আব্দে সালেহ

wikishia থেকে
(নেক বান্দা থেকে পুনর্নির্দেশিত)

আব্দে সালেহ (আরবি: العبد الصالح); তথা সৎকর্মশীল বান্দা; পবিত্র কুরআনের একটি পরিভাষা যা কিছু কিছু ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। শিয়া ও সুন্নি বিভিন্ন সূত্রে ইমাম কাযিম(আ.) -কে অত্যধিক ইবাদতের কারণে ‘আব্দে সালেহ’ তথা আল্লাহর সৎকর্মশীল বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র কুরআনে এ পরিভাষাটি বহুবচন রূপে (عبادک الصالحین) এসেছে[১] এবং মহান আল্লাহ্ পবিত্র কুরআনে হজরত নূহহজরত লূত (আলাইহিমাস সালাম)-কে সৎকর্মশীল বান্দা হিসেবে উল্লেখ করেছেন।[২] অপর এক রেওয়ায়েতে যুলকারনাইনকেও আব্দে সালেহ উপাধিতে স্মরণ করা হয়েছে।[৩]

শিয়া ও সুন্নি বিভিন্ন সূত্রে ইমাম কাযিম (আ.)-কে অত্যধিক ইবাদতের কারণে আব্দে সালেহ হিসেবে উল্লেখ করা হয়েছে।[৪] তার থেকে বর্ণিত কিছু কিছু রেওয়ায়েতের সনদেও তার নামের পরিবর্তে এ উপাধি উল্লেখিত হয়েছে।[৫]

ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত হজরত আব্বাস ইবনে আলী (আ.)-এর যেয়ারত নামাতেও তাকে আব্দে সালেহ বলা হয়েছে।[৬] একইভাবে মুসলিম ইবনে আকীল[৭]হানী ইবনে উরওয়ার[৮] যেয়ারত নামাতে তাদের দু’জনকে "আব্দে সালেহ" উপাধি ধরে স্মরণ করা হয়েছে। নামাজের সালামেও আল্লাহর সৎকর্মশীল বান্দাদের প্রতি সালাম প্রেরণ করা হয়।[৯]

তথ্যসূত্র

  1. সূরা নামল, আয়াত-১৯
  2. সূরা তাহরিম, আয়াত-১০
  3. মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ১২, পৃঃ ১৯৯, আইয়াশি, তাফসির, ১৩৮০ হিঃ, খন্ডঃ ২, পৃঃ ৩৪৩
  4. বাগদাদি, তারিখে বাগদাদ, ১৪১৭ হিঃ, খন্ডঃ ১৩, পৃঃ ২৯, ইয়াকুবি, তারিখুল ইয়াকুবি, দ্বারে সাদের, খন্ডঃ ২, পৃঃ ৪১৪
  5. উদাহরণস্বরূপঃ কুলাইনি, আল-কাফি, ১৪০৭ হিঃ, খন্ডঃ ১, পৃঃ ১৭৭, ৫৩৯, খন্ডঃ ৩, পৃঃ ৫৯, ১০৯, খন্ডঃ ৪, পৃঃ ৪১২, ৭২
  6. ইবনে কুলাভাই, কামেলুয যিয়ারাত, ১৩৫৬ সৌরবর্ষ, পৃঃ ২৫৭, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৮, পৃঃ ২৭৭
  7. ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হিঃ, পৃঃ ১৭৮, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৭, পৃঃ ৪২৮
  8. ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হিঃ, পৃঃ ১৮০, মাজলিসি, বিহারুল আনওয়ার, ১৪০৩ হিঃ, খন্ডঃ ৯৭, পৃঃ ৪২৮
  9. ইমাম খোমাইনী ও অন্যরা, রেসালেয়ে তাওযিহুল মাসা’য়েল(মারা’জেয়), দাফতারে ইন্তেশারাতে ইসলামী, খন্ডঃ ১, পৃঃ ৫৯৮

গ্রন্থপঞ্জি

  • ইবনে কুলাভাই, জাফার ইবনে মোহাম্মাদ, কামেলুয যিয়ারাত, তাসহিয়ে আব্দুল হুসাইন আমিনী, নাজাফ, দ্বারুল মোরতাযাভিয়ে, ১৩৫৬ সৌরবর্ষ।
  • ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, তাসহিয়ে জাওয়াদ কায়্যুমি ইস্ফাহানি, কোম, দাফতারে ইন্তেশারাতে ইসলামি(হাউযা ইলমিয়্যা কোম এর জামেয়ে মুদাররেসিনের অধিভুক্ত প্রকাশনা), ১৪১৯ হিঃ
  • ইমাম খোমাইনী, রুহুল্লাহ ও অন্যান্য মারজাগণ, রেসালেয়ে তাওযিহুল মাসায়েল(মারজাগণ), সংকলকঃ সাইয়েদ মোহাম্মাদ হাসান বানি হাশেমী খোমাইনী ও এহসান উসুলী, কোম, দাফতারে ইন্তেশারাতে ইসলামী, (বী,তা)
  • বাগদাদী, খাতিব, তারিখে বাগদাদ,বেইরুত, দ্বারুল কুতুবুল ইলমিয়্যা, ১৪১৭ হিঃ
  • আইয়াশি, মোহাম্মাদ ইবনে মাসুদ, তাফসিরে আল-আয়্যাশি, তাসহিয়ে সাইয়েদ হাশেম রাসুলি মাহাল্লাতি, তেহরান, আল-মাতবাআতুল ইলমিয়্যা, ১৩৮০ হিঃ
  • কুলাইনি, মোহাম্মাদ ইবনে ইয়াকুব, আল-কাফি, তাসহিয়ে আলি আকবর গাফফারি ও মোহাম্মাদ আখুন্দি, তেহরান, দ্বারুল কুতুবুল ইসলামিয়্যা, ১৪০৭ হিঃ
  • মাজলিসি, মোহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, বেইরুত, দ্বারু এহ্ইয়্যা-উত-তুরাস আল-আরাবী, ১৪০৩ হিঃ
  • ইয়াকুবী, আহমাদ ইবনে আবি ইয়াকুব, তারিখুল ইয়াকুবী, বেইরুত, দ্বারে সাদের (বী, তা)