তাওয়া
অবয়ব
তাওয়া (আরবি: طوعة) হচ্ছে নারী, যিনি ইবনে যিয়াদের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলকে (কুফায় ইমাম হুসাইন (আ.)-এর দূত) আটক করার নির্দেশ দেওয়া হলে, তাকে নিজের ঘরে আশ্রয় দেন। এই জন্য মুহররমের শোকানুষ্ঠানে তাকেও স্মরণ করা হয়।
তাওয়া ছিলেন আশআস ইবনে কায়েস কিন্দি’র দাসী, যিনি মুক্ত হওয়ার পর উসায়েদ হাযরামির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিলাল নামক এক পুত্র সন্তানের জন্ম দেন।[১] যখন মুসলিম ইবনে আকিলকে গ্রেফতারের জন্য ইবনে যিয়াদ নির্দেশ জারি করে,[২] তখন তাওয়ার পুত্র তার অবস্থান সম্পর্কে ইবনে যিয়াদের বাহিনীকে অবহিত করে[৩] এবং মুহাম্মাদ ইবনে আশআস ৭০ জনকে সাথে নিয়ে তাওয়ার বাড়িতে হামলা করে।[৪] আ’লামুন নিসাইল মু’মিনাত গ্রন্থের উল্লেখানুসারে, তাওয়া মুসলিমকে প্রতিরোধ করতে উৎসাহিত করেন এবং শত্রুদের আক্রমণের সময় তাকে সতর্ক করেন।[৫]
তথ্যসূত্র
- ↑ তাবারি, তারিখুল উমাম ওয়া মুলুক, ১৩৮৭ হি., খণ্ড ৫, পৃ. ৩৭১।
- ↑ ইবনে মিসকাওয়াইহ, তাজারিবুল উমাম, ১৩৭৯ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৫১-৫২।
- ↑ তাবারি, তারিখুল উমাম ওয়া মুলুক, ১৩৮৭ হি., খণ্ড ৫, পৃ. ৩৭৩; আবুল ফারাজ ইস্ফাহানি, মাকাতিলুত তালেবিয়্যিন, দারুল মা’রিফাহ, পৃ. ১০৫।
- ↑ তাবারি, তারিখুল উমাম ওয়া মুলুক, ১৩৮৭ হি., খণ্ড ৫, পৃ. ৩৭৩; আবুল ফারাজ ইস্ফাহানি, মাকাতিলুত তালেবিয়্যিন, দারুল মা’রিফাহ, পৃ. ১০৫।
- ↑ হাসুন, আ’লামুন নিসাইল মু’মিনাত, ১৪১১ হি., পৃ. ৪৬৪।
গ্রন্থপঞ্জি
- ইবনে মাসাকাওয়াইহ রাযি, তাজারিবুল উমাম, তাহকিক: আবুল কাসেম ইমামি, তেহরান, সোরুশ, দ্বিতীয় সংস্করণ, ১৩৭৯ ফার্সি সন।
- আবুল ফারাজ ইস্ফাহানি, মাকাতিলুত তালেবিয়্যিন, তাহকিক: সাইয়্যেদ আহমাদ সাকার, দারুল মা’রিফাহ, বৈরুত, তারিখ অজ্ঞাত।
- হাসুন, মুহাম্মাদ, মাশকুর, উম্মু আলী, আ’লামুন নিসাইল মু’মিনাত, ইন্তেশারাতে উসওয়া, ১৪১১ হি.।
- তাবারি, মুহাম্মাদ ইবনে জারীর, তারিখুল উমাম ওয়াল মুলুক, তাহকিক: মুহাম্মাদ আবুল ফাযল ইব্রাহিম, দারুত তুরাস, দ্বিতীয় সংস্করণ, বৈরুত, ১৩৮৭ হি./১৯৬৭ খ্রি.।