বিষয়বস্তুতে চলুন

সফর মাসের শেষ দশক

wikishia থেকে
আরবা’ইন উপলক্ষ্যে কারবালায় শিয়াদের উপস্থিতির দৃশ্য

সফর মাসের শেষ দশক (আরবি: العشرة الأخيرة من صفر), তথা সফর মাসের বিশতম দিন থেকে এ মাসের শেষ পর্যন্ত। কারবালার শহীদদের চল্লিশা, মহানবী (সা.)-এর মৃত্যুবার্ষিকী এবং ইমাম হাসান (আ.) ও ইমাম রেযা (আ.)-এর শাহাদাত এই দশকে সংঘটিত হয়। শিয়া সম্প্রদায় এই দশকে শোকানুষ্ঠান আয়োজন করে মাতম-মার্সিয়া পাঠের মাধ্যমে শোক প্রকাশ করে।

কারবালার নির্মম ঘটনার পর এ মাসের ২০ তারিখে প্রথমবারের মতো ইমাম হুসাইন (আ.) এবং কারবালার অন্যান্য শহীদদের স্মরণে চল্লিশা পালন করা হয়।[] এছাড়াও, ২৮ই সফর হলো মহানবী (সা.)-এর মৃত্যুবার্ষিকী [] এবং ইমাম হাসান (আ.)-এর শাহাদাত[] এবং মাসের শেষ দিন হল ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী। []

সফর মাসের শেষ দশকের প্রথম দিন (২০ই সফর) আরবা'ইন (চল্লিশা) নামে পরিচিতি লাভ করেছে।[] শিয়া হাদিস গ্রন্থগুলোতে, এই দিনে আরবা'ইনের যিয়ারত তথা কারবালায় ইমাম হুসাইনের (আ.) মাজার যিয়ারতের ব্যাপারে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে।[] এই উপলক্ষ্যে, আরবা'ইন পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অঞ্চল থেকে শিয়া মতালম্বীরা আরবা'ইনের দিনে ইমাম হুসাইন (আ.)-এর মাজার যিয়ারত করার জন্য কারবালায় উপস্থিত হয়।[]


বাংলাদেশের ঢাকায় আরবা'ইন উপলক্ষ্যে প্রতি বছর তাজিয়া মিছিল বের করা হয়। এছাড়াও, শিয়া অধ্যুষিত দেশের অন্যান্য অঞ্চলে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

তথ্যসূত্র

  1. মুহাদ্দেসী, ফারহাঙ্গে আশুরা, ১৩৭৬ (ফার্সি সন), পৃ: ৪৫।
  2. কুম্মী, মুন্তাহাল আমাল, ১৩৭৯ (ফার্সি সন), খ: ১, পৃ: ২৪৯।
  3. তাবারসী, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, ১৪১৭ হি., খ: ১, পৃ: ৪০৩।
  4. তাবারসী, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, ১৪১৭ হি., খ: ২, পৃ: ৪১।
  5. মাযাহেরী, ফারহাঙ্গে সৌগে শিয়ী, ১৩৯৫ (ফার্সি সন), পৃ: ৯৯।
  6. শেইখ তুসী, তাহযিবুল আহকাম, ১৪০৭ হি., খ: ৬, পৃ: ৫২।
  7. মাযাহেরী, ফারহাঙ্গে সৌগে শিয়ী, ১৩৯৫ (ফার্সি সন), পৃ: ৯৯।

গ্রন্থপঞ্জি

  • তাবারসী, ফাযল বিন হুসাইন, ই’লামুল ওয়ারা বি আ’লামুল হুদা, কোম, মুয়াসসেসেয়ে আলিল বাইত লি ইহয়াইত তুরাস, ১৪১৭ হি.,
  • কুম্মী, শেইখ আব্বাস, মুন্তাহাল আমাল, কোম, দালিলেমা, ১৩৭৯ (ফার্সি সন),
  • মুহাদ্দেসী, জাওয়াদ, ফারহাঙ্গে আশুরা, কোম, নাশরে মারুফ, ১৩৭৬ (ফার্সি সন),
  • মাযাহেরী, মুহসেন হিসাম, ফারহাঙ্গে সৌগে শিয়ী, তেহরান, নাশরে খেইমে, ১৩৯৫ (ফার্সি সন)।