জাফর সাদিক (আ.)-এর সহধর্মিণী হামিদা
হামিদা (আরবি: حميدة); হুমাইদা অথবা হামিদাতুল মুসাফ্ফাহ ছিলেন ইমাম সাদিক (আ.)-এর সহধর্মিণী এবং ইমাম কাযিম (আ.)-এর মাতা। একটি রেওয়ায়েত অনুসারে, শিয়াদের ৬ষ্ঠ ইমাম তাঁর সাহাবীদের একজনকে ফিকাহগত প্রশ্নের উত্তর, হামিদার নিকট থেকে জেনে নিতে বলেন। এছাড়াও ইমাম সাদিক (আ.)-এর ৫ জন ওছি’র (ভারপ্রাপ্ত) অন্যতম ছিলেন হামিদা।
ইমাম বাকের (আ.) হামিদার প্রশংসায়, তাকে ইহকালে গ্রহণযোগ্য ও পরকালে প্রশংসিত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও ইমাম সাদিক (আ.) তাকে সকল অপবিত্রতা থেকে পরিচ্ছন্ন জ্ঞান করেছেন।
জীবনী
হামিদা হচ্ছেন ইমাম কাযিম (আ.)-এর মাতা।[১] তার জন্ম ও মৃত্যুর তারিখ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।[২] হুমাইদা’র পিতার নাম ছিল ‘সায়েদ বারবার’ বা ‘সালেহ’।[৩] হুমাইদা’র বংশ নিয়ে মতভেদ রয়েছে[৪] এবং ঐতিহাসিক সূত্রগুলোতে তাকে হামিদা বারবারিয়া, হামিদা আন্দালুসিয়া[৫] এবং হামিদা মাগরেবিয়া[৬] শিরোনাম সহকারে উল্লেখ করা হয়েছে। একটি রেওয়ায়েতের ভিত্তিতে, ইমাম বাকের (আ.) হামিদাকে গোলাম ক্রয়-বিক্রয় হতে ক্রয় করেন এবং তাঁর সন্তান ইমাম সাদিক (আ.)-কে দান করেন।[৭] আল্লামা মাজলিসীর ভাষ্য অনুসারে, তিনি ছিলেন ইমাম সাদিক (আ.)-এর সন্তান মূসা ইবনে জাফার (আ.), ইসহাক্ব ও ফাতেমার মাতা।[৮]
বলা হয়ে থাকে, হামিদার কবর বাকী কবরস্থানের পূর্বে আল-আওয়ালি অঞ্চলে ‘মাশরাব-এ উম্মে ইব্রাহিম’ এবং ইমাম রেযা (আ.)-এর মাতা নাজমার কবরের নিকটে অবস্থিত।[৯]
অবস্থান
হাদীস সূত্রের ভিত্তিতে, ইমাম সাদিক (আ.) তাঁর একজন সাহাবীকে ফিকাহগত প্রশ্নের উত্তরের জন্য তাঁর সহধর্মিণী হামিদার নিকট জিজ্ঞেস করতে বলেন এবং তাকে বলেন, তার কানিযকে হামিদার নিকট প্রেরণ করতে এবং প্রশ্নের উত্তর লাভ করতে।[১০] ইমাম সাদিক (আ.) হামিদা এবং তাঁর কন্যা উম্মে ফারওয়াকে মদীনাবাসীর অধিকারসমূহ আদায়ের জন্য পাঠাতেন।[১১] এছাড়াও হামিদা ঐ পাঁচজনের অন্যতম, যাদেরকে ইমাম সাদিক (আ.) তাঁর ওছি (ভারপ্রাপ্ত) হিসেবে পরিচয় করান।[১২]
ইমাম বাকের (আ.) হামিদাকে দুনিয়াতে গ্রহণযোগ্য এবং পরকালে প্রশংসিত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।[১৩] ইমাম সাদিক (আ.) তাকে সকল অপবিত্রতা হতে পরিচ্ছন্ন এবং স্বর্ণদণ্ড হিসেবে অভিহিত করে বলেন যে, ফেরেস্তাগণ সর্বদা তার প্রতি খেয়াল রাখতেন।[১৪]এজন্যই হামিদা মুসাফ্ফা উপাধিতে ভূষিত হয়েছেন।[১৫] লু’লু’হ,[১৬] এবং মুহাযযাবাহ[১৭] হচ্ছে তার অন্যান্য উপাধি।
রেওয়ায়েতের সূত্রগুলোতে হামিদা হতে শিশুদের হজ্ব সম্পর্কে[১৮]হাদীস এবং ইমাম জাফার সাদিক (আ.)-এর শাহাদত সম্পর্কে রেওয়ায়েত বর্ণিত হয়েছে।[১৯] একটি রেওয়াতের ভিত্তিতে, ইমাম রেযা (আ.)-এর মাতা নাজমা ছিলেন একজন কানিয যাকে হামিদা একটি সত্য স্বপ্নের (রু’ইয়ায়ে সাদেকা)[২০] পর তার সন্তান ইমাম কাযিম (আ.)-কে দান করেন।[২১]
তথ্যসূত্র
- ↑ আবুল ফারাজ ইস্ফাহানি, মাকাতিলুত তালিবীন, দারুল মা’রিফাহ, পৃ. ৪১৩।
- ↑ আসাগার নেযাদ, হামিদা: মাদারে ইমাম কাযিম (আ.), ১৩৮৯ ফার্সি সন, পৃ. ১০।
- ↑ কারাশি, হায়াতুল ইমাম মূসা ইবনে জাফার (আ.), ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ৪২-৪৩।
- ↑ কারাশি, হায়াতুল ইমাম মূসা ইবনে জাফার (আ.), ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ৪২-৪৩।
- ↑ আল্লামা মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ৫, পৃ. ২৬১।
- ↑ ইবনে ইনাবাহ, উমদাতুত তালিব, ১৪১৭ হি., পৃ. ১৭৭।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৭৭।
- ↑ আল্লামা মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ৪৭, পৃ. ২৪১।
- ↑ হুসাইনি জালালি, ফাদাক ওয়াল আওয়ালি, মাশহাদ, পৃ. ৫৫।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ৩০১।
- ↑ হুররে আমেলি, হিদায়াতুল উম্মাহ, ১৪১২ হি., খণ্ড ১, পৃ. ৩৩১।
- ↑ কারাশি, হায়াতুল ইমাম মূসা ইবনে জাফার (আ.), ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ৪১৫-৪১৬।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৭৭।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৭৭।
- ↑ কুম্মি, আব্বাস, “হিদায়াতুল আনাম ইলা ওয়াকায়িয়ি’ল আইয়াম”, পৃ. ৩৫৯-৩৬০।
- ↑ হাসুন, আ’লামুন নিসাইল মু’মিনাত, ১৪১১ হি., পৃ. ৩১১।
- ↑ মাসউদি, ইসবাতুল ওয়াছিয়্যাহ, ১৪১৭ হি., পৃ. ১৯০।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ৩০১; হুররে আমেলি, ওয়াসায়েলুশ শিয়া, ১৪০১ হি., খণ্ড ৮, পৃ. ২০৭।
- ↑ আল্লামা মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ৪৭, পৃ. ২।
- ↑ ইরবিলি, কাশফুল গুম্মাহ, ১৪২১ হি., খণ্ড ২, পৃ. ৮০৩-৮০৪।
- ↑ শেইখ সাদুক, উয়ুুনু আখবারির রিযা, ১৪০৪ হি., খণ্ড ২, পৃ. ২৪।
গ্রন্থপঞ্জি
- ইবনে ইনাবাহ হাসানি, আহমাদ ইবনে আলী, উমদাতুত তালিব ফি আনসাবি আলে আবি তালিব, কোম, আনসারিয়ান, ১৪১৭ হি.।
- আবুল ফারাজ ইস্ফাহানি, আলী ইবনে হুসাইন, মাকাতিলুত তালেবীন, তাহকিক: সাইয়্যেদ আহমাদ সাকার, বৈরুত, দারুল মা’রিফাহ, তারিখ অজ্ঞাত।
- ইবনে সা’দ, মুহাম্মাদ, আত-তাবাকাতুল কুবরা, দারু সাদের।
- ইরবিলি, আলী ইনে ঈসা, কাশফুল গুম্মাহ, কোম, আল-শারীফ আল-রাযি, ১৪২১ হি.।
- আসগার নেযাদ, মুহাম্মাদ, হামিদা: মাদারে ইমাম কাযিম (আ.), ১৩৮৯ ফার্সি সন।
- হুররে আমেলি, মুহাম্মাদ ইবনে হাসান, ওয়াসায়েলুশ শিয়া, তেহরান, মাকতাবাতুল ইসলামীয়া, ১৪০১ হি.।
- হুররে আমেলি, মুহাম্মাদ হাসান, হিদায়াতুল উম্মাহ ইলা আহকামিল আইম্মা, মাশহাদ, মাজমাউল বুহুসিল ইসলামীয়া, ১৪১২ হি.।
- হাসুন, মুহাম্মাদ ওয়া উম্ম আলী মাশকুর, আ’লামুন নিসাইল মু’মিনাত, স্থান অজ্ঞাত, উসওয়া, ১৪১১ হি.।
- হুসাইনি জালালি, মুহাম্মাদ বাকের, ফাদাক ওয়াল আওয়ালি আও হাওয়ায়েত আস-সাবআ, মাশহাদ, কনগ্রেয়ে মীরাসে ইলমি ওয়া মা’নাভিযে হযরত ফাতেমা (সা.আ.), তারিখ অজ্ঞাত।
- শেইখ সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, উয়ুনু আখবারির রিযা, তাহকিক: হুসাইন আ’লামি, বৈরুত, মুআসসাসাতুল আ’লামি লিল মাতবুআত, ১৪০৪ হি.।
- শাইখি, মুহাম্মাদ রেযা, ফারহাঙ্গে আ’লামে জোগরাফিইয়ায়ী-তারিখি দার হাদীস ওয়া সীরেয়ে নাবাভি (তরজমায়ে আল-মাআলিমুল আসীরাহ ফিল সুন্নাতি ওয়াস সীরাহ)
- আল্লামা মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, বৈরুত, মুআসসাসাতুল ওয়াফা, ১৪০৩ হি.।
- কারাশি, বাকের শারীফ, হায়াতুল ইমাম মূসা ইবনে জাফার, স্থান অজ্ঞাত, দারুল বালাগাহ, ১৪১৩ হি.।
- কুম্মি, আব্বাস, “হিদায়াতুল আনাম ইলা ওয়াকায়িয়ি’ল আইয়াম”, দার কিতাবে ইয়াযদাহ রেসালে, কোম, নূরে মাতাফ, ১৩৮৯ ফার্সি সন।
- কুলাইনি, মুহাম্মাদ ইবনে ইয়াকুব, আল-কাফি, তাহকিক: আলী আকবার গাফ্ফারি, তেহরান, দারুল কুতুব আল-ইসলামীয়া, ১৩৬৩ ফার্সি সন।
- মাসউদি, আলী ইবনে হুসাইন, ইসবাতুল ওয়াছিয়্যাহ, কোম, আনসারিয়ান, ১৪১৭ হি.।