কুরআনের সূরার তালিকা
অবয়ব
(কোরানের সূরার তালিকা থেকে পুনর্নির্দেশিত)
কুরআনের সূরার তালিকা (আরবি: فهرس ترتيب السور القرآنية); এ নিবন্ধে পবিত্র কুরআনের সূরাগুলো অবতীর্ণ হওয়ার ক্রমধারা, মুসহাফের ক্রমধারা, আয়াত সংখ্যা, কোন সূরা মাক্কি এবং কোন সূরা মাদানি ইত্যাদি বিষয় উল্লেখিত হয়েছে। সূরা অবতীর্ণ হওয়ার ক্রমধারা এবং কোন সূরা মাক্কি বা মাদানি এ বিষয়ে বিভিন্ন মত রয়েছে।[১] এই তালিকা উলুমে কুরআনের বিশিষ্ট গবেষক মুহাম্মাদ হাদী মা’রেফাত (মৃত্যু ১৩৮৫ ফার্সি সন / ২০০৭ ইং) রচিত ‘আত-তামহীদ’ গ্রন্থের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।[২]
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- মা’রেফাত, মুহাম্মাদ হাদী, আত-তামহীদ ফী উলুমিল কুরআন, কোম, মোআসসেসেয়ে ফারহাঙ্গীয়ে এন্তেশারাতে আত-তামহীদ, ১৩৮৬ ফার্সি সন / ১৪২৮ হি. / ২০০৭ ইং।