বিষয়বস্তুতে চলুন

রমজানের ২১তম রাত

wikishia থেকে

রমজানের ২১তম রাত (আরবি:الليلة الحادية والعشرون من رمضان) হচ্ছে ইমাম আলী (আ.)-এর শাহাদাতের রাত এবং শিয়া পঞ্জিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ।

ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে, ইমাম আলী (আ.) রমজান মাসের ১৯তম রাতে ইবনে মুলজাম মুরাদি কর্তৃক আঘাতপ্রাপ্ত হন এবং উক্ত আঘাতের প্রভাবে রমজানের ২১তম রাতে শাহাদাত বরণ করেন।[] এই উপলক্ষে শিয়ারা এই রাতে তাঁর জন্য শোক পালন করেন।[] এছাড়াও ইরানের কিছু অঞ্চলে, রমজান মাসের ২১ তারিখের রাতে কাম্বার এবং হযরত আলী (আ.)-এর তাজিয়া নামক ধর্মীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।[]

শিয়া সূত্রসমূহে বর্ণিত রেওয়ায়েত অনুসারে, রমজানের ১৯তম এবং ২৩তম রাতের পাশাপাশি ২১তম রাতটিও শবে কদর হওয়ার সম্ভাবনাযুক্ত রাতগুলির মধ্যে একটি।[]এই কারণে, শিয়ারা এই রাতটি ঘরবাড়ি, মসজিদ, হুসাইনিয়াসহ (ইমাম বাড়ি) এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে রাত্রি জাগরণ করে এবং শবে কদরের আমল সম্পাদন করে।[] মাফাতিহুল জিনান গ্রন্থে শেইখ আব্বাস কুম্মি’র উল্লেখানুসারে, রমজানের ১৯তম রাতের চেয়ে ২১তম রাতের ফযিলত অধিক। উক্ত রাতের জন্য সুপারিশকৃত কিছু আমল হচ্ছে নিম্নরূপ: ১. রাত্রি জাগরণ ২.শবে ক্বদরের গোসল ৩. শবে ক্বদরের নামায পড়া ৪. ১০০ রাকাত নামায ৫. মাথায় কুরআন নেওয়া ৬. চৌদ্দ মাসূমকে (আ.) তাওয়াসসুল (ওয়াসিলা) করা[]

শিয়াদের কেউ কেউ ২১ তারিখ রাতে নাযারি (মানতকৃত দ্রব্যসমূহ), ইফতারি ও সেহরী’র খাবার বিতরণ করেন।[] ইরানের লোরেস্তানে, এই রাতে বিশেষ এক ধরনের মানতকৃত দ্রব্য রান্না করেন, যাকে একুশের হালুয়া বলা হয়।[]

তথ্যসূত্র

  1. মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ৯।
  2. মাজিদী খামেনে, “শাবহায়ে ক্বাদর দার ইরান”, পৃ. ১৯।
  3. মাজিদী খামেনে, “শাবহায়ে ক্বাদর দার ইরান”, পৃ. ২০।
  4. মাজলিসী, মিরআতুল উকুল, ১৪০৪ হি., খণ্ড ১৬, পৃ. ৩৮১।
  5. মাজিদী খামেনে, “শাবহায়ে ক্বাদর দার ইরান”, পৃ. ২০।
  6. কুম্মি, মাফাতিহুল জিনান, আমালে শাবে ক্বাদর, আমালে মাখসুসে শাবে বিসতো একোম।
  7. মাজিদী খামেনে, “শাবহায়ে ক্বাদর দার ইরান”, পৃ. ২১।
  8. «آئین‌های رمضان در استان‌ها - ۳۶ رسوم شب شهادت امام علی؛ بوی حلوای ۲۱ رمضان خانه‌ها را معطر می‌کند», বার্তা সংস্থা মেহের।

গ্রন্থপঞ্জি

  • কুম্মি, শেইখ আব্বাস, মাফাতিহুল জিনান, কোম, উসভে, তারিখ অজ্ঞাত।
  • মাজলিসী, মুহাম্মাদ বাকের ইবনে মুহাম্মাদ তাক্বী, মিরআতুল উকুল ফি শারহি আখবারি আলির রাসূল, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, আল-মাতবাআতুল মারউয়ি, ১৪০৪ হি.।
  • মাজিদী খামেয়ে, ফারিদে, «شبهای قدر در ایران», দার মাযেল্লেয়ে গোলেস্তানে কুরআন, সংখ্যা ৩৭, অযার ১৩৭৯ ফার্সি সন।
  • মুফিদ, মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ, আল-ইরশাদ ফি মা’রিফাতি হুজাজিল্লাহি আলাল ইবাদ, তাসহিহ: মুআসসিসাতু আলিল বাইত আলাইহিমুস সালাম, কোম, কনগ্রেয়ে শেইখ মুফিদ, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।
  • «آئین‌های رمضان در استان‌ها - ۳۶ رسوم شب شهادت امام علی؛ بوی حلوای ۲۱ رمضان خانه‌ها را معطر می‌کند», বার্তা সংস্থা মেহের, বিষয়বস্তু সন্নিবেশের তারিখ: ৬ তীর ১৩৯৫ ফার্সি সন, পরিদর্শন: ২২ ইসফান্দ ১৪০২ ফার্সি সন।