বিষয়বস্তুতে চলুন

আল্লাহুম্মাল আন ক্বাতালাতা আমীরিল মু’মিনীন

wikishia থেকে

আল্লাহুম্মাল আন ক্বাতালাতা আমীরিল মু’মিনীন (আরবি: اللّهم الْعَنْ قَتَلَةَ اَمیرِالمُؤمنین) (অর্থ: হে আল্লাহ, ইমাম আলীর হত্যাকারীদের উপর অভিসম্পাত করো) বাক্যটি ইমাম আলী (আ.)-এর কিছু কিছু যিয়ারতনামায় ব্যবহৃত হয়েছে।[] শেখ আব্বাস কুম্মি রমজান মাসের ঊনিশতম রাতের অন্যতম আমল হিসেবে এটি একশবার পাঠ করার কথা উল্লেখ করেছেন।[]

আয়াতুল্লাহ খামেনীর মতে, বাক্যটিতে قتلة (হত্যাকারীদের) শব্দটি বহুবচন হওয়ার বিষয়টি এই ইঙ্গিত দেয় যে, ইমাম আলীকে তরবারি দিয়ে আঘাতকারী ইবনে মুলজাম ছাড়াও, এতে সেইসব ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, ঐ ঘটনা ঘটানোর ক্ষেত্রে যাদের প্রভাব ছিল; যেমন: হাকামিয়্যাতের ঘটনায় (সিফ্ফীনের যুদ্ধের ঐতিহাসিক ঘটনা) যারা তাঁকে তা গ্রহণ করতে বাধ্য করেছিল এবং যারা তাদের স্বীয় কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে শহীদ করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল।[] শিয়া ধর্মীয় পণ্ডিত এবং মুফাসসির মোহসিন ক্বারাআতিও মনে করেন যে, «قتلة» শব্দটি ঐ ঘটনা, চিন্তাভাবনা এবং গোষ্ঠীকে নির্দেশ করে, যার প্রতিনিধিত্ব করেছে ইবনে মুলজাম।[] তিনি অন্যত্র বলেছেন যে, «قتلة» শব্দটি এজন্য ব্যবহৃত হয়েছে যে, যারা ইমাম আলী (আ.)-এর হত্যায় সন্তুষ্ট হয়েছিলেন তারাও যেন এর অন্তর্ভূক্ত হয়।[]

বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত মির্যা জাওয়াদ তাবরিযী’র মত অনুসারে, নামাযের কুনুত ও সিজদায় এই দোয়াটি পাঠ করায় কোনও সমস্যা নেই।[]

তথ্যসূত্র

  1. ইবনে কুলাওয়াইহ, কামিলুয যিয়ারাত, ১৩৫৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৪।
  2. কুম্মি, কুল্লিয়াতে মাফাতিহুল জিনান, ১৩৮৪ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৩৬৬।
  3. بیانات در خطبه‌های نماز جمعه تهران. ۲۱ مهر ۱۳۸۵ش.
  4. «شب قدر», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন।
  5. «ثبت همه اعمال انسان در دنیا», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন।
  6. তাবরিযী, তা’লীক্বাত বার সিরাতুন নাজাত, ১৪৩৩ হি., খণ্ড ২, পৃ. ৬০৯।

গ্রন্থপঞ্জি

  • ইবনে কুরাওয়াইহ, জা’ফার ইবনে মুহাম্মাদ, কামিলুয যিয়ারাত, তাসহিহ: আব্দুল হুসাইন আমিনী, নাজাফ, দারুল মুর্তাযাউয়িয়্যাহ, ১৩৫৬ ফার্সি সন।
  • بیانات در خطبه‌های نماز جمعه تهران. ۲۱ مهر ۱۳۸۵ش, পায়েগাহে এত্তেলা রেসানিয়ে দাফতারে হেফয ওয়া নাশরে আসারে আয়াতুল্লাহ আল-উযমা খামেনেয়ী, মরুরে খাবারে চাহারদাহোমে ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
  • তাবরিযী, মির্যা জাওয়াদ, তা’লীক্বাত বার সিরাতুন নাজাত ফি আজওয়াবাতিল ইস্তেফতাআত, দারুস সিদ্দিকাতুশ শাহীদাহ, কোম, ১৪৩৩ হি.।
  • «ثبت همه اعمال انسان در دنیا», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন, তারিখে পাখশ, ১৬ উর্দি বেহেশত ১৪০০ ফার্সি সন, পরিদর্শনের তারিখ: ১৩ ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
  • «شب قدر», মারকাযে ফারহাঙ্গিয়ে দারসহায়ী আয কুরআন, ১৫ উর্দি বেহেশত ১৩৬৭ ফার্সি সন, পরিদর্শনের তারিখ: ১৩ ফারভারদিন ১৪০৩ ফার্সি সন।
  • কুম্মি, শেখ আব্বাস, কুল্লিয়াতে মাফাতিহুল জিনান, কোম, মাতবুআতে দ্বীনি, ১৩৮৪ ফার্সি সন।