বিষয়বস্তুতে চলুন

বিজয়ের সুসংবাদ অভিযান

wikishia থেকে

বিজয়ের সুসংবাদ অভিযান (আরবি: عملية بشارة الفتح); ছিল ২৩শে জুলাই, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার প্রতিক্রিয়ায় কাতারে অবস্থিত মার্কিন আল-উদাইদ সামরিক ঘাঁটিতে ইরানি সশস্ত্র বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলা।[] আল-উদাইদ ঘাঁটিকে পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে বর্ণনা করা হয়েছে।[] কিছু প্রতিবেদন অনুসারে, কাসেম সোলাইমানিকে হত্যাকারী ড্রোনটিও এই ঘাঁটি থেকেই উড়েছিল।[] এটি ছিল পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ২০১৯ সালে, আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে আইআরজিসি ইরাকে মার্কিন আইন আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।[]

‘ইয়া আবা আব্দিল্লাহ আল-হুসাইন (আ.)’ কোড নাম দিয়ে বিজয়ের সুসংবাদ অভিযান শুরু হয়েছিল এবং নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে নিক্ষিপ্ত আমেরিকান বোমার সংখ্যার সমান ছিল।[]

এই অভিযানের পর, কাতারে মার্কিন সামরিক বাহিনী উপস্থিতির বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভের প্রতিবেদন অনলাইনে প্রকাশিত হয়েছিল।[] কিছু বিশ্লেষক মনে করেন, এই অভিযান ইসরাইলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি করতে চাপ প্রয়োগ করে।[] এই অভিযানের পর, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানায়।[]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি