বিষয়বস্তুতে চলুন

শেইখ নাঈম কাসেম

wikishia থেকে
শেইখ নাঈম কাসেম
পুরো নামশেইখ নাঈম কাসেম
জন্ম তারিখ১৯৫৩ (ঈসায়ী)
যে শহরে জন্মকাফরফিলা
যে রাষ্ট্রে জন্মলেবানন
ধর্মইসলাম
মাযহাবশিয়া
পদমর্যাদালেবানন হিজবুল্লাহর মহাসচিব
সংকলনহুকুকু আয্-যাউজ ও আয্-যা্উজাহ*কুরআন মানহাজুল হিদায়াহ*হুকুকুল আফয়াল*হুকুকুল ওয়ালিদাইন ওয়াল ওয়ালাদ*হুকুকুল জাওয়ারেহ*হুকুকুন নাস
অফিসিয়াল সাইটhttps://naimkassem.com.lb/index.php


শেইখ নাঈম কাসেম (আরবি: الشيخ نعيم قاسم) (জন্ম: ১৯৫৩ ঈসায়ী;) যিনি হলেন লেবানন হিজবুল্লাহর চতুর্থ মহাসচিব।

তিনি সাইয়্যেদ আব্বাস মুসাভি এবং সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর সময়ে উপ-মহাসচিব ছিলেন এবং সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর শাহাদাতের পর হিজবুল্লাহর চতুর্থ মহাসচিব নির্বাচিত হন। নাঈম কাসেম আমাল আন্দোলনের সদস্য ছিলেন এবং ইমাম মুসা সদরের সাথে ‘হারাকতে মাহরুমিন’ (সুবিধাবঞ্চিত আন্দোলন) গঠনে ভূমিকা পালন করেছিলেন। তিনি লেবাননে হিজবুল্লাহর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন এবং ১৯৯১ সাল থেকে এর ভাইস-চেয়ারম্যান ছিলেন।

নাঈম কাসেম হিজবুল্লাহর সংসদীয় কাউন্সিলের প্রধান এবং লেবাননের সরকারে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মন্ত্রীদের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ‘বেলায়াতে ফাকিহ’ তত্ত্বে বিশ্বাসী এবং তাঁর অনেক রচনার মধ্যে দুটি বই ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মহান নেতা ইমাম খোমিনী এবং সাইয়্যেদ আলী খামেনায়ী সম্পর্কে লেখা হয়েছে।

জন্ম ও শিক্ষা

নাঈম কাসেম ১৯৫৩ সালে দক্ষিণ লেবাননের নাবাতিহ প্রদেশের কাফরফিলা গ্রামে জন্মগ্রহণ করেন।[1] তিনি ফরাসি ভাষায় পারদর্শী। তিনি ১৯৭০ সালে লেবানন বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মাদ্রাসা শিক্ষায় সাইয়্যিদ মুহাম্মাদ হুসাইন ফাদলুল্লাহর ছাত্র ছিলেন।[2]

হিজবুল্লাহর মহাসচিব

২৯শে অক্টোবর ২০২৪ তারিখে, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের প্রায় এক মাস পর, হিজবুল্লাহ তার মহাসচিব হিসেবে নাইম কাসেমকে নির্বাচিত করার ঘোষণা দেয়।[3] নাইম কাসেম পূর্বে লেবানন হিজবুল্লাহর সংসদীয় কাউন্সিলের প্রধান ছিলেন এবং লেবানন সরকারে হিজবুল্লাহ পন্থী মন্ত্রীদের সমন্বয়ের দায়িত্বেও ছিলেন।[4]

তিনি ১৯৮২ সালে লেবাননে হিজবুল্লাহ প্রতিষ্ঠায় সাইয়্যেদ আব্বাস মুসাভি, সুবহি তুফাইলী, মুহাম্মদ ইয়াজবেক, ইব্রাহিম আমিন আস্-সাইয়্যেদ এবং সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাথে অংশগ্রহণ করেছিলেন এবং ১৯৯১ সাল থেকে লেবাননে হিজবুল্লাহর উপ-নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।[5]

হারাকাতুল মাহরুমিন প্রতিষ্ঠায় ভূমিকা

নাঈম কাসেম ১৯৭০-এর দশকে ইমাম মুসা সদরের নেতৃত্বে আমাল আন্দোলনে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন এবং তিনি নিজেই বলেছেন যে, তিনি হারাকাতুল মাহরুমিন প্রতিষ্ঠায়ও ভূমিকা পালন করেছিলেন।[6] তিনি আমাল আন্দোলনের সাংস্কৃতিক উপ-প্রধানও ছিলেন এবং সাইয়্যিদ মুসা সদরের অন্তর্ধানের পর তিনি আমাল আন্দোলন ত্যাগ করেন।[7]

বেলায়েতে ফাকিহ-এর ধারণায় বিশ্বাস ও ইরানের সাথে সম্পর্ক

নাঈম কাসেমের ব্যক্তিগত ওয়েবসাইটে যেমন বলা হয়েছে, তিনি বেলায়েতে ফাকিহ-এর ধারণায় বিশ্বাসী এবং ফলস্বরূপ ইমাম খোমিনীর পরে সাইয়্যেদ আলী খামেনায়ীর বেলায়েতে স্বীকার ও গ্রহণ করেন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের উভয়ই রাহবার সম্পর্কে বই লেখেছেন।[8]

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনায়ীর হাসপাতালে ভর্তির সময়, শেখ নাঈম কাসেম, যিনি "ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে ইসলামিক স্কলারস" সম্মেলনে অংশগ্রহণের জন্য ইরান সফরে ছিলেন, একদল আলেমের সাথে তাঁর সঙ্গে দেখা করতে যান।[9] এছাড়াও, নাঈম কাসেম অনেক ইরানি সম্মেলনেও অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে ইসলামী ঐক্য সম্মেলন এবং আন্তর্জাতিক কুদস দিবস সম্মেলন...।[10]

আয়াতুল্লাহ খামেনায়ীর প্রতিনিধি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর, আয়াতুল্লাহ খামেনায়ী শেইখ নাঈম কাসেমকে লেবাননে তাঁর প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন।[11]

রচনাবলি

শেখ নাঈম কাসেম নাগরিক অধিকার, নারী, শিক্ষক-শিক্ষার্থীদের মর্যাদা অবস্থান, পুরুষ ও নারীর অধিকার, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ইত্যাদি বিষয়ে বই লেখেছেন।[12] তিনি ইমাম খোমিনী সম্পর্কে "ইমাম খোমিনী বাইনাল ইসালাতি ওয়াত্ তাজদিদ" বই এবং আয়াতুল্লাহ খামেনায়ী সম্পর্কে "আল-ওয়ালিয়্যুল মুজাদ্দেদ" বইটি লিখেছেন।[13]

অনুরূপভাবে, তার লিখিত একটি বই যা ২০০২ সালে ফারসি ভাষায় (হিজবুল্লাহে লেবানন; খাত্তেমাসি, গুযাস্তে ওয়া আয়ান্দেয়ে আন) অনুবাদ করা হয়েছে, এখন পর্যন্ত তা ইংরেজি, ফরাসি, তুর্কি, উর্দু এবং ইন্দোনেশিয়ান ভাষায় অনূদিত হয়েছে।[14]

তার অন্যান্য কতিপয় রচনাবলি নিম্নরূপ-

  • সাবিলুল্লাহ
  • হুকুকু আয্-যাউজ ও আয্-যা্উজাহ
  • কুরআন মানহাজুল হিদায়াহ
  • হুকুকুল আফয়াল
  • হুকুকুল ওয়ালিদাইন ওয়াল ওয়ালাদ
  • হুকুকুল জাওয়ারেহ
  • হুকুকুন নাস
  • হুকুকু আস্-সালাসাহ
  • হুকুকুল মুয়াল্লেম ওয়াল মুতায়াল্লেম
  • শারহে রিসালাতুল হুকুকে ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম

সম্পর্কিত নিবন্ধ

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি