বিষয়বস্তুতে চলুন

আকিলের বাসগৃহ

wikishia থেকে
আকিলের কবরের চিত্র (বাম দিকে)

আকিলের বাসগৃহ অথবা বনু হাশিমের সমাধিসৌধ (আরবি: دار عقيل বা مقبرة بني هاشم) ছিল মদীনার অন্যতম ঐতিহাসিক নিদর্শন এবং বাকী কবরস্থানে বনু হাশিম গোত্রের কিছু মহান ব্যক্তিবর্গের দাফনস্থল যা ওহাবীরা ধ্বংস করে ফেলেছে।

মদীনায় বাকী’র দক্ষিণ অংশে আকিল ইবনে আবি তালিবের একটি প্রশস্ত বাড়ি ছিল।[] ঐ বাড়িটি মহানবী (স.) কর্তৃক মুহাজিরদের মধ্যে বণ্টনকৃত স্থানগুলোতে নির্মাণ করা হয়েছিল।[] সূত্রানুসারে, মহানবী (স.) ঐ বাড়ির এক কোনায় দাঁড়িয়ে বাকী’র অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন।[] সময়ের স্রোতে, এই বাড়ি বনু হাশিমের মহান ব্যক্তিবর্গের দাফনস্থলে পরিণত হয় এবং পরবর্তীতে বাকী কবরস্থানের সাথে যুক্ত হয়।[]

এই বাসগৃহ “বনু হাশিমের সমাধিসৌধ” বা “বনু হাশিমের মকবরা” হিসেবেও পরিচিতি ও প্রসিদ্ধি লাভ করেছে।[] ইমাম হাসান (আ.), ইমাম যাইনুল আবেদীন (আ.), ইমাম বাকের (আ.), ইমাম সাদীক (আ.), ইমাম আলীর (আ.) মাতা ফাতেমা বিনতে আসাদ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আবু সুফিয়ান ইবনে হারিস,[] আকিল এবং আব্দুল্লাহ ইবনে জাফার[] এই গৃহে সমাহিত হয়েছেন। কিছু কিছু শিয়া পণ্ডিত এমন সম্ভাবনা দিয়েছেন যে, হযরত ফাতেমা (সা.আ.)-কেও এই গৃহে দাফন করা হয়ে থাকতে পারে।[]

কাজার আমলের বিশিষ্ট কবি ও লেখক হিসেবে পরিচিত মুহাম্মাদ হুসাইন ফারাহানী’র ১৩০২ থেকে ১৩০৩ হিজরীর ভ্রমণকাহিনীতে দেওয়া তথ্য অনুসারে, বাকী’র ইমামগণের মাজারে হযরত ফাতেমা (সা.আ.)-এর নামেও একটি কবর ছিল, যেখানে শিয়া ও সুন্নি উভয় মাযহাবের লোকেরাই যিয়ারত পাঠ করতেন।[]

চতুর্থ হিজরীতে[১০] অথবা অষ্টম হিজরী’র পরে[১১] ইন্তেকাল করা ফাতেমা বিনতে আসাদ প্রথম ব্যক্তি হিসেবে এই বাসগৃহে সমাহিত হন।[১২] এক রেওয়ায়েত অনুসারে, ইমাম যাইনুল আবেদীন (আ.) ৬৫ হিজরীর দিকে এই ঘরটি পুর্নর্নিমাণ করেন।[১৩] বাসগৃহটিতে দাফন হওয়া ব্যক্তিবর্গের কবরসমূহের উপর একটি সমাধিসৌধ নির্মিত হয়েছিল। সমাধিসৌধটি ছিল বাকী’র সমাধিসৌধসমূহের একটি,[১৪] যা ১৩৪৪ হিজরী সনে বাকী’তে ওহাবীদের হামলায় ধ্বংস হয়ে যায়।[১৫]

তথ্যসূত্র

  1. ইবনে সা’দ, আত তাবাকাতুল কুবরা, ১৪১০ হি., খণ্ড ৪, পৃ. ৩১-৩৩; সিমহুদী, ওয়াফাউল ওয়াফা, ১৪১৯ হি., খণ্ড ৩, পৃ. ৯৫।
  2. নাজমী, তারিখে হারামে আইম্মায়ে বাকী, ১৩৮৬ ফার্সি সন, পৃ. ৬৫।
  3. সিমহুদী, ওয়াফাউল ওয়াফা, ১৪১৯ হি., খণ্ড ৩, পৃ. ৬৫।
  4. ইবনে সা’দ, আত তাবাকাতুল কুবরা, ১৪১০ হি., খণ্ড ৪, পৃ. ৩১-৩৩; সিমহুদী, ওয়াফাউল ওয়াফা, ১৪১৯ হি., খণ্ড ৩, পৃ. ৯৫।
  5. ইবনে সা’দ, আত তাবাকাতুল কুবরা, ১৪১০ হি., খণ্ড ৪, পৃ. ৩১।
  6. ইবনে শাব্বাহ, তারিখুল মাদীনাতিল মুনাওয়ারা, ১৪১০ হি., খণ্ড ১, পৃ. ১২৭।
  7. সিমহুদী, ওয়াফাউল ওয়াফা, ১৪১৯ হি., খণ্ড ৩, পৃ. ৮২।
  8. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪১০ হি., খণ্ড ৭৯, পৃ. ২৭।
  9. ফারাহানী, সাফারনামেয়ে মির্জা মুহাম্মাদ হুসাইন ফারাহানী, ১৩৬২ ফার্সি সন, পৃ. ২২৯।
  10. ইবনে জাওযী, তাযকিরাতুল খাওয়াস, কায়রো, পৃ. ৬।
  11. ইবনে আবিল হাদীদ, শারহে নাহজুল বালাগাহ, ১৩৭৮ হি., খণ্ড ১, পৃ. ১৪।
  12. পেঝুহেশকাদেয়ে হাজ্জ ওয়া যিয়ারাত, বাকী দার আয়নায়ে তারিখ, ১৩৯৪ ফার্সি সন, পৃ. ২৩৬-২৩৮।
  13. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪১০ হি., খণ্ড ৪৫, পৃ. ৩৪৪-৩৪৫।
  14. ইবনে আসীর, আল-কামিলু ফিত তারিখ, ১৩৮৫ হি., খণ্ড ১০, পৃ. ৩৫২।
  15. দাওরী ওয়া মাতলাবী, আখবারুদ দাওলাতিল আব্বাসিয়্যাহ, ১৯৭১ খ্রি., পৃ. ২৪; নাজমী, তারিখে হারামে আইম্মায়ে বাকী, পৃ. ১৭৫।

গ্রন্থপঞ্জি

  • ইবনে আবিল হাদীদ, আব্দুল হামিদ ইবনে হিবাতুল্লাহ, শারহে নাহজুল বালাগাহ, তাহকিক: মুহাম্মাদ আবুল ফাযল ইব্রাহিম, স্থান অজ্ঞাত, দারু ইহিয়ায়িল কুতুবিল আরাবিয়্যাহ - ঈসা আল-বাবিল হালাবী ওয়া শুরাকাউহ, ১৩৭৮ হি.।
  • ইবনে আসীর, আলী ইবনে মুহাম্মাদ, আল-কামিলু ফিত তারিখ, বৈরুত, দারু সাদির, ১৩৮৫ হি.।
  • ইবনে জাওযী, ইউসুফ ইবনে কাযাওগলি, তাযকিরাতুল খাওয়াস, কায়রো, মাকতাবাতুস সাকাফাহ আল-দীনিয়্যাহ, তারিখ অজ্ঞাত।
  • ইবনে সা’দ, মুহাম্মাদ ইবনে সা’দ, আত তাবাকাতুল কুবরা, বৈরুত, দারু সাদির, ১৪১০ হি.।
  • ইবনে শাব্বাহ, উমর ইবনে শাব্বাহ, তারিখুল মাদীনাতিল মুনাওয়ারা, কোম, মানশুরাতু দারুল ফিকর, ১৪১০ হি.।
  • পেঝুহেশকাদেয়ে হাজ্জ ওয়া যিয়ারাত, বাকী দার আয়নায়ে তারিখ, তেহরান, নাশরে মাশআর, ১৩৯৪ ফার্সি সন।
  • দাওরী, আব্দুল আজিজ, মাতলাবী, আব্দুল জব্বার, আখবারুদ দাওলাতিল আব্বাসিয়্যাহ, বৈরুত, দারুত তালিআতি লিত তাবাআতি ওয়ান নাশর, ১৯৭১ খ্রি.।
  • সিমহুদী, আলী ইবনে আবদুল্লাহ, ওয়াফাউল ওয়াফা, বৈরুত, দারুল কুতবিল ইলমিয়াহ, প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • ফারাহানী, মুহাম্মাদ হুসাইন, সাফারনামেয়ে মির্জা মুহাম্মাদ হুসাইন ফারাহানি, তেহরান, ফেরদৌস, ১৩৬২ ফার্সি সন।
  • মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, বৈরুত, মুআসসিসাতুত তাবঅ ওয়ান নাশর, ১৪১০ হি.।
  • নাজমী, মুহাম্মাদ সাদিক, তারিখে হারামে আইম্মায়ে বাকী, তেহরান, নাশরে মাশআর, ১৩৮৬ ফার্সি সন।