সফর মাসের শেষ দশক

সফর মাসের শেষ দশক (আরবি: العشرة الأخيرة من صفر), তথা সফর মাসের বিশতম দিন থেকে এ মাসের শেষ পর্যন্ত। কারবালার শহীদদের চল্লিশা, মহানবী (সা.)-এর মৃত্যুবার্ষিকী এবং ইমাম হাসান (আ.) ও ইমাম রেযা (আ.)-এর শাহাদাত এই দশকে সংঘটিত হয়। শিয়া সম্প্রদায় এই দশকে শোকানুষ্ঠান আয়োজন করে মাতম-মার্সিয়া পাঠের মাধ্যমে শোক প্রকাশ করে।
কারবালার নির্মম ঘটনার পর এ মাসের ২০ তারিখে প্রথমবারের মতো ইমাম হুসাইন (আ.) এবং কারবালার অন্যান্য শহীদদের স্মরণে চল্লিশা পালন করা হয়।[১] এছাড়াও, ২৮ই সফর হলো মহানবী (সা.)-এর মৃত্যুবার্ষিকী [২] এবং ইমাম হাসান (আ.)-এর শাহাদাত[৩] এবং মাসের শেষ দিন হল ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী। [৪]
সফর মাসের শেষ দশকের প্রথম দিন (২০ই সফর) আরবা'ইন (চল্লিশা) নামে পরিচিতি লাভ করেছে।[৫] শিয়া হাদিস গ্রন্থগুলোতে, এই দিনে আরবা'ইনের যিয়ারত তথা কারবালায় ইমাম হুসাইনের (আ.) মাজার যিয়ারতের ব্যাপারে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে।[৬] এই উপলক্ষ্যে, আরবা'ইন পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে শিয়া মতালম্বীরা আরবা'ইনের দিনে ইমাম হুসাইন (আ.)-এর মাজার যিয়ারত করার জন্য কারবালায় উপস্থিত হয়।[৭]
বাংলাদেশের ঢাকায় আরবা'ইন উপলক্ষ্যে প্রতি বছর তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়াও, শিয়া অধ্যুষিত দেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
সম্পর্কিত নিবন্ধ
তথ্যসূত্র
- ↑ মুহাদ্দেসী, ফারহাঙ্গে আশুরা, ১৩৭৬ (ফার্সি সন), পৃ: ৪৫।
- ↑ কুম্মী, মুন্তাহাল আমাল, ১৩৭৯ (ফার্সি সন), খ: ১, পৃ: ২৪৯।
- ↑ তাবারসী, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, ১৪১৭ হি., খ: ১, পৃ: ৪০৩।
- ↑ তাবারসী, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, ১৪১৭ হি., খ: ২, পৃ: ৪১।
- ↑ মাযাহেরী, ফারহাঙ্গে সৌগে শিয়ী, ১৩৯৫ (ফার্সি সন), পৃ: ৯৯।
- ↑ শেইখ তুসী, তাহযিবুল আহকাম, ১৪০৭ হি., খ: ৬, পৃ: ৫২।
- ↑ মাযাহেরী, ফারহাঙ্গে সৌগে শিয়ী, ১৩৯৫ (ফার্সি সন), পৃ: ৯৯।
গ্রন্থপঞ্জি
- তাবারসী, ফাযল বিন হুসাইন, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, কোম, মুয়াসসেসেয়ে আলিল বাইত লি ইহয়াইত তুরাস, ১৪১৭ হি.,
- কুম্মী, শেইখ আব্বাস, মুন্তাহাল আমাল, কোম, দালিলেমা, ১৩৭৯ (ফার্সি সন),
- মুহাদ্দেসী, জাওয়াদ, ফারহাঙ্গে আশুরা, কোম, নাশরে মারুফ, ১৩৭৬ (ফার্সি সন),
- মাযাহেরী, মুহসেন হিসাম, ফারহাঙ্গে সৌগে শিয়ী, তেহরান, নাশরে খেইমে, ১৩৯৫ (ফার্সি সন)।