সাইয়্যেদাতু নিসাইল আলামীন

wikishia থেকে

সাইয়্যেদাতু নিসাইল আলামীন (আরবি: سَیّدَةُ نِساءِ الْعالَمین) হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর অন্যতম উপাধি ও ফযিলত, যার অর্থ সমগ্র জগতের নারীদের নেত্রী।

শিয়া[১] ও আহলে সুন্নতের[২] হাদীসের সূত্রানুসারে, স্বয়ং মহানবি (স.) এই উপাধিটি হযর ফাতেমা (সা.আ.)-কে দিয়েছেন। ইবনে আবিল হাদীদের মতে, আলোচ্য অংশটি মহানবি (স.) হতে শব্দগত ও অর্থগত বা ভাবগত উভয় দিক থেকেই তাওয়াতুর হিসেবে বর্ণিত হয়েছে।[৩]

হযরত ফাতেমা (সা.আ.)-এর দাফনের সময় ইমাম আলী (আ.)-এর বক্তব্যতে এই মহিয়সী নারীর ক্ষেত্রে আলোচ্য বাক্যাংশটি উচ্চারিত হয়েছে, যা উসুলে কাফি গ্রন্থে এসেছে।[৪] একইভাবে, এই উপাধিটি কোন কোন যিয়ারতনামায় যেমন, যিয়ারতে ইমাম আলী (আ.)[৫], যিয়ারতে হযরত যাহরা (সা.আ.),[৬] যিয়ারতে ওয়ারিসা,[৭] যিয়ারতে আশুরা,[৮] এবং যিয়ারতে ইমাম রেজা (আ.)[৯] হযরত যাহরা (সা.আ.)-এর লকব তথা উপাধি হিসেবে উল্লেখিত হয়েছে।

সুন্নি সূত্রে বর্ণিত অন্যান্য রেওয়ায়েত অনুসারে, মহানবি (স.), হযরত ফাতেমা (সা.আ.)-কে মু'মিন নারীদের নেত্রী, মুসলিম নারীদের সর্দার এবং জান্নাতের নারীদের নেত্রী বলেও অভিহিত করেছেন।[১০]

কিছু কিছু রেওয়ায়েতে হযরত ফাতেমার (সা.আ.) পাশাপাশি ইমরানের কন্যাহযরত ঈসার (আ.) মাতা মরিয়ম, ফেরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা বিনতে খুওয়াইলাদকেও সাইয়্যেদাতু নিসাইল আলামীন বলা হয়েছে।[১১]] অবশ্য একটি রেওয়ায়েতে, মরিয়মকে তাঁর নিজের যুগের নারীদের নেত্রী এবং হযরত ফাতেমা (সা.আ.) সৃষ্টিজগতের শুরু থেকে শেষ অবধি সকল নারীদের নেত্রী বলা হয়েছে।[১২]]একইভাবে, অন্যান্য নারীদের উপর ফাতেমার (সা.আ.) শ্রেষ্ঠত্বের জন্য, নবী করিম (স.) কর্তৃক হযরত ফাতেমাকে নিজের অস্তিত্বের অংশ বলে অভিহিত করা হাদীসকে (হাদীসে বাদ্বআহ্) দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে।[১৩]

শিয়ারা, হযরত ফাতেমা যাহরার (সা.আ.) জন্ম ও শাহাদাত বার্ষিকীতে সমাবেশস্থল সাজানোর জন্য এই শব্দগুচ্ছ (সাইয়্যেদাতু নিসাইল আলামীন) সম্বলিত পতাকা বা ব্যানার ব্যবহার করে থাকে।[১৫]

তথ্যসূত্র

  1. শেখ সাদুক, মান লা ইয়াহদ্বারুহুল ফাকীহ, ১৪১৩ হি., খণ্ড ৪, পৃ. ১৭৯ ও ৪২০; শেখ সাদুক, আল-আমালী, ১৩৭৬ ফার্সি সন, পৃ. ২৬, ১১৩, ২৯৮।
  2. হাকিম নিশাপুরী, আল-মুস্তাদরাক আলাস সাহীহাইন, ১৪১১ হি., খণ্ড ৩, পৃ. ১৭০; ইবনে আসাকির, তারিখে দামেস্ক, ১৪১৫ হি. খণ্ড ১৪, পৃ. ১৭৩ এবং খণ্ড ৪২, পৃ. ১৩৪।
  3. ইবনে আবিল হাদীদ, শারহে নাহজুল বালাগাহ, ১৪০৪ হি., খণ্ড ১০, পৃ. ২৬৫।
  4. কুলাইনি, আল-কাফি, ১৪০৭ হি., খণ্ড ১, পৃ. ৪৫৯।
  5. শেখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, ১৪১১ হি., খণ্ড ২, পৃ. ৭৪১; ইবনে মাশহাদী, আল-মাযারুর কাবির, ১৪১৭ হি., পৃ. ২৪৬।
  6. শেখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, ১৪১১ হি., খণ্ড ২, পৃ. ৭৪১; ইবনে মাশহাদী, আল-মাযারুর কাবির, ১৪১৭ হি., পৃ. ২৪৬।
  7. শেখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, ১৪১১ হি., খণ্ড ২, পৃ. ৭১৯ ও ৭২০।
  8. শেখ তুসী, মিসবাহুল মুতাহাজ্জিদ, ১৪১১ হি., খণ্ড ২, পৃ. ৭৭২ ও ৭৭৩; ইবনে মাশহাদী, আল-মাযারুর কাবির, ১৪১৭ হি., পৃ. ৪৮১।
  9. শেখ সাদুক, উয়ূনু আখবারুর রেযা (আ.), ১৩৭৮ হি., খণ্ড ২, পৃ. ২৬৯।
  10. বুখারী, সহীহ বুখারী, ১৪২২ হি., খণ্ড ৪, পৃ. ২০৩, খণ্ড ৮, পৃ. ৬৪; মুসলিম নিশাপুরী, সহীহ মুসলিম, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, খণ্ড ৪, পৃ. ১৯০৪ ও ১৯০৫।
  11. হাকিম নিশাপুরী, আল-মুস্তাদরাক আলাস সাহীহাইন, ১৪১১ হি., খণ্ড ৩, পৃ. ২০৫; ইবনে আসাকির, তারিখে দামেস্ক, ১৪১৫ হি. খণ্ড ৭০, পৃ. ১৭৩ এবং খণ্ড ১০৯, পৃ. ১১২।
  12. তাবারী অমেলী, দালায়েলুল ইমামাহ, ১৪১৩ হি., পৃ. ১৪৯।
  13. অলুসী, রুহুল মআ’নী, ১৪১৫-১৪১৬ হি., খণ্ড ২, পৃ. ১৪৯।

গ্রন্থপঞ্জি

  • অলুসী, মুহাম্মাদ বিন আব্দুল্লাহদ, রুহুল মাআ’নী ফি তাফসীরিল কুরআনিল আযীম ওয়া সাবউল মাসানী, তাহকীক: আলী আব্দুল বারী, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, ১৪১৫/১৪১৬ হি.।
  • ইবনে আবিল হাদীদ, আব্দুল হামিদ বিন হাবাতুল্লাহ, শারহে নাহজুল বালাগাহ, তাহকীক ও তাসহীহ: মুহাম্মাদ আবুল ফাযল ইব্রাহিম, কোম, মাক্তাবাতু আয়াতুল্লাহ মারআ’শি নাযাফী, প্রথম সংস্করণ, ১৪০৪ হি.।
  • ইবনে আসাকার, আলী ইবনে হাসান, তারিখে দামেস্ক, তাহকীক: আমরু বিন গাররামা, বৈরুত, দারুল ফিকর, ১৪১৫ হি./ ১৯৯৫ খ্রি.।
  • হাকিম নিশাপুরী, মুহাম্মাদ বিন আব্দুল্লাহ, আল-মুস্তাদরাক আলাস সাহীহাইন, তাহকীক: মুস্তাফা আব্দুল কাদির আতা, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪১১ হি.।
  • শেখ সাদুক, মুহাম্মাদ বিন আলী, আল-আমালী, তেহরান, কিতাবচী, ৬ষ্ঠ সংস্করণ, ১৩৭৬ ফার্সি সন।
  • শেখ সাদুক, মুহাম্মাদ বিন আলী, মান লা ইয়াহদ্বারুহুল ফাকীহ, তাহকীক: মাহদী লাজুরদী, তেহরান, নাশরে জাহান, প্রথম সংস্করণ, ১৩৭৮ হি.।
  • শেখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, মিসবাহুল মুতাহাজ্জাদ, বৈরুত, মুআসসেসেয়ে আল-ফিকহ আল-শিয়া, প্রথম সংস্করণ, ১৪১১ হি.।
  • কুলাইনি, মুহাম্মাদ বিন ইয়াকুব, আল-কাফি, তেহরান, আল-মাক্তাবাতুল ইসলামিয়্যাহ, ১৩৮৮ হি.।
  • মুসলিম নিশাপুরী, মুসলিম বিন হাজ্জাজ, সহীহ মুসলিম, তাহকীক: মুহাম্মাদ ফুওয়াদ আব্দুল বাকী, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, তারিখ নেই।