সিদ্দীকা শাহীদা (আরবি: الصديقة الشهيدة); হযরত ফাতেমা (সা.আ.)-এর দুটি উপাধি। সিদ্দীকা অর্থ হচ্ছে অত্যধিক সত্যবাদী[] এবং শাহীদা অর্থ হচ্ছে এমন একজন নারী যিনি আল্লাহর পথে নিহত হয়েছেন।[] ইমাম কাযিম (আ.) হতে বর্ণিত একটি রেওয়ায়েত অনুসারে (রেওয়ায়েতটিকে সহিহ বিবেচনা করা হয়েছে,[] “সিদ্দীকা” ও “শাহীদা” উপাধি দু’টিকে হযরত ফাতেমার (সা. আ.)-এর ক্ষেত্রে একসাথে উল্লেখ করা হয়েছে: «إنَّ فاطِمَةَ(ع) صِدّيقَةٌ شَهيدَةٌ» "ইন্না ফাতিমাতা (আ.) সিদ্দীকাতুশ শাহীদা; নিশ্চয়ই ফাতেমা (সা.আ.) সিদ্দীকা এবং শাহীদা।"[]

ক্যালিগ্রাফি: আলী শিরাজীর লেখা

হাদীস সূত্রগুলোতে হযরত ফাতেমার (সা.আ.) উপর এরূপ একটি সালামের কথা এসেছে:«السَّلامُ عَلَیکِ أَیتُهَا الصِّدِّیقَةُ الشَّهِیدَةُ» “সালাম হোক তোমার উপর, হে সিদ্দীকা শাহীদা”;[] তবে মুহাম্মাদ হাদী মাযান্দারানী’র ভাষ্যমতে, ফাতেমা (সা.আ.)-এর সকল যিয়ারতনামাগুলোই লেখকদের নিজস্ব লেখা[] এবং «الصدیقة الشهیدة» সম্বলিত এরূপ সালামের উৎস হাদীস নয়; যেমনভাবে শেইখ সাদুক বর্ণনা করেছেন যে, তিনি মসজিদে নব্বীতে হযরত ফাতেমা (সা.আ.)-কে উক্ত শব্দগুলি দিয়ে সালাম জানিয়েছিলেন, যদিওবা তিনি এরূপ সালামকে কোনও মাসুম (আ.)-এর সাথে সম্পর্কিত করেন নি।[]

হাদীসসমূহে হযরত ফাতেমা (সা.আ.)-এর উপাধি হিসেবে “সিদ্দিকা” শব্দটি এককভাবেও এসেছে। উদাহরণস্বরূপ, ইমাম আলী (আ.) এই শব্দের মাধ্যমে ঐ মহিয়সী নারীকে সম্বোধন করেছেন।[] একইভাবে ইমাম জাফার সাদিক (আ.) আল্লহর সমীপে ফাতেমা (সা.আ.)-এর ক্ষেত্রে ৯টি নামের উল্লেখ করেছেন যার মধ্যে অন্যতম হচ্ছে সিদ্দীকা[] এছাড়াও ইমাম হাসান আসকারি (আ.) একটি হাদীসে, মহানবি (স.) এবং তাঁর উত্তরসূরীগণের প্রতি দরুদ প্রেরণের পদ্ধতি শিক্ষা দিতে গিয়ে বিশেষ করে হযরত ফাতেমা (সা.আ.) সম্পর্কে এরূপ উল্লেখ করেছেন: «اللّٰهُمَّ صَلِّ عَلَی الصِّدّیقَةِ فاطِمَةَ الزَّکِیة...؛» হে আল্লাহ অত্যধিক সত্যবাদী, পবিত্র ফাতেমা’র উপর দরুদ প্রেরণ করো।”[১০]

শিয়ারা বিশ্বাস করে ফাতেমা (সা.আ.) শাহাদাতবরণ করেছেন।[১১] হযরত ফাতেমা’র (সা.আ.) বাসগৃহে অগ্নিসংযোগের হুমকি প্রদান, গৃহে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া, দরজা ও দেয়ালের মাঝে হযরত ফাতেমা যাহরাকে (সা.আ.) চাপা দেওয়া এবং তাঁর কয়েক মাসের সন্তানের গর্ভপাত, হযরত ফাতেমাকে (সা.আ.) লাথি মারা, তলোয়ারের খাপ দিয়ে তাঁকে আঘাত করা, তাঁর উপর চাবুকের আঘাত এবং উক্ত হামলায় তার পাঁজরের হাঁড় ভেঙ্গে যাওয়া প্রভৃতি বর্ণনাগুলো হাদীস ও ঐতিহাসিক সূত্রগুলোতে উল্লেখিত হয়েছে[১২] এবং এগুলো তাঁর শাহাদাতের বিষয়টির প্রতি ইঙ্গিত বহন করে থাকতে পারে।

এছাড়াও দেখুন: হযরত ফাতেমা (সা.আ.)-এর শাহাদাত এবং হযরত ফাতেমা (সা.আ.)-এর বাসগৃহে হামলার ঘটনা

তথ্যসূত্র

  1. দ্র: লোগাত নামেয়ে দেহখোদা, ওয়াঝে “সিদ্দিকা”।
  2. দ্র: লোগাত নামেয়ে দেহখোদা, যেইলে “শহীদ”।
  3. মুহাম্মাদ রেই শাহরি, হেকমাত নামেয়ে ফাতেমী, ১৩৯৫ ফার্সি সন, পৃ. ৬৮৮।
  4. কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৬৮, হা. ২; আলী ইবনে জা’ফার, মাসায়েলু আলী ইবনে জা’ফার, ১৪০৯ হি., পৃ. ৩২৫, হা. ৮১১।
  5. শেইখ সাদুক, কিতাবে মান লা ইয়াদ্বুরুহুল ফাকীহ, ১৪০৪ হি., খণ্ড ২, পৃ. ৫৭৩; মাফাতিহুল জিনান, দার যিয়ারাতে হযরত রাসূলে খোদা ওয়া ফাতেমা যাহরা ওয়া আইম্মাতু বাকী’ সালাওয়াতুল্লাহ আলাইহিমু আজমাইন দার মাদীনেয়ে তাইয়্যেবা, পৃ. ৩১৭।
  6. দ্র: মাযান্দারানী, শারহে ফরুয়ে কাফি, ১৩৮৮ ফার্সি সন, খণ্ড ৫, পৃ. ৫২৮।
  7. শেইখ সাদুক, কিতাবে মান লা ইয়াদ্বুরুহুল ফাকীহ, ১৪০৪ হি., খণ্ড ২, পৃ. ৫৭৩।
  8. শহীদ সানি, মুনিয়াতুল মুরিদ, ১৩৬৮ ফার্সি সন, পৃ. ১১৫; ইমাম হাসান আসকারী (আ.), তাফসীরুল ইমাম আল-আসকারী (আ.), ১৪০৯ হি., পৃ. ৩৪০, হা. ২১৬।
  9. শেইখ সাদুক, ইলালুশ শারায়েঅ, ১৩৮৫ হি., পৃ. ১৭৮, হা. ৩; শেইখ সাদুক, আল-খিছাল, ১৩৬২ ফার্সি সন, পৃ. ৪১৪, হা. ৩।
  10. শেইখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, ১৪১১ হি., পৃ. ৩৯৯; সাইয়্যিদ ইবনে তাউস, জামালুল উসবুঅ, ১৩৭১ ফার্সি সন, পৃ. ২৯৬।
  11. মুহাম্মাদ রেই শাহরি, হেকমাত নামেয়ে ফাতেমী, ১৩৯৫ ফার্সি সন, পৃ. ৩৭ ও ৬৮৮।
  12. মুহাম্মাদ রেই শাহরি, হেকমাত নামেয়ে ফাতেমী, ১৩৯৫ ফার্সি সন, পৃ. ৬৯২।

গ্রন্থপঞ্জি

  • ইমাম আসকারী (আ.) (ইমামের প্রতি আরোপিত), তাফসীরুল ইমাম আল-আসকারী (আ.), কোম, মাদ্রাসাতুল ইমাম আল-মাহদী (আ.), ১ম, ১৪০৯ হি.।
  • সাইয়্যিদ ইবনে তাউস, জামালুল উসবুঅ, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি, আফাক, ১৩৭১ ফার্সি সন।
  • শহীদ সানি, মুনিয়াতুল মুরিদ, তাহকিক: রেযা মোখতারী, কোম, মাক্তাবুল আ’লাম আল-ইসলামি, প্রথম, ১৩৬৮ ফার্সি সন।
  • শেইখ সাদুক, আল-খিছাল, তাহকিক: আলী আকবর গাফফারী, কোম, মুআসসিসাতু নাশরিল ইসলামি, ১৩৬২ ফার্সি সন।
  • শেইখ সাদুক, ইলালুশ শারায়েঅ, তাহকিক: সাইয়্যিদ মুহাম্মাদ সাদিক বাহর আল-উলুম, নাজাফ, আল-মাক্তাবাতুল হায়দারিয়্যাহ, ১৩৮৫ হি.।
  • শেইখ সাদুক, কিতাবে মান লা ইয়াহদ্বুরুহুল ফাকীহ, তাহকিক: আলী আকবার গাফফারী, কোম, মুআসসিসাতু নাশরিল ইসলামি, ২য়, ১৪০৪ হি.।
  • শেইখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ ওয়া সিলাহুল মুতাআব্বাদ, তাহকিক: আলী আসগার আল-মারওয়ারিদ, বৈরুত, মুআসসিসাতু ফিকহ আশ শিয়া, প্রথম, ১৪১১ হি.।
  • আলী ইবনে জা’ফার, মাসায়েলু আলী ইবনে জা’ফার ওয়া মুস্তাদরাকাতুহা, তাহকিক: মুআসসিসাতু আলিল বাইত (আ.), মাশহাদ, আল-মুঅতামারুল আলামি লিল ইমামির রিযা (আ.), প্রথম, ১৪০৯ হি.।
  • কুলাইনি, মুহাম্মাদ ইবনে ইয়াকুব, আল-কাফি, তাহকিক: আলী আকবর গাফফারী, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়া, ৫ম সংস্করণ, ১৩৬৩ ফার্সি সন।
  • লোগাতনামেয়ে দেহখোদা।
  • মাযান্দারানী, মুহাম্মাদ হাদী, শারহে ফরুয়ে কাফি, কোম, দারুল হাদিস, ১৩৮৮ ফার্সি সন।
  • মুহাম্মাদী রেই শাহরি, মুহাম্মাদ, হেকমতনামেয়ে ফাতেমী, কোম, দারুল হাদিস, ১৩৯৫ ফার্সি সন।
  • মাফাতিহুল জিনান।