যিয়ারতের গোসল
এই নিবন্ধটি ফিকাহ সংক্রান্ত একটি বিষয়ের সংজ্ঞা ও সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রচিত এবং এটি ধর্মীয় আমলের কোন মানদণ্ড নয়। আমলের লক্ষ্যে অন্য সূত্রের শরণাপন্ন হোন।
যিয়ারতের গোসল (আরবি: غسل الزيارة) হচ্ছে ঐ গোসল যা মাসূমগণের (আ.) কবর যিয়ারত উপলক্ষে আঞ্জাম দেওয়া হয়। ফকীহগণের একটি দল এই গোসলকে মুস্তাহাব জ্ঞান করেন এবং অন্যরা মনে করেন শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে আঞ্জাম দেওয়া জায়েয।
সংজ্ঞা
যিয়ারতের গোসল বলতে ঐ গোসলকে বোঝায় যা মাসূমগণের (আ.) কবর যিয়ারত উপলক্ষে আঞ্জাম দেওয়া হয়।[১] কাশিফুল গিতা’র উল্লেখানুসারে, কেউ কেউ যিয়ারতের গোসলকে নবীগণের কবর যিয়ারতের অন্তর্ভূক্ত হিসেবেও জ্ঞান করেন।[২] এছাড়াও ইমাম সাদিক (আ.) হতে বর্ণিত একটি রেওয়ায়েত অনুসারে, কা’বা যিয়ারতের জন্যও গোসলের সুপারিশ করা হয়েছে।[৩]
ফিকাহগত দৃষ্টিভঙ্গি
ফকীহগণের একটি অংশ যিয়ারতের গোসলকে মুস্তাহাব জ্ঞান করেন।[৪] ইবনে যুহরা এর মুস্তাহাব হওয়ার উপর ইজমা’র (ঐকমত্য) দাবি করেছেন[৫] শিয়াদের অপর একজন ফকীহ মুহাম্মাদ হাসান নাজাফিও জাওয়াহেরুল কালামে এটিকে মশহুর গণ্য করেছেন।[৬] রেওয়ায়েতে কোন কোন মাসূমগণের যেমন মহানবী (স.), ইমাম হুসাইন (আ.) এবং ইমাম রেযা (আ.)-এর কবর যিয়ারতের জন্য বিশেষভাবে গোসলের পরামর্শ দেওয়া হয়েছে। বিশিষ্ট মারজায়ে তাক্বলীদ ওয়াহিদ বাহবাহানি, সকল ইমামগণ একই নূর হতে, এই দলিলের মাধ্যমে বিষয়টিকে সকল মাসূমগণের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করেন।[৭] কেউ কেউ মনে করেন, যিয়ারতের উদ্দেশ্যে দূর থেকেও গোসল করা যেতে পারে।[৮]
কোন কোন ফকীহ যেমন আয়াতুল্লাহ খুয়ী, আয়াতুল্লাহ সিস্তানী এবং আয়াতুল্লাহ মাকারেম শিরাজী যিয়ারতের গোসলকে গ্রহণ করেন নি এবং তারা শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে এটির সম্পাদনকে সহিহ জ্ঞান করেন; অর্থাৎ এই আশায় যে এটি পছন্দনীয় হবে।[৯] শিয়া ফকীহগণের একাংশের মতে, মাসূমগণের মাজারে প্রবেশের জন্য যিয়ারতের গোসল এমনকি যিয়ারতের উদ্দেশ্য ছাড়াও মুস্তাহাব।[১০]
যিয়ারতের গোসল দ্বারা নামায পড়া যাবে?
ফকীহদের একটি অংশ ফতওয়া দিয়েছেন যে, সকল ওয়াজীব ও মুস্তাহাব গোসল দ্বারা (ইস্তেহাযার মুতাওয়াসসিতাহ গোসল ব্যতীত) নামায আদায় করা যেতে পারে; যদিওবা এহতিয়াতে মুস্তাহাব হচ্ছে যে, জানাবাতের গোসল ব্যতীত অন্যান্য গোসলের পর ওযুও করতে হবে।[১১]
সম্পর্কিত নিবন্ধসমূহ
তথ্যসূত্র
- ↑ কাশিফুল গিতা, কাশফুল গিতা, ১৪২২ হি., খণ্ড ২, পৃ. ৩০৯; নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৪১৭ হি., খণ্ড ৫, পৃ. ৪৫; শেইখ আনসারী, কিতাবুত তাহারাহ, ১৪১৫ হি., খণ্ড ৩, পৃ. ৬৪-৬৭।
- ↑ কাশিফুল গিতা, কাশফুল গিতা, ১৪২২ হি., খণ্ড ২, পৃ. ৩০৯।
- ↑ কুলাইনি, আল-কাফি, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ৩, পৃ. ৪০; সাদুক, আত তাহযীব, খণ্ড ১, পৃ. ১০৪ ও ১১৪; হুররে আমেলি, ওয়াসায়েলুশ শিয়া, ১৪১৪ হি., খণ্ড ৩, পৃ. ৩০৪।
- ↑ কাশিফুল গিতা, কাশফুল গিতা, ১৪২২ হি., খণ্ড ২, পৃ. ৩০৯; নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৪১৭ হি., খণ্ড ৫, পৃ. ৪৫; শেইখ আনসারী, কিতাবুত তাহারাহ, ১৪১৫ হি., খণ্ড ৩, পৃ. ৬৪-৬৭।
- ↑ ইবনে যুহরা, গানইয়াতুন নুযুঅ ইলা ইলমাল উসুল ওয়াল ফুরুঅ, পৃ. ৬২।
- ↑ নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৪১৭ হি., খণ্ড ৫, পৃ. ৪৬।
- ↑ বাহবাহানি, মাসাবিহুয যালাম, ১৪২৪ হি., খণ্ড ৪, পৃ. ৮৮-৯০।
- ↑ ইয়াযদি, আল-উরওয়াতুল উসকা, ১৪১৪ হি., খণ্ড ২, পৃ. ১৫৪।
- ↑ রাশেদি, রিসালায়ে তৌযিহুল মাসায়েল নোহ মারজাঅ, ১৩৮৫ ফার্সি সন, পৃ. ৩৬৭-৩৬৮।
- ↑ ইয়াযদি, আল-উরওয়াতুল উসকা, ১৪১৪ হি., খণ্ড ১, পৃ. ৪৬২; তাবাতাঈ হাকিম, মুস্তামসাকুল উরওয়াতুল উসকা, ১৩৭৪ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২৮১; হামেদানি, মিসবাহুল ফাকীহ, ১৩৭৬ ফার্সি সন, খণ্ড ৬।
- ↑ আয়াতে তাবরিযী, নূরী ওয়া ওয়াহিদ: রাশেদি, রিসালায়ে তৌযিহুল মাসায়েল নোহ মারজাঅ, মাসায়েল ৩৯১ ও ৬৪৬।
গ্রন্থপঞ্জি
- বাহবাহানি, মুহাম্মাদ বাকের, মাসাবিহুয যালাম, কোম, মুআসসেসেয়ে আল্লামা মুজাদ্দাদ ওয়াহিদ বাহবাহানি, ১৪২৪ হি/১৩৮২ ফার্সি সন।
- হুররে আমেলি, মুহাম্মাদ ইবনে হাসান, ওয়াসায়েলুশ শিয়া, কোম, আলুল বাইত, ১৪১৪ হি.।
- হালাবি, ইবনে যুহরা, গুনইয়াতুন নুযুঅ ইলা ইলমাল উসুল ওয়াল ফুরুঅ, কোম, ইমাম সাদিক, ১৪১৭ হি.।
- রাশেদি, লতিফ এবং সাঈদ রাশেদি, রিসালায়ে তৌযিহুল মাসায়েলে নোহ মারজা’, কোম, ইন্তেশারাতে পায়ামে এদালাত, প্রথম সংস্করণ, ১৩৮৫ ফার্সি সন।
- শেইখ আনসারী, মুর্তাযা, আত তাহারাহ, কোম, কনগ্রেয়ে জাহানিয়ে বোযর্গদাশতে শেইখ আ’যামে আনসারী, ১৪১৫ হি.।
- তাবাতাবাঈ, সাইয়্যেদ মোহসেন, মুস্তামসাকুল উরওয়াতিল উসকা, কোম, দারুত তাফসীর, ১৩৭৪ ফার্সি সন।
- কাশিফুল গিতা, জাফার, কাশফুল গিতা আন মুবহামাতিশ শারীয়াতিল গাররা’, কোম, ইন্তেশারাতে দাফতারে তাবলীগাতে ইসলামী হাওযা ইলমিয়্যাহ কোম, ১৪২২ হি.।
- কুলাইনি, মুহাম্মাদ ইবনে ইয়াকুব, আল-কাফি, তেহরান, দারুল-কুতুব আল-ইসলামিয়া, ১৩৬৩ ফার্সি সন।
- নাজাফি, মুহাম্মাদ হাসান, জাওয়াহেরুল কালাম ফি শারহি শারায়েউল ইসলাম, কোম, ১৪১৭ হি.।
- হামেদানি, রেযা, মিসবাহুল ফাকীহ, কেম, মুআসসিসাতুল জা’ফারিয়া লি ইহিয়ায়িত তুরাস, ১৩৭৬ ফার্সি সন।
- ইয়াযদি, মুহাম্মাদ কাযিম, আল-উরওয়াতুল উসকা, কোম, নাশরে দাভারি, ১৪১৪ হি.।