বিষয়বস্তুতে চলুন

ইমাম সাদিক (আ.)-এর কন্যা উম্মু ফারওয়া

wikishia থেকে

উম্মু ফারওয়া ছিলেন ইমাম সাদিক (আ.)-এর কন্যা, যার মাতা হলেন হুসাইন ইবনে আলী ইবনে হুসাইন (আ.)-এর কন্যা ফাতেমা। ইসমাঈলআব্দুল্লাহ ছিলেন তার আপন ভাই।[] ইবনে শাহরে আশুবের মত হচ্ছে তার নাম আসমা এবং উপনাম ছিল উম্মু ফারওয়া। যদিওবা একটি বর্ণনা অনুসারে আসমা, উম্মু ফারওয়া এবং ফাতেমা, ইমাম জাফর সাদিক (আ.)-এর তিন কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।[] উম্মে ফারওয়া তার চাচার সন্তান হুসাইন ইবনে যায়েদ ইবনে আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] তবে আহলে সুন্নতের বিশিষ্ট পণ্ডিত ফাখরে রাযি মনে করেন, তার স্বামীর নাম আব্দুল আযিয ইবনে সুফিয়ান মারওয়ানি।[]

রুযেয়ে কাফি’তে বর্ণিত একটি রেওয়ায়েত অনুসারে, ইমাম সাদিক (আ.), সুফিয়ান ইবনে মুসআবকে ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠানে একটি মার্সিয়া পাঠ করতে বলেন এবং উম্মে ফারওয়াকেও উক্ত মজলিসে উপস্থিত থাকার নির্দেশ দেন। মার্সিয়া শুরু হওয়ার সাথে সাথে উম্মে ফারওয়া ক্রন্দন করতে আরম্ভ করলেন। এই মার্সিয়া উম্মে ফারওয়াকে সম্বোধন করে শুরু হয়েছে:

فَرْوُ جُودِي بِدَمْعِكِ اَلْمَسْكُوبِ: “হে উম্মে ফারওয়া! তোমার অশ্রুকে বিসর্জন করো”[]

তথ্যসূত্র

  1. মুফিদ, আল-ইরশাদ, আল-মানাকিব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ২৮০।
  2. ইবনে শাহরে আশুব, আল-মানাকিব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ২৮০।
  3. শাবরাউয়ি, আল-ইতহাফ বি হুব্বিল আশরাফ, ১৪২৩ হি., পৃ. ২১৬।
  4. ফাখরে রাযি, আশ শারাতাতুল মুবারাকাহ, ১৪১৯ হি., পৃ. ৯০।
  5. কুলাইনি, রুযেয়ে কাফি, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৮, পৃ. ২১৬।

গ্রন্থপঞ্জি

  • ইবনে শাহরে আশুব, মুহাম্মাদ ইবনে আলী, মানাকিবি আলে আবি তালিব, কোম, নাশরে আল্লামা, ১৩৭৯ হি.।
  • শাবারাউয়ি, জামাল উদ্দীন, আল-ইতহাফ বি হুব্বিল আশরাফ, কোম, দারুল কুতুব, প্রথম সংস্করণ, ১৪২৩ হি.।
  • ফাখরে রাযি, মুহাম্মাদ ইবনে ‍উমর, আশ শাজারাতুল মুবারাকাহ ফি আনসাবিত তালেবিয়্যাহ, কোম, মাকতাবাতু আয়াতুল্লাহ মারআশি নাজাফি, দ্বিতীয় সংস্করণ, ১৪১৯ হি.।
  • কুলাইনি, মুহাম্মাদ ইবনে ইয়াকুব, রুযেয়ে কাফি, তাসহিহ ওয়া তা’লিক: আলী আকবার গাফ্ফারি, তেহরান, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, ১৩৬২ ফার্সি সন।
  • মুফিদ মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ, আল-ইরশাদ, আল-ইরশাদ ফি মা’রিফাতি হুজাজিল্লাহি আলাল ইবাদ, তাসহিহ: মুআসসেসেয়ে আলুল বাইত, কোম, কনগ্রেয়ে শেইখ মুফিদ, ১৪১৩ হি.।