্যাতি লিল ইমাম আলী বিন আবি তালিব, ১৩৮৪ (ফার্সি সন), পৃ: ১৬৬।
- ↑ মাসুদী, ইসবাতুল ওয়াসিয়্যাতি লিল ইমাম আলী বিন আবি তালিব, ১৩৮৪ (ফার্সি সন), পৃ: ১৬৬।
- ↑ মাসুদী, ইসবাতুল ওয়াসিয়্যাতি লিল ইমাম আলী বিন আবি তালিব, ১৩৮৪ (ফার্সি সন), পৃ: ১৬৬।
- ↑ মাসুদী, ইসবাতুল ওয়াসিয়্যাতি লিল ইমাম আলী বিন আবি তালিব, ১৩৮৪ (ফার্সি সন), পৃ: ১৬৬।
- ↑ খাওয়ারেযমী, মাকতালুল হুসাইন (আ.), ১৪২৩ হি., খ: ২, পৃ: ১০।
- ↑ ইবনে শুবা হুররানী, তুহাফুল উকুল, ৪০৪ হি., পৃ: ২৪১।
- ↑ عاشوراء إحياءً لذكرى استشهاد الإمام الحسين عليه السلام بالعاصمة #صنعاء شارع المطار…, মুয়াসসাসাতু আশ্-শাহিদ যাইদ আলী মুসলেহ।
গ্রন্থপঞ্জি
- ইবনে শুবা হুররানী, হাসান বিন আলী, তুহাফুল উকুল; তাহকিক-আলী আকবার গাফফারী, কোম, দাফতারে ইন্তেশারাতে ইসলামী, দ্বিতীয় প্রকাশ, ১৪০৪ হি.,
- খাওয়ারেযমী, মুয়াফফাক বিন আহমাদ, মাকতালুল হুসাইন (আ.); মুহাম্মাদ সামাভী, কোম, আনওয়ারুল হুদা, ১৪২৩ হি.,
- মাসুদী, আলী বিন হুসাইন, ইসবাতুল ওয়াসিয়্যাতি লিল ইমাম আলী বিন আবি তালিব, কোম, ইন্তেশারাতে আনসারিয়্যান, তৃতীয় প্রকাশ, ১৩৮৪ (ফার্সি সন),
- مسيرة عاشوراء إحياءً لذكرى استشهاد الإمام الحسين عليه السلام بالعاصمة #صنعاء شارع المطار…, মুয়াসসাসাতু আশ্-শাহিদ যাইদ আলী মুসলেহ, ২/৮/২০২৫ (ঈসায়ী),