বিষয়বস্তুতে চলুন

বড় শয়তান

wikishia থেকে
(আমেরিকা থেকে পুনর্নির্দেশিত)
বড় শয়তানের ব্যঙ্গচিত্র (ব্রাজিলিয়ান কার্টুনিস্ট কার্লুস লাতুফ এর আঁকা)

বড় শয়তান (আরবি: شیطان اکبر); তেহরানে মার্কিন দূতাবাস দখলের পর এক বক্তৃতায় ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমিনী আমেরিকাকে এই নেতিবাচক লকবটি দিয়েছিলেন।[] তিনি একটি হাদিসের উপর ভিত্তি করে এই নেতিবাচক লকবটি ব্যবহার করেছেন, যেখানে বলা হয়েছে যে, বড় শয়তান (ইবলিস) মহানবি হযরত মুহাম্মদ (সা.)-কে নবী হিসেবে পাঠানোর পর অন্যান্য শয়তানদের তার চারপাশে জড়ো করেছিল এবং মানুষকে গোমরাহ করার দুর্বোধ্যতা সম্পর্কে কথা বলেছিল।[] সুতরাং, ইমাম খোমিনীর দৃষ্টিতে, ইরানের ইসলামী বিপ্লবের পর বড় শয়তান আমেরিকা, নিজের চারপাশে ছোট ছোট দেশী-বিদেশী শয়তানদের একত্রিত করে এবং একটি ষড়যন্ত্র করে।[]

বলা হয়েছে যে, এই লকবটি কুরআনে বর্ণিত শয়তানের বৈশিষ্ট্য থেকে উদ্ভূত; কারণ কুরআন শয়তানকে একজন কাফের,[] মানবতার শত্রু,[] অহংকারী,[] বিভেদ সৃষ্টিকারী,[] অবিশ্বস্ত,[] পাপাচারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী,[] এবং মন্দ কাজের সৌন্দর্য দানকারী বলে মনে করে,[১০] যার সবই ইমাম খোমিনীর দৃষ্টিকোণ থেকে আমেরিকার শাসননীতিতে দেখা যায়।

ইমাম খোমিনী বহুবার "বড় শয়তান" শব্দটি ব্যবহার করেছেন। তিনি নৈতিক, কুরআনিক এবং আকাইদ সংক্রান্ত বিষয়ে বড় শয়তান দ্বারা ইবলিস শয়তান বা নাফসে আম্মারা এবং রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকাকে বোঝাতে চেয়েছেন।[১১] তিনি ইহুদিবাদী শাসনব্যবস্থার প্রতি ইসলামী রাষ্ট্রগুলির আনুগত্য সম্পর্কে তাঁর বক্তব্যে ইহুদিবাদী শাসনব্যবস্থাকে একটি ছোট শয়তান হিসেবে উল্লেখ করেছেন।[১২]

তেহরানে আমেরিকার পতাকা দ্বারা নির্মিত শয়তানের কুশপুত্তলিকা দাহ

ইসলামি প্রজাতন্ত্রের দ্বিতীয় রাহবার সাইয়্যেদ আলী খামেনায়ীও বেশ কয়েকবার ‘বড় শয়তান’ শব্দটি ব্যবহার করেছেন।[১৩] তাঁর মতে, শয়তান সকল শয়তানের প্রধান হওয়া সত্বেও সে কেবল কুমন্ত্রণা দিতে পারে; কিন্তু, আমেরিকা যেমন কুমন্ত্রণা-কূটবুদ্ধি দেয়, তেমনি হত্যা, লুণ্ঠন এবং রাষ্ট্রদ্রোহের উস্কানিও দেয়।[১৪]

এই নেতিবাচক লকবটি মার্কিন নীতির প্রতি ঘৃণা প্রকাশের জন্য আমেরিকা বিরোধী সমাবেশগুলিতে স্লোগান হিসেবেও ব্যবহৃত হয়।[১৫][১৬][১৭]

তথ্যসূত্র

  1. মুসাভী খোমিনী, সহিফায়ে ইমাম, ১৩৭৮ (ফার্সি সন), খ: ১০, পৃ: ৪৮৯।
  2. মুসাভী খোমিনী, সহিফায়ে ইমাম, ১৩৭৮ (ফার্সি সন), খ: ১০, পৃ: ৪৮৯।
  3. মুসাভী খোমিনী, সহিফায়ে ইমাম, ১৩৭৮ (ফার্সি সন), খ: ১০, পৃ: ৪৮৯।
  4. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৪।
  5. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৪-৯৬।
  6. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৬-৯৮।
  7. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৮।
  8. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৮-৯৯।
  9. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ৯৯-১০০।
  10. রেকাবিয়ান, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, ১৩৯৯ (ফার্সি সন), পৃ: ১০১।
  11. তাওয়ানায়ী ও রাফিয়ী, ওয়াজেয়ে শয়তান দার আদাবিয়্যাতে ইনকিলাবে ইসলামি ও কালামে ইমাম খোমিনী (র.), ১৩৯৪ (ফার্সি সন), ৬২।
  12. মুসাভী খোমিনী, সহিফায়ে ইমাম, ১৩৭৮ (ফার্সি সন), খ: ১৫, পৃ: ২৬৫।
  13. شیطان بزرگ, দাফতারে হেফয ও নাশরে আসারে আয়াতুল্লাহ খামেনায়ী সাইট।
  14. در دیدار اقشار مختلف مردم, দাফতারে হেফয ও নাশরে আসারে আয়াতুল্লাহ খামেনায়ী সাইট।
  15. ای داغ بر دل نشسته», জামারন বার্তা সংস্থা।
  16. شعار "الله الله اکبر آمریکا شیطان الاکبر"در سراسر عراق, ইনকিলাব নিউজ বার্তা সংস্থা।
  17. علیه امریکا», রোজনামা ইরান।

গ্রন্থপঞ্জি

  • در دیدار اقشار مختلف مردم, দাফতারে হেফয ও নাশরে আসারে আয়াতুল্লাহ খামেনায়ী সাইট, ৯/৯/২০১৫ (ঈসায়ী),
  • علیه امریکا», রোজনামা ইরান, ২/১/২০২১ (ঈসায়ী),
  • তাওয়ানায়ী, মুহাম্মাদ হুসাইন ও হুসাইন রাফিয়ী, ওয়াজেয়ে শয়তান দার আদাবিয়্যাতে ইনকিলাবে ইসলামি ও কালামে ইমাম খোমিনী (র.), মাজাল্লেয়ে পেজুহেশহায়ে সিয়াসি, সংখ্যা-১৫, ১৩৯৪ (ফার্সি সন),
  • ای داغ بر دل نشسته», জামারন বার্তা সংস্থা, ৬/১/২০২০ (ঈসায়ী),
  • রেকাবিয়ান, রশিদ, মাবানিয়ে কুরান দিদগাহে ইমাম খোমিনী (র.) দারবারায়ে আমেরিকা ‘বড় শয়তান’, মাজাল্লেয়ে মারেফাত, সংখ্যা-২৭৯, ১৩৯৯ (ফার্সি সন),
  • شعار "الله الله اکبر آمریکا شیطان الاکبر"در سراسر عراق, ইনকিলাব নিউজ বার্তা সংস্থা, ১/১/২০২০ (ঈসায়ী),
  • شیطان بزرگ, দাফতারে হেফয ও নাশরে আসারে আয়াতুল্লাহ খামেনায়ী সাইট, ২০/৫/২০২৪ (ঈসায়ী),
  • মুসাভী খোমিনী, রুহুল্লাহ, সহিফায়ে ইমাম, তেহরান, মুয়াসসেসেয়ে তানযিম ও নাশরে আসারে ইমাম খোমিনী (র.), ১৩৭৮ (ফার্সি সন)।