বাদরুদ্দীন হুথি
আনসারুল্লাহ’র আধ্যাত্মিক নেতা | |
![]() | |
পুরো নাম | সাইয়্যেদ বাদরুদ্দীন আল-হুথি |
---|---|
বংশ | হুসাইনী |
জন্ম তারিখ | ১৭ই জুমাদিউল আউয়াল |
মৃত্যুর তারিখ | ১৪৩১ হি |
যে রাষ্ট্রে মৃত্যু | ইয়েমেন |
সন্তান | ৭ মেয়ে ও ১৩ ছেলে |
খ্যাতিমান আত্মীয়স্বজন | হুসাইন হুথি · আব্দুল মালেক হুথি |
মাযহাব | যায়দী শিয়া |
পদমর্যাদা | আনসারুল্লাহ’র প্রতিষ্ঠাতা |
বাদরুদ্দীন হুথি (আরবি: بَدرُ الدِّين الحوثی) (১৩৪৫-১৪৩১ হি.); যাইদি মাযহাবের একজন বিশিষ্ট আলেম এবং ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের আধ্যাত্মিক নেতা। তিনি আনসারুল্লাহ’র প্রতিষ্ঠাতা হুসাইন আল-হুথি’র পিতা ছিলেন। হুসাইন আল-হুথি নিহত হওয়ার পর তার আরেক সন্তান আব্দুল মালেক হুথি মুভমেন্টের নেতৃত্ব কাঁধে তুলে নেন।
বাদরুদ্দীন হুথি ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের একজন সমর্থক এবং সর্বদা ইসলামি ঐক্য ও ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থনের বিষয়টি প্রকাশ করেছেন। তিনি উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থের লেখক, আত-তাইসির ফিত তাফসির সেগুলোর অন্যতম। ওয়াহাবিয়্যাতের বিরুদ্ধে বাদরুদ্দীনের রচনা সমগ্র ‘আস-সিলসিলাতুয যাহাবিয়াহ ফির রাদ্দি আলাল ওয়াহাবিয়াহ’ নামে সংকলিত হয়েছে।
অবস্থান
বাদরুদ্দীন হুথি; ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের আধ্যাত্মিক নেতা এবং যাইদিয়া মাযহাবের জারুদিয়া শাখার ধর্মীয় নেতা।[১] তার উপাধিগুলোর মধ্যে আল্লামা, মুজাহিদ,[২] মুফাসসির ও মুজতাহিদ ইত্যাদি উল্লেখযোগ্য।[৩]
হুথি, ইসলামি ঐক্যের একজন সমর্থক ছিলেন।[৪] এছাড়া ইসলাম ধর্ম ও আহলে বাইত (আ.)-এর মাযহাব বিরোধী চিন্তাধারা’র মোকাবিলায় তার তৎপরতা ছিল চোখে পড়ার মত।[৫] বিভিন্ন ইসলামি বিষয়সহ ওয়াহাবিয়াতের রদ ও প্রত্যাখ্যানে উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থও তিনি রচনা করছেন।[৬]
চিন্তাধারা
ফিলিস্তিন ইস্যু এবং ইসরাইলকে প্রতিহত করার বিষয়টি বাদরুদ্দীন হুথির নিকট সবসময় গুরুত্ব পেত। এছাড়া, নিপীড়িতদের সাহায্য করাকে তিনি অপরিহার্য্য মনে করতেন। মার্কিন ও ইসরাইলি পন্য বয়কট এবং সারখাহ (صَرخه) শ্লোগান প্রদানের মাধ্যমে তিনি তার সন্তান হুসাইন বাদরুদ্দীনের আমেরিকা বিরোধী অবস্থান ও পদক্ষেপের পক্ষে সমর্থন জানাতেন।[৭]
মুসলমানরা যে বড় বিপদের সম্মুখীন ছিল তা রুখতে তিনি ইসলামি ঐক্যকে অপরিহার্য্য মনে করতেন। এছাড়া আমেরিকা ও ইসরাইলের মোকাবিলায় কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের আহবান জানাতেন।[৮]
হুথির আকিদা অনেকটা ইমামিয়া শিয়াদের কাছাকাছি বলে জ্ঞান করেছেন অনেকে। ইমাম আলী (আ.)-এর অধিকার এবং তাঁর (আ.) মর্যাদা সম্পর্কে জানা সত্ত্বেও যে সকল শত্রুরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে হুথি কাফের জ্ঞান করতেন।[৯]
ইরানের ইসলামি বিপ্লবের প্রতি সমর্থন
বাদরুদ্দীন হুথি ছিলেন ইরানের ইসলামি বিপ্লবের একজন ঘোর সমর্থক এবং এ বিপ্লব দ্বারা প্রভাবিত।[১০] ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানের সামরিক সফলতা ও ইয়েমেনের অভ্যন্তরীন যুদ্ধের সফলতার সংবাদকে তিনি গুলি ছুঁড়ে উদযাপন করতেন।[১১] এছাড়া তার মতে, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের চিন্তার জাগরণও মূলতঃ ইরানের ইসলামি বিপ্লব থেকে।[১২] তার ও তার সন্তানদের নীতি ও পথ ইরানের রাজনীতি’র সাথে একমুখী বলে উল্লেখ করেছেন অনেকে।

বাদরুদ্দীন হুথি ১৯৯৪ সালে তার পুত্র হুসাইনের সাথে ইরান সফর করেন।[১৩] তিনি ২০০২ সালে ইয়েমেনে প্রত্যাবর্তন করেছিলেন বলে মন্তব্য করেছেন অনেকে।[১৭] আবার কেউ বলেছেন তিনি ১ বছর ইরানে অবস্থান করেছিলেন।[১৪] কারো কারো মত হল, তিনি এবং তার পুত্র শিয়া ইসনা আশারি মাযহাব দ্বারা প্রভাবিত ছিলেন, আর এ কারণেই তারা আনসারুল্লাহ মুভমেন্টকে একটি শিয়া মুভমেন্ট হিসেবে জ্ঞান করেছেন। তবে হুথিরা এ দাবী প্রত্যাখ্যান করে তারা নিজেদেরকে যাইদি মাযহাবের অনুসারী হিসেবে পরিচয় করিয়েছেন।[১৫]
রজনৈতিক তৎপরতা
বাদরুদ্দীন, তার পুত্র হুসাইনের শাহাদাতের পর আনসারুল্লাহ মুভমেন্টের নেতৃত্ব কাঁধে তুলে নেন।[১৬] তিনি কতিপয় যাইদি আলেমের সহযোগিতায় ‘আল-হাক্ক’ পার্টি প্রতিষ্ঠা করেন।[১৭] দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন হওয়া সত্ত্বেও দলটির মধ্যে বিরোধ দেখা দেয়ায় তিনি দল থেকে পৃথক হয়ে ‘শাবাবুল মু’মিনীন’ নামক আরেকটি দল গঠন করেন।[১৮]
আল-কায়েদাকে দমনের নামে মার্কিনীদের ইয়েমেনে প্রবেশ এবং ইয়েমেনের অভ্যন্তরীন বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপের ঘটনায় বাদরুদ্দীন হুথি তার শিষ্যদেরকে সরকার বিরোধী আন্দোলনের আহবান জানান।[১৯] এ পদক্ষেপের পর, ইয়েমেন সরকার তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ইয়েমেন ত্যাগে বাধ্য করে।[২০]
বলা হয়েছে যে, বাদরুদ্দীনকে হত্যার কয়েকটি অভিযান ব্যর্থ হয়। আল-খারব গ্রামে তাকে লক্ষ্য করে চালানো হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।[২১] এছাড়া ২০০৫ সালে তাকে লক্ষ্য করে চালানো ব্যর্থ হামালার পর ইয়েমেন সরকারের সাথে হুথিদের যুদ্ধ দ্বিতীয়বারের মত যুদ্ধ শুরু হয় এবং বাদরুদ্দীন শহীদ হয়েছে এই ভেবে যুদ্ধ থেমে যায়।
নৈতিক বৈশিষ্ট
বাদরুদ্দীন হুথির সমসাময়িক আলেমরা তার ভূয়সী প্রশংসা করেছেন।[২২] মাজদুদ্দীন মুওয়াইয়েদি তাকে আলেমে বা আমাল (আমলের অধিকারী আলেম) বলে আখ্যায়িত করে তার প্রশংসা করছেন। হুসাইন ইবনে হাসান তাকে তাকওয়াবান, দুনিয়া বিমূখ, নম্র ও ইবাদতকারী এবং আহলে বাইত (আ.)-এর মাযহাবের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বলে আখ্যায়িত করেছেন। এছাড়া আব্দুল মালেক হুথির ভাষায়, তার পিতা বাদরুদ্দীনের কুরআনের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিল এবং তিনি কুরআনকে অত্যন্ত গুরুত্ব দিতেন। কুরআনের সাথে তার ঘনিষ্টতার কারণে তাকে ‘ফাকিহুল কুরআন’ উপাধি প্রদান করা হয়।[২৩]
রচিত গ্রন্থাবলি
বাদরুদ্দীন হুথি, প্রায় ১০০ গ্রন্থের লেখক।[২৪] তার ‘আত তাইসির ফিত তাফসির’ গ্রন্থে তাফসিরুল কুরআন বিল কুরআন (আয়াতের মাধ্যমে অপর আয়াতের তাফসির) এবং তাফসিরুল কুরআন বির-রেওয়ায়াত (রেওয়ায়েতের মাধ্যমে তাফসির) পদ্ধতি ব্যবহার করেছেন হয়েছে। তিনি তার তাফসিরে মহানবি (স.) ও হযরত আলী (আ.) থেকে বর্ণিত বিভিন্ন রেওয়ায়াত থেকে উপকৃত হয়েছেন।[২৫] ‘আল-মাজমুআতুল ওয়াফিয়াহ ফি ফিআতিল বাগিয়াহ’ গ্রন্থে তিনি বিদ্রোহী গোষ্ঠীর হাতে হযরত আম্মার ইবনে ইয়াসিরের শাহাদাত সংশ্লিষ্ট হাদীসটির বিস্তারিত আলোকপাত করেছেন।[২৬]
আহলে বাইত (আ.) সম্পর্কে যে সকল গ্রন্থ রচনা করেছেন, সেগুলোর মাঝে ‘ফাদ্বায়েলু আলি মুহাম্মাদ আলাইহিমুস সালাম’ ও ‘আহাদিসু মুখতারাহ ফি ফাদ্বায়িলি আলিল বাইত ও আলি মুহাম্মাদ লাইসু কুল্লুল উম্মাহ ওয়া আয়াতুল মাওয়াদ্দাহ’ উল্লেখযোগ্য।[২৭] ওয়াহাবিয়্যাতের বিরুদ্ধে ‘মান হুমুল ওয়াহাবিয়াহ’ এবং আল-ইজায ফির রাদ্দি আলা ফাতাওয়াল হিজাযি আলাইহি’ রচনা করছেন। এছাড়া ওয়াহাবিয়াতের প্রত্যাখ্যানে তার রচনা সমগ্র ‘আস-সিলসিলাতুয যাহাবিয়া ফির রাদ্দি আলাল ওয়াহাবিয়াহ’ নামে প্রকাশিত হয়েছে।[২৮]
জীবনী
তিনি ১৩৪৫ হিজরীর ১৭ জামাদিউল আওয়াল ইয়েমেনের দ্বাইহান অঞ্চলে জন্মগ্রহণ করেন এবং সায়াদাহ -ইয়েমেনে যাইদিদের মুল কেন্দ্রে- বেড়ে ওঠেন। [২৯] তার বংশ ইমাম হাসান (আ.)-এর পুত্র হাসানে মুসান্না’র সাথে সংযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। সায়াদা’তে বসবাসরত হুথিদের বংশ হুসাইন ইবনে মুহাম্মাদের সাথে সংযুক্ত যিনি হুস বা হুথ (حوث) শহর থেকে দ্বাইহানে হিজরত করেছিলেন।[৩০]
পড়াশুনা
বাদরুদ্দীন হুথির পড়াশুনার হাতেখড়ি তার পিতা আমিরুদ্দীন হুসাইন হুথি (১৩৯৪ হি.) এবং চাচা হাসান ইবনে হুসাইন হুথির (১৩৮৮ হি.) কাছেই। এছাড়া তিনি আব্দুল আযিয গালেবি ও ইয়াহিয়া ইবনে হুসাইন হুথির সান্নিধ্যও পেয়েছেন। বাদরুদ্দীন হুথি বেশ কয়েকজন আলেমের নিকট থেকে ইজতিহাদের অনুমতি পেয়েছেন, যাদের নাম মিফতাহু আসানিদিয যাইদিয়া গ্রন্থে উল্লেখিত হয়েছে।[৩১]
মৃত্যু

বাদরুদ্দীন হুথি ২০১০ইং সালের শেষের দিকে মৃত্যুবরণ করেন। হুথিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি ফুসফুস জনিত সমস্যার কারণে ইন্তেকাল করেন। অবশ্য ইয়েমেনের আল-কায়েদার একটি দল দাবী করেছিল যে, তাদের একটি অভিযানে তিনি নিহত হয়েছেন। [৩২] তবে কিছু কিছু আন্তর্জাতিক গণমাধ্যম আল-কায়েদার হামলায় তার মৃত্যুর তথ্যকে গ্রহণ করেনি।
সন্তান-সন্ততি
কিছু কিছু প্রতিবেদনের ভিত্তিতে বাদরুদ্দীন হুথির স্ত্রী সংখ্যা ছিল ৪ জন। এছাড়া তিনি ছিলেন ৭ কন্যা এবং ১৩ পুত্রের জনক। তার পুত্ররা হলেন; হুসাইন, ইয়াহিয়া, আব্দুল কাদির, মুহাম্মাদ, আহমাদ, হামিদ, আমিরুদ্দীন, ইব্রাহিম, আব্দুল মালেক, আলী, আব্দুল খালেক, আব্দুস সালাম ও নাজমুদ্দীন।[৩৩] ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের প্রতিষ্ঠাতা তারই পুত্র হুসাইন বাদরুদ্দীন; আব্দুল কাদির ও আলী যুদ্ধে প্রাণ হারান[৩৪] এবং আরেক পুত্র ইব্রাহিমের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। আনসারুল্লাহ’র তৃতীয় ও বর্তমান নেতা আব্দুল মালেক হুথিও তারই সন্তান।
তথ্যসূত্র
- ↑ وفاة بدرالدين الحوثي احد ابرز مرجعيات الطائفة الشيعية الزيدية في اليمن.
- ↑ ওয়াজিহ, আলামুল মুয়াল্লেফিন আয-যায়দিয়্যাহ, ১৪২০ হি., খ: ২৬৩।
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه.
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ৯৮।
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه.
- ↑ العلامة الربانی بدرالدین الحوثی.. حائط صد امام التکفیریین.
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه.
- ↑ وفاة بدرالدين الحوثي احد ابرز مرجعيات الطائفة الشيعية الزيدية في اليمن.
- ↑ হুথি, রাসেইলু লি আস-সাইয়্যেদ বাদরুদ্দীন হুথি, পৃ: ৬৭।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ৯৯।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ৯৯-১০০।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১১২।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১৫২।
- ↑ عن الیمن و الغزو الوهابی السعودی.
- ↑ جماعة الحوثیین.. حرکة یمنیه جمعت بین الزیدیه و النهج الایرانی و الحکم العائلی.
- ↑ جماعة الحوثیین.. حرکة یمنیه جمعت بین الزیدیه و النهج الایرانی و الحکم العائلی.
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১০১।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১০২।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১৫৪।
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১৫৫।
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه.
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه.
- ↑ السيد العلامة بدر الدين بن أمير الدين الحوثي.
- ↑ শেইখ হুসাইনী, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, ১৩৯৩ (ফার্সি সন), পৃ: ১০১।
- ↑ العلامه بدرالدین الحوثی.. انموذج للعالم المسلم و دوره تجاه دینه و امته.
- ↑ হুসাইনী আশকুরি, মুয়াল্লিফাতু আয-যায়দিয়্যাহ, ১৪১৩ হি., খ: ২, পৃ: ৪৩০।
- ↑ ওয়াজিহ, আলামুল মুয়াল্লেফিন আয-যায়দিয়্যাহ, ১৪২০ হি., পৃ: ২৬৩-২৬৪।
- ↑ السلسلة الذهبية في الرد على الوهابية ج1 .. للسيد العلامة المجاهد بدر الدين بن أمير الدين الحوثي (ت١٤٣١هـ/٢٠١٠م).
- ↑ ওয়াজিহ, আলামুল মুয়াল্লেফিন আয-যায়দিয়্যাহ, ১৪২০ হি., পৃ: ২৬3।
- ↑ السيد العلامة بدر الدين بن أمير الدين الحوثي দায়েরাতু আস-সিকাফাতিল কুরআনিয়্যাহ ওয়েবসাইট।
- ↑ السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه, রাবিতাতু উলামায়ে ইয়ামান ওয়েবসাইট।
- ↑ الحوثيون.. فرقة جارودية تحولت من الزيدية إلى التشيّع تؤمن بدور اليمن بـ"حروب القيامة" وتهاجم الصحابة وترتبط بإيران, সিএনএন বার্তা সংস্থা (আরবি)।
- ↑ لماذا لم تؤول قيادة تنظيم الحوثي إلى محمد بدر الدين؟], আল-মাসদার ওয়েবসাইট।
- ↑ لماذا لم تؤول قيادة تنظيم الحوثي إلى محمد بدر الدين؟], আল-মাসদার ওয়েবসাইট।
গ্রন্থপঞ্জি
- الحوثيون.. فرقة جارودية تحولت من الزيدية إلى التشيّع تؤمن بدور اليمن بـ"حروب القيامة" وتهاجم الصحابة وترتبط بإيران, সিএনএন বার্তা সংস্থা (আরবি), ৬ই ফারওয়ারদিন, ১৩৯৪ (ফার্সি সন),
- السلسلة الذهبية في الرد على الوهابية ج1 .. للسيد العلامة المجاهد بدر الدين بن أمير الدين الحوثي (ت١٤٣١هـ/٢٠١٠م), আল-মাজলিসু আল-যায়াদী আল-ইসলামি ওয়েবসাইট, ১৭ই, ১৪০২ (ফার্সি সন),
- السيد العلامة بدرالدين بن أمير الدين الحوثي رضوان الله عليه, রাবিতাতু উলামায়ে ইয়ামান ওয়েবসাইট, ১২ ই শাহরিওয়ার, ১৩৯৭ (ফার্সি সন),
- السيد العلامة بدر الدين بن أمير الدين الحوثي দায়েরাতু আস-সিকাফাতিল কুরআনিয়্যাহ ওয়েবসাইট, ৯ই শাহরিওয়ার, ১৩৯৭ (ফার্সি সন),
- العلامة الربانی بدرالدین الحوثی.. حائط صد امام التکفیریین, আনসারুল্লাহ ওয়েবসাইট, ২৯ তির, ১৪০২ (ফার্সি সন),
- العلامه بدرالدین الحوثی.. انموذج للعالم المسلم و دوره تجاه دینه و امته, খাবারগুজারিয়ে সাবানাত, ২৩ তির, ১৪০২ (ফার্সি সন),
- جماعة الحوثیین.. حرکة یمنیه جمعت بین الزیدیه و النهج الایرانی و الحکم العائلی আল-জাযিরা ওয়েবসাইট, ২৮ আযার, ১৪০২ (ফার্সি সন),
- হুসাইনী আশকুরি, আহমাদ, মুয়াল্লিফাতু আয-যায়দিয়্যাহ, কোম, কিতাবখানা আয়াতুল্লাহ মারাশি নাজাফী, ১৪১৩ হি.,
- শেইখ হুসাইনী, মুখতার, ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্ট, কোম, মাজমায়ে জাহানিয়ে আহলুল বাইত, ১৩৯৩ (ফার্সি সন),
- হুথি, বাদরুদ্দীন, রাসেইলু লি আস-সাইয়্যেদ বাদরুদ্দীন হুথি...
- عن الیمن و الغزو الوهابی السعودی, আল-মায়াদিন বার্তা সংস্থা ওয়েবসাইট, ২৬ আযার, ১৩৯৯ (ফার্সি সন),
- ওয়াজিহ, আব্দুস সালাম, আলামুল মুয়াল্লেফিন আয-যায়দিয়্যাহ, আমান, মুয়াসসেসেয়ে ফারহাঙ্গিয়ে ইমাম যায়েদ বিন আলী, প্রথম প্রকাশ, ১৪২০ হি.,
- وفاة بدرالدين الحوثي احد ابرز مرجعيات الطائفة الشيعية الزيدية في اليمن, আল-আলাম বার্তাসংস্থা ওয়েবসাইট, ৪ আযার, ১৩৮৯ (ফার্সি সন)।