বাতুল
বাতুল (আরবি: بَتول) হযরত ফাতেমা (সা. আ.)-এর অন্যতম একটি উপাধি। বলা হয় যে, কথাবার্তা, আচার-ব্যবহার ও জ্ঞানগত দিক থেকে অন্যান্য নারীদের থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার কারণে তাকে এই নামে অভিহিত করা হয়েছে। হযরত ফাতেমা যাহরার (সা. আ.) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ইমাম আলী (আ.) যাওজুল বাতুল তথা বাতুলের স্বামী উপাধিতে ভূষিত হয়েছেন। বাতুল উপাধিটি হযরত মরিয়ম (আ.)-এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে।
আভিধানিক অর্থ
'বাতল' (আরবি: بَتْل)-এর অভিধানিক অর্থ হচ্ছে কোন কিছুকে অন্যান্য জিনিস থেকে পৃথক করা এবং বাতুল এমন কুমারী নারীকে বলা হয়, যে পুরুষদের থেকে দুরত্ব বজায় রাখে ও বিবাহ বর্জন করে এবং পুরুষদের প্রতি যার কোন প্রকারের ঝোঁক ও কামভাব থাকে না।[১] হযরত ঈসার (আ.) মাতা হযরত মরিয়মকে বাতুল বলা হয়েছে, কারণ তিনি পুরুষদের সংস্পর্ষ থেকে দূরে ছিলেন।[২] একইভাবে বাতুল ঐ নারীকে বলা হয়, যে সমগ্র হৃদয় দিয়ে আল্লাহর প্রতি মনোনিবেশ করেন এবং অন্য সবকিছু থেকে নিজের মনোযোগ বিচ্ছিন্ন রাখেন।[৩]
নামকরণের কারণ
হযরত ফাতেমা (সা. আ.)-কে বাতুল নামকরণের কারণ হিসেবে নিম্নোক্ত বর্ণনাগুলো উল্লেখিত হয়েছে:
- বিভিন্ন রেওয়ায়েত অনুসারে, ফাতেমা (সা.আ.)-এর মাসিক (পিরিয়ড) না হওয়ায় তাকে বাতুল বলা হয়েছে।[৪]
- আমল, আচার-আচরণ ও আল্লাহর মারেফাতের দিক থেকে তাঁর যুগের সকল নারী অপেক্ষা তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং তিনি এমন অবস্থায় পৌঁছেছিলেন যে, নিরবিচ্ছিন্নভাবে মনোনিবেশ থাকত আল্লাহর দিকে।[৫]
- সতীত্ব, ধর্ম, ফযিলত ও রীতিনীতির ক্ষেত্রে অন্যান্য নারীদের তুলনায় তাঁর এগিয়ে থাকা।[৬]
যাওজুল বাতুল
হযরত ফাতেমা (সা.আ.)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর হযরত আলী (আ.) যাওজাতুল বাতুল তথা বাতুলের স্বামী উপাধি লাভ করেন। আমীরুল মু'মিনীন আলী ইবনে আবি তালিব (আ.) নাহরাওয়ানের যুদ্ধ থেকে ফিরে এসে যে খুৎবা পাঠ করেছিলেন তাতে তিনি নিজেকে এই উপাধির মাধ্যমে পরিচয় করান।[৭]
তথ্যসূত্র
- ↑ জাওহারি, আস- সিহাহ, ১৪১০ হি., খণ্ড ৪, পৃ. ১৬৩০; আল-আইন, আল-নাশের, দার ওয়া মাক্তাবাতুল হিলাল, খণ্ড ৮, পৃ. ১২৪।
- ↑ ইবনে মানযুর, লিছানুল আরাব, খণ্ড ১১, পৃ. ৪৩; রাগেব ইস্ফাহানি, আল-মুফরাদাত, ১৩৭৫ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ২৪০।
- ↑ জাওহারি, আস-সিহাহ, ১৪১০ হি., খণ্ড ৪, পৃ. ১৬৩০; মাকারেম শিরাজী, তাফসীরে নেমুনে, ১৩৭৪ ফার্সি সন, খণ্ড ২৫, পৃ. ১৭৯।
- ↑ শেইখ সাদুক, মাআ’নিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৬৪; তাবারি আমেলি, দালায়েলুল ইমামাহ, ১৪১৩ হি., পৃ. ৫৪; ইরবিলি, কাশফুল গুম্মা, ১৩৮১ হি., খণ্ড ১, পৃ. ৪৬৪; কুন্দুযি, ইয়ানাবিউল মাওয়াদ্দাহ, ১৪১৬ হি., খণ্ড ২, পৃ. ৩২২।
- ↑ মাযান্দারানি, শারহে উসুলে কাফি, ১৪২১ হি., খণ্ড ৫, পৃ. ২২৮; তুরাইহি, মাজমাউল বাহরাইন, ১৩৭৫ ফার্সি সন, খণ্ড ৫, পৃ. ৩১৬; মাকারেম শিরাজী, তাফসীরে নেমুনে, ১৩৭৪ ফার্সি সন, খণ্ড ২৫, পৃ. ১৭৯।
- ↑ আল-আহমাদি আল-মিয়ানজি, মাকাতিবুর রাসুল (স.), আল-নাশের: দারুল হাদিস, খণ্ড ২, পৃ. ৪৩৫।
- ↑ শেইখ সাদুক, মাআনিউল আখবার, ১৪০৩ হি., পৃ. ৫৮।
গ্রন্থপঞ্জি
- আহমাদি, মিয়ানজি, আলী, মাকাতিবুর রাসুল, আল-নাশের, দারুল হাদিস, তারিখ অজ্ঞাত, স্থান অজ্ঞাত।
- ইরবিলি, আলী ইবনে ঈসা, কাশফুল গুম্মাহ, তাবরিয, বানি হাশেমি, প্রথম সংস্করণ, ১৩৮১ হি.।
- জাওহারি, আল-সিহাহ, দারুল ইলম লিল মালাঈন, বৈরুত, ১৪১০ হি.।
- রাগেব ইস্ফাহানি, মুফরাদাতে আলফায কুরআন, তরজমা: সাইয়্যেদ গোলাম রেযা খোসরাভি হুসাইনি, ইন্তেশারাতে মুর্তাযাভি, তেহরান, ১৩৭৫ ফার্সি সন।
- শেইখ সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, ইলালুশ শারায়ে’, তাহকিক: সাইয়্যেদ মুহাম্মাদ সাদেক বাহরুল উলুম, মানশুরাতুল মাক্তাবাহ আল-হাইদারিয়্যাহ, নাজাফ, ১৯৬৬/১৩৮৫ খ্রি.।
- শেইখ সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, মাআ’নিয়ুল আখবার, কোম, জামে-এ মুদাররেসিন, ১৪০৩ হি.।
- তাবারি আমেলি সাগির, মুহাম্মাদ ইবনে জারির, দালায়েলুল ইমামাহ, কোম, দারুয যাখায়ের লিল মাতবুআত।
- তুরাইহি, ফাখরুদ্দিন, মাজমাউল বাহরাইন, তাহকিক: সাইয়্যেদ আহমাদ হুসাইনি, তেহরান, কিতাব ফুরুশিয়ে মুর্তাযাভি, তৃতীয় সংস্করণ, ১৩৭৫ ফার্সি সন।
- আল্লামা মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, তাহকিক: মুহাম্মাদ বাকের বেহবুদি, বৈরুত, মুআসসাসাতুল ওয়াফা, ১৪০৩ হি./১৯৮৩ খ্রি.।
- কুম্মি, শেইখ আব্বাস, বাইতুল আহযান, তারজমে ইশতেহারদি, কোম।
- কুনদুযি, ইয়ানাবিউ’ল মাওয়াদ্দাহ লি যাউয়িল কুরবা, তাহকিক: সাইয়্যেদ আলী জামাল আশরাফ হুসাইনি, দারুল আসওয়া লিল তাবাআহ ওয়ান নাশর, ১৪১৬ হি.।
- কুলাইনি, কাফি, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, তেহরান, ১৩৬৫ ফার্সি সন।
- মাযান্দারানি, মুহাম্মাদ সালেহ, শারহে উসুলে কাফি, তাহকিক: মির্যা আবুল হাসান শারানি, তাসহিহ: সাইয়্যেদ আলী আশুর, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, ১৪২১ হি./২০০০ খ্রি.।
- মুহাদ্দেস নূরী, মির্যা হুসাইন, মুস্তাদরাকুল ওয়াসায়েল, কোম, মুআসসেসেয়ে আলুল বাইত, ১৪০৮ হি.।
- মাকারেম শিরাজী নাসের, তাফসীরে নেমুনে, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, ১৩৭৪ ফার্সি সন।