কাযেম (উপাধি)

wikishia থেকে
নিবন্ধটি ইমাম কাযেম (আ.)-এর উপাধি সম্পর্কে। ৭ম ইমাম (আ.) সম্পর্কে অধিক অবগতির জন্য পড়ুন; ইমাম মূসা কাযিম (আঃ)

কাযেম, (আরবী: الكاظم); ইমাম মুসা ইবনে জাফার (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি।[১] নৈতিকতা বিষয়ক গ্রন্থে বর্ণনার ভিত্তিতে, অত্যধিক ক্রোধ সংবরণকারীকে কাযেম বলা হয়।[২] ৭ম ইমাম (আ.)-কে কাযেম বলার কারণ হল, তিনি অত্যাচারীদের অত্যাচার, হিংসুকদের হিংসাত্মক কথাবার্তার বিপরীতে ধৈর্যশীল ছিলেন ও সহিষ্ণুতা দেখাতেন[৩] এবং রাগ সংবরণ করতেন,[৪] আর যা কিছু তিনি জানতেন তা প্রকাশ করতেন না।

সিবতে ইবনে জাওযি (৬৫৪ হি.) রচিত ‘তাযকিরাতুল খাওয়াস’ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, ইমাম মুসা কাযিম ছিলেন দানশীল ও সহিষ্ণু, এ কারণে তাকে ‘কাযেম’ বলা হয়। যখনই কারো পক্ষ থেকে তার কাছে কিছু পৌঁছাত তিনি তার জন্য কিছু পাঠাতেন।[৫] সাইয়্যেদ হাশেম মা’রুফ আল-হাসানি তার ‘সিরাতুল আইম্মাতিল ইসনা আশার’ গ্রন্থে তাযকিরাতুল খাওয়াসসের বর্ণনার উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, তাকে কাযেম বলা হত এ কারণে যে, যখন কারো পক্ষ থেকে কিছু তিনি দেখতেন তখন তার চাহিদা মেটানোর পরিমাণে অর্থ তার জন্য পাঠিয়ে দিতেন।[৬]

তথ্যসূত্র

  1. আরবেলী, কাশফুল গাম্মা, ১৪২১ হিঃ পৃঃ ৭৪৩
  2. নারাকি, জামেউস সাদাত, মুআসসাসাতুল আ'লামি লিল-মাতবু'আত, খন্ডঃ ১, পৃঃ ৩৩৩, গাযযালী, এহইয়াউ উলুমু-দ্বীন, দ্বারুল মারেফা, খন্ডঃ ৩, পৃঃ ১৭৬
  3. তাবারসি, এ'লামুল ওয়ারা, ১৪১৭ হিঃ, খন্ডঃ ২, পৃঃ ৩২
  4. ইবনে আসির, আল-কামেল, ১৩৮৫ সৌরবর্ষ, খন্ডঃ ৬, পৃঃ ১৬৪
  5. সিবতে ইবনে জওযি, তাযকিরাতুল খাওয়াস, ১৪২৮ হিঃ পৃঃ ৩১২
  6. আল-হাসানী, সিরাতুল আয়েম্মাতুল ইস্না আশার, ১৩৮২ হিঃ খন্ডঃ ৩, পৃঃ ৩০৫

গ্রন্থপঞ্জি

  • ইবনে আসির, আল-কামেল ফীত-তারিখ, বৈরুত, দারুস সাদের, ১৩৮৫ হিজরী।
  • আরবেলী, আলী ইবনে ঈসা, কাশফুল গাম্মা ফী মাআরেফাতুল আইম্মা, কোম, রাযী, ১৪২১ হিজরী।
  • আল-হাসানী, সৈয়দ হাশেম, সীরাতুল আইম্মাতুল ইসনা আশার, নাজাফ, আল-মাকতাবাতুল হায়দারিয়্যাহ, ১৩৮২ হিজরী।
  • সিবতে বিন জওযী, ইউসুফ বিন কাযাউগলি, তাযকিরাতুল খাওয়াস মিনাল আইম্মা ফি যিকরিল খাসায়েসুল আইম্মা, কোম, মানশুরাতুশ শরীফ আল-রাযী, ১৪১৮ হিজরী।
  • তাবারসি, ফজল বিন হাসান, এঅলামুল ওয়ারা বে এঅলামুল হাদী, কোম, আলে আল-বাইত ইনস্টিটিউট, ১৪১৭ হিজরী।
  • গাজ্জালী, মোহাম্মদ বিন মোহাম্মদ, আহইয়া উলুমুল দ্বীন, বৈরুত, দারুল মাআরেফাহ, তারিখ উল্লেখ নেই।
  • কারশি, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুসা ইবনে জাফর (আ.), মেহরে দেলদার, ১৪২৯ হিজরী।
  • নারাকি, মোহাম্মদ মাহদি, জামেউস সাদাত, বৈরুত, মুআসসেসাতুল আ'লামী লিল মাতবুআত, তারিখ উল্লেখ নেই।