নাজমা খাতুন (ইমাম কাযিম (আ.) এর সহধর্মিণী)
নাজমা খাতুন; ইমাম কাযিম (আ.) এর সহধর্মিণী এবং ইমাম রেযা ও বিবি ফাতেমা মাসুমার (আ.) মাতা। নাজমা খাতুন ছিলেন ইমাম জাফর সাদিক (আ.) এর সহধর্মিণী হামিদা খাতুনের ক্রীতদাসী এবং তিনি তাঁকে ইমাম কাযিম (আ.) কে হাদিয়া প্রদান করেন। কতিপয় রেওয়াত অনুযায়ী, হামিদা খাতুন একটি স্বপ্ন দেখেন এবং মহানবির (সা.) নির্দেশ অনুযায়ী নাজমা খাতুনকে ইমাম কাযিম (আ.)-এর নিকট হাদিয়া করেন। নাজমা খাতুনের সমাধিস্থল মদিনায় মাশরাবে ইবরাহিম-এ অবস্থিত।
বংশ পরিচিতি
নাজমা খাতুন ছিলেন ইমাম জাফর সাদিক (আ.) এর সহধর্মিণী হামিদা খাতুন এর ক্রীতদাসী এবং তিনি তাঁকে ইমাম কাযিমকে (আ.) হাদিয়া প্রদান করেন। তাঁর গর্ভে ইমাম কাযিম (আ.)-এর সন্তান ইমাম রেযা (আ.) জন্মগ্রহণ করেন।[১] কেউ কেউ তাঁকে উত্তর আফ্রিকার নুবে শহরের এবং অন্যরা ফ্রান্সের দক্ষিণে মার্সেই দ্বীপের বাসিন্দা বলে মনে করেন।[২] এজন্য তিনি خَیزُران مَرسِیه و شَقْرَاء نُوبِیه হিসেবেও পরিচিত।[৩]
নাম ও উপাধি
তাঁর সবচেয়ে প্রসিদ্ধ নাম নাজমা খাতুন। এছাড়াও তাঁকে নুওবিয়্যাহ[৪], আরওয়া, সামানেহ, তুকতাম এবং খাইজোরানের[৫] বাসিন্দা নামেও উল্লেখ করা হয়েছে। শেইখ সাদুকের একটি বর্ণনা অনুসারে, যখন নাজমা খাতুনকে ইমাম মুসা কাযিম (আ.)-কে হাদিয়া দেওয়া হয় তখন তাঁকে তুকতাম[৬] এবং যখন তাঁর গর্ভে ইমাম রেযা (আ.) জন্মগ্রহণ করেন, তখন তাঁকে তাহিরা নামে নামকরণ করা হয়।[৭] তাঁর উপাধি ছিল শাক্বরা এবং উপনাম ছিল উম্মুল বানিন।
ফজিলত ও মর্যাদা
ইমাম কাযিম (আঃ) কে সম্বোধন করে ইমাম সাদিক (আঃ) এর সহধর্মিনী হামিদাহ বলেছেন, তিনি নাজমাহ এর চেয়ে বেশি গুণী দাসী আর কখনও দেখেননি।[৮] শেইখ সাদুকের একটি বর্ণনা অনুসারে, হামিদা খাতুন স্বপ্নে দেখেন যে মহানবি (সা.) তাঁকে নাজমা খাতুনকে ইমাম কাযিমকে (আ.) হাদিয়া করতে বলছেন; কারণ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জন্ম দেবেন। তাই, হামিদা খাতুন নাজমা খাতুনকে, যিনি তখন কুমারী ছিলেন, মুসা বিন জাফর (আ.)-কে হাদিয়া দিয়েছিলেন।[৯] এজন্য ইমাম কাযিম (আ) নাজমা খাতুনের ক্রয়কে মহনবির (সা.) নির্দেশে হয়েছে বলে বর্ণনা করেছেন।[১০]
নাজমাহ খাতুন থেকে বর্ণিত হয়েছে যে, ইমাম রেযা (আ.)-কে গর্ভধারণ অবস্থায় আমি গর্ভাবস্থার কাঠিন্য অনুভব করিনি এবং ঘুমের মধ্যে আমি তাসবিহ ও তাহলিলের আওয়াজ শুনতে পেতাম, কিন্তু যখন আমি জেগে উঠতাম তখন কিছু্ দেখতে পেতাম না।[১১]
সমাধিস্থল
মোহাম্মদ বাক্বের হোসাইনী জালালীর মতে, নাজমা খাতুনের কবর জান্নাতুল বাক্বির পূর্বদিকে মদিনার আল-আওয়ালি অঞ্চলে মাশরাবে ইবরাহিম-এ ইমাম সাদিক (আ.)-এর স্ত্রী হামিদার কবরের পাশে অবস্থিত।[১২]
তথ্যসূত্র
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-১৪।
- ↑ ক্বায়েমী, দার মাকতাবে আলে মোহাম্মাদ, ১৩৭৮ (সৌরবর্ষ), পৃষ্ঠা নং-৩০।
- ↑ ইরবিলী, কাশফুল গুম্মাহ ফি মারিফাতিল আইম্মা, ১৩৮১ হিঃ, খণ্ড-২, পৃষ্ঠা নং-২৫৯।
- ↑ কুুলাইনী, আল-কাফী, ১৩৬৭ (সৌরবর্ষ), খণ্ড-১, পৃষ্ঠা নং-৪৮৬ ও মুজমালুত্ তাওয়ারিখ ওয়াল ক্বাসাস, তেহরান, পৃষ্ঠা নং-৪৫৭।
- ↑ মুজমালুত্ তাওয়ারিখ ওয়াল ক্বাসাস, তেহরান, পৃষ্ঠা নং-৪৫৭।
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-১৪।
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-১৫।
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-১৫।
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-১৭।
- ↑ মাসুদী, ইসবাতুল ওয়াসিয়্যযাহ, ১৩২৬ হিঃ, পৃষ্ঠা নং-২০২।
- ↑ শেইখ সাদুক, উয়ুনে আখবারুর্ রেযা, ১৩৭৮ হিঃ, খণ্ড-১, পৃষ্ঠা নং-২০।
- ↑ হোসাইনী জালালী, ফাদাক ওয়াল আওয়ালী, ১৪২৬ হিঃ, পৃষ্ঠা নং-৫৫।
গ্রন্থপঞ্জি
- ইরবিলী, আলী বিন ঈসা, কাশফুল গুম্মাহ ফি মারিফাতিল আইম্মা, ইন্তেশারাতে বানি হাশেম, প্রথম প্রকাশ, ১৩৮১ হিঃ।
- হোসাইনী জালালী, মোহাম্মাদ বাক্বের, ফাদাক, মাশহাদ, দাবিরখানে কংগ্রেসে মিরাসে ইলমী ও মাঅনাভীয়ে হযরত ফাতিমা যাহরা, ১৪২৬ হিঃ।
- শেইখ সাদুক, মোহাম্মাদ বিন আলী, উয়ুনে আখবারুর্ রেযা, তাছহিহ মাহদী লাজুরদী, তেহরান, নাশরে জাহান, ১৩৭৮ হিঃ।
- ক্বায়েমী, আলী, দার মাকতাবে আলে মোহাম্মাদ, তেহরান, ইন্তেশারাতে, আমিরী, ১৩৭৮ (সৌরবর্ষ)।
- ক্বোমী, হোসাইন বিন মোহাম্মাদ হাসান, তারিখে ক্বোম, অনুবাদ হাসান বিন আলী বিন হাসান আব্দুল মালেক ক্বোমী, তাহকিক সাইয়্যেদ জালালুুদ্দিন তেহরানী, তেহরান, ইন্তেশারাতে তূস, ১৩৬১ (সৌরবর্ষ)।
- কুুলাইনী, মোহাম্মাদ বিন ইয়াকুব, আল-কাফী, আলী আকবার গাফ্ফারী, তেহরান, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, তৃতীয় প্রকাশ, ১৩৬৭ (সৌরবর্ষ)।
- মুজমালুত্ তাওয়ারিখ ওয়াল ক্বাসাস, (গ্রন্থকার অজ্ঞাত), মালাকুশ শুয়ারা বাহর, কালালাহ খাওয়ার, (প্রকাশের তারিখ অজ্ঞাত)।
- মাসুদী, আলী বিন হোসাইন, ইসবাতুল ওয়াসিয়্যযাহ, ক্বোম, ইন্তেশারাতে আনসারিয়ান, তৃতীয় প্রকাশ, ১৩২৬ হিঃ।