আয়াতুল্লাহ খামেনেয়ীর দৃষ্টিতে ফিলিস্তিন (বই)

wikishia থেকে

আয়াতুল্লাহ খামেনেয়ীর দৃষ্টিতে ফিলিস্তিন; ফার্সি ভাষায় প্রকাশিত একটি গ্রন্থ, এতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর ফিলিস্তিন বিষয়ে প্রদত্ত বিভিন্ন ভাষণ স্থান পেয়েছে। বইটির বিষয়গুলোর মধ্যে ফিলিস্তিন সমস্যার সবচেয়ে উপযুক্ত সমাধান হলো সকল ফিলিস্তিনির অংশগ্রহণে গণভোটের আয়োজন; প্রতিরোধই ফিলিস্তিন মুক্ত করার একমাত্র উপায়; ইসরাইলের সাথে আপোস ফিলিস্তিনীদের জন্য ক্ষতিকর এবং ফিলিস্তিন ও ফিলিস্তিনের জনগণের পক্ষে প্রতিরক্ষা ওয়াজিবে শারয়ী ইত্যাদি উল্লেখযোগ্য।

বইটির ভূমিকা লিখেছেন আলী আকবার বেলায়েতি। আরবি ভাষায় অনুবাদ হওয়া ছাড়াও এর বাছাইকৃত অংশ ইংরেজিতেও অনূদিত হয়েছে। বইটি প্রকাশের ঘটনা ইসরাইল ও ইউরোপের গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।

বিষয়বস্তু

‘ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী’র (মুদ্দাযিল্লুহুল আলি) দৃষ্টিতে ফিলিস্তিন’ বইটিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী’র ফিলিস্তিন প্রসঙ্গে প্রদত্ত বিভিন্ন ভাষণ স্থান পেয়েছে। ‘দ্বিতীয় বিশ্ব কুদস দিবসের স্মরণ’ শিরোনামে ১৯৮০ সালের ৮ই আগস্ট প্রদত্ত জুমআর খোতবাসহ মোটা দাগে ৮টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বইটিতে; এর মধ্যে সফলতা ও ব্যর্থতা, দায়িত্ব ও কর্তব্য, অপরাধযজ্ঞ, সমাধান, বীরেরা, অস্পষ্ট বিষয়াদিকে স্পষ্ট করণ এবং উজ্জ্বল ভবিষ্যত উল্লেখযোগ্য।[১] বইটির সংকলক সাঈদ সুলহ মীর্যায়ী একজন শিয়া আলেম।[২] তিনি আয়াতুল্লাহ খামেনেয়ীর অন্যান্য বিষয়ে প্রদত্ত ভাষণও সংকলন করেছেন।[৩]

বইয়ে উল্লিখিত আয়াতুল্লাহ খামেনেয়ীর বিভিন্ন অভিমত

  • ফিলিস্তিন সমস্যার সমাধান মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি নির্বিশেষে সকল ফিলিস্তিনির অংশগ্রহণে গণভোটের আয়োজন; চাই তারা দখলকৃত ভূখণ্ডে বসবাস করুক বা অন্যত্র কোথাও।[৪]
  • ফিলিস্তিন মুক্ত হবে[৫] এবং প্রতিরোধ মুক্তির একমাত্র উপায়, আপস ও সংলাপ নয়।[৬] ফিলিস্তিন ইস্যুতে সংলাপ অমার্জনীয় ভুল; এতে শুধু ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্থ হবে এবং এ কাজ ফিলিস্তিন মুক্ত করণ প্রক্রিয়াকে বিলম্বিত করবে।[৭] এছাড়া তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, ১৪১৯ ফার্সি সন (২০৪১ ইং) নাগাদ ইসরাইল নামের কোন কিছু থাকবে না।[৮]
  • ইসলামি শিক্ষা অনুযায়ী ফিলিস্তিনের প্রতিরক্ষা এবং ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করা ওয়াজিব।[৯]
  • মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল ফিলিস্তিন।[১০]
  • ফিলিস্তিন আরব বা ইসলামি কোন বিষয় নয় বরং একটি মানবিক বিষয়।[১১]

আলী আকবার বেলায়েতির ভূমিকা

বইটির ভূমিকায় আলী আকবার বেলায়েতি লিখেছেন, ফিলিস্তিন দখল এবং জায়নবাদী সরকার গঠন মুসলিম বিশ্বকে মোকাবেলার লক্ষ্যে একটি পশ্চিমা ষড়যন্ত্র।[১২]

প্রকাশের পর ইসরাইলি ও পশ্চিমা মিডিয়ায় তোলপাড়

২০১৪ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে ৫+১ দেশগুলোর পরমাণু বিষয়ক সংলাপের সময়, ‘আয়াতুল্লাহ খামেনেয়ীর দৃষ্টিতে ফিলিস্তিন’ বইটি এবং ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কে তার অভিমত নিয়ে ইসরাইল ও পশ্চিমা মিডিয়া ও পত্র-পত্রিকায় ব্যাপক আলোচনা-পর্যালোচনা হয়।[১৩] জায়নবাদী সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৫ সালের ১লা অক্টোবর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতাকালে বইটির একটি কপি হাতে নিয়ে ইসরাইল সম্পর্কে ইরান সরকার ও ইরানের সর্বোচ্চ নেতার প্রকৃত অবস্থানকে শত্রুতাপূর্ণ আখ্যায়িত করেন। নেতানিয়াহু’র এ মন্তব্য ইরানি গণমাধ্যমে প্রতিফলিত হলে, বইটি’র ইরানের সাধারণ জনগণের মাঝেও ব্যাপক সাড়া জাগায় <refگفت‌و‌گوی مشرق با نویسنده کتابی که نتانیاهو را برآشفت,মাশরেক নিউজ সাইট।</ref>

প্রকাশ ও অনুবাদ

‘আয়াতুল্লাহ খামেনেয়ীর দৃষ্টিতে ফিলিস্তিন’ বইটির প্রথম সংস্করণ ১৩৯০ ফার্সি সনে প্রকাশিত হয়।[১৪] এরপর কয়েকবার বইটি পূণঃপ্রকাশ হয়।[১৫] প্রথম সংস্করণে ১৩৯০ সাল পর্যন্ত আয়াতুল্লাহ খামেনেয়ী’র ভাষণগুলো স্থান পেলেও পরবর্তী সংস্করণগুলোতে ১৩৯৫ সালের দেই মাস অবধি তার ভাষণগুলো স্থান দেওয়া হয়।[১৬]

বইটি আরবি ভাষায় অনুবাদ হওয়ার পাশাপাশি এর বাছাইকৃত অংশ ইংরেজিতেও অনূদিত হয়েছে।[১৭]

তথ্যসূত্র

  1. দ্র: খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন।
  2. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, শেনাস নামেয়ে কিতাব।
  3. দ্র: খামেনেয়ী, জিহাদে তাবয়ীন, ১৪০০ ফার্সি সন, শেনাস নামেয়ে কিতাব।
  4. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৫০৬।
  5. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৫৯৯।
  6. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৪৮৭-৪৯০।
  7. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৪৯৯-৫০০।
  8. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৬০৩।
  9. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ২৯।
  10. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ৩৮-৩৯।
  11. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ২৯।
  12. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, মুকাদ্দামে, পৃ. ৩ এবং ৪।
  13. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ওয়াও (و)।
  14. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. হে (ه)।
  15. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. হে (ه)।
  16. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. ওয়াও (و)।
  17. খামেনেয়ী, ফিলিস্তিন, ১৩৯৭ ফার্সি সন, পৃ. হে (ه)।

গ্রন্থপঞ্জি

  • খামেনেয়ী, সাইয়্যেদ আলী, জিহাদে তাবয়ীন দার আনদিশেয়ে হযরত আয়াতুল্লাহ আল-উযমা খামেনেয়ী, বে-কৌশিশে সাঈদ সুলহ মির্যায়ী, তেহরান, ইন্তেশারাতে ইনকিলাবে ইসলামী, ১৪০০ ফার্সি সন।
  • খামেনেয়ী, সাইয়্যেদ আলী, ফিলিস্তিন আয মানযারে হযরত আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী রাহবারে মুয়াজ্জামে ইনকিলাবে ইসলামী, বে-কৌশিশে সাঈদ সুলহ মির্যায়ী, তেহরান, ইন্তেশারাতে ইনকিলাবে ইসলামী, ১৩৯৭ ফার্সি সন।
  • گفت‌و‌گوی مشرق با نویسنده کتابی که نتانیاهو را برآشفت, মাশরেক নিউজ সাইট, প্রকাশকাল: ১৩ মেহের, ১৩৯৪ ফার্সি সন।