ফাতেমা নামের মহীয়সীগণ
অবয়ব
‘ফাতেমা’ বলতে নিম্নোক্ত ব্যক্তিদের যে কাউকে বোঝাতে পারে;
- হযরত ফাতেমা যাহরা সালামুল্লাহ আলাইহা: মহানবীর (সা.) কন্যা, ইমাম হাসান ও ইমাম হোসাইনে মাতা
- হযরত ফাতেমা মাছুমা সালামুল্লাহ আলাইহা: ইমাম রেজার (আ.) বোন যার পবিত্র মাজার কোমে অবস্থিত
- ফাতেমা বিনতে আসাদ: হযরত আলীর (আ.) মাতা
- ইমাম হাসানের (আ.) কন্যা ফাতেমা; ইমাম সাজ্জাদের (আ.) স্ত্রী, ইমাম বাকেরের (আ.) মাতা যিনি কারবালার বন্দীদের একজন।
- ইমাম হুসাইনের (আ.) কন্যা ফাতেমা: ইমাম হাসানের পুত্র হাসান মুসান্নার স্ত্রী, তিনিও কারবালার অন্যতম বন্দী
- ইমাম যাইনুল আবেদীনের (আ.) কন্যা ফাতেমা
- হুসাইন ইবনে আলী ইবনে হুসাইনের কন্যা
- ইমাম জাফর সাদীকের (আ.) কন্যা ফাতেমা
- ইমাম কাযিমের (আ.) কন্যা ফাতেমা ছোগরা
- ইমাম মুহাম্মাদ তাকী’র (আ.) কন্যা ফাতেমা
এই পেইজটি দ্ব্যর্থতা নিরসন করার জন্য। এখানে সাদৃশ্যপূর্ণ নামসমূহের বিভিন্ন পেইজের লিঙ্ক রয়েছে৷ আপনি যদি কোন পেইজের কোন একটি লিঙ্ক অনুসরণ করে এখানে পৌঁছে থাকেন, তাহলে নির্দ্বিধায় সেই পেইজে ফিরে যান এবং সেই লিঙ্কটিকে তার উপযুক্ত পেইজে লিঙ্ক করুন৷