আল্লাহুম্মাল আন ক্বাতালাতা আমীরিল মু’মিনীন
আল্লাহুম্মাল আন ক্বাতালাতা আমীরিল মু’মিনীন (আরবি: اللّهم الْعَنْ قَتَلَةَ اَمیرِالمُؤمنین) (অর্থ: হে আল্লাহ, ইমাম আলীর হত্যাকারীদের উপর অভিসম্পাত করো) বাক্যটি ইমাম আলী (আ.)-এর কিছু কিছু যিয়ারতনামায় ব্যবহৃত হয়েছে।[১] শেখ আব্বাস কুম্মি রমজান মাসের ঊনিশতম রাতের অন্যতম আমল হিসেবে এটি একশবার পাঠ করার কথা উল্লেখ করেছেন।[২]
আয়াতুল্লাহ খামেনীর মতে, বাক্যটিতে قتلة (হত্যাকারীদের) শব্দটি বহুবচন হওয়ার বিষয়টি এই ইঙ্গিত দেয় যে, ইমাম আলীকে তরবারি দিয়ে আঘাতকারী ইবনে মুলজাম ছাড়াও, এতে সেইসব ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, ঐ ঘটনা ঘটানোর ক্ষেত্রে যাদের প্রভাব ছিল; যেমন: হাকামিয়্যাতের ঘটনায় (সিফ্ফীনের যুদ্ধের ঐতিহাসিক ঘটনা) যারা তাঁকে তা গ্রহণ করতে বাধ্য করেছিল এবং যারা তাদের স্বীয় কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে শহীদ করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল।[৩] শিয়া ধর্মীয় পণ্ডিত এবং মুফাসসির মোহসিন ক্বারাআতিও মনে করেন যে, «قتلة» শব্দটি ঐ ঘটনা, চিন্তাভাবনা এবং গোষ্ঠীকে নির্দেশ করে, যার প্রতিনিধিত্ব করেছে ইবনে মুলজাম।[৪] তিনি অন্যত্র বলেছেন যে, «قتلة» শব্দটি এজন্য ব্যবহৃত হয়েছে যে, যারা ইমাম আলী (আ.)-এর হত্যায় সন্তুষ্ট হয়েছিলেন তারাও যেন এর অন্তর্ভূক্ত হয়।[৫]
বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত মির্যা জাওয়াদ তাবরিযী’র মত অনুসারে, নামাযের কুনুত ও সিজদায় এই দোয়াটি পাঠ করায় কোনও সমস্যা নেই।[৬]
তথ্যসূত্র
- ↑ ইবনে কুলাওয়াইহ, কামিলুয যিয়ারাত, ১৩৫৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৪।
- ↑ কুম্মি, কুল্লিয়াতে মাফাতিহুল জিনান, ১৩৮৪ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৩৬৬।
- ↑ بیانات در خطبههای نماز جمعه تهران. ۲۱ مهر ۱۳۸۵ش.
- ↑ «شب قدر», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন।
- ↑ «ثبت همه اعمال انسان در دنیا», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন।
- ↑ তাবরিযী, তা’লীক্বাত বার সিরাতুন নাজাত, ১৪৩৩ হি., খণ্ড ২, পৃ. ৬০৯।
গ্রন্থপঞ্জি
- ইবনে কুরাওয়াইহ, জা’ফার ইবনে মুহাম্মাদ, কামিলুয যিয়ারাত, তাসহিহ: আব্দুল হুসাইন আমিনী, নাজাফ, দারুল মুর্তাযাউয়িয়্যাহ, ১৩৫৬ ফার্সি সন।
- بیانات در خطبههای نماز جمعه تهران. ۲۱ مهر ۱۳۸۵ش, পায়েগাহে এত্তেলা রেসানিয়ে দাফতারে হেফয ওয়া নাশরে আসারে আয়াতুল্লাহ আল-উযমা খামেনেয়ী, মরুরে খাবারে চাহারদাহোমে ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
- তাবরিযী, মির্যা জাওয়াদ, তা’লীক্বাত বার সিরাতুন নাজাত ফি আজওয়াবাতিল ইস্তেফতাআত, দারুস সিদ্দিকাতুশ শাহীদাহ, কোম, ১৪৩৩ হি.।
- «ثبت همه اعمال انسان در دنیا», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন, তারিখে পাখশ, ১৬ উর্দি বেহেশত ১৪০০ ফার্সি সন, পরিদর্শনের তারিখ: ১৩ ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
- «شب قدر», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন, ১৫ উর্দি বেহেশত ১৩৬৭ ফার্সি সন, পরিদর্শনের তারিখ: ১৩ ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
- কুম্মি, শেখ আব্বাস, কুল্লিয়াতে মাফাতিহুল জিনান, কোম, মাতবুআতে দ্বীনি, ১৩৮৪ ফার্সি সন।