রেজা (উপাধি)

wikishia থেকে
(ইমাম রেজার উপাধি থেকে পুনর্নির্দেশিত)
নিবন্ধটি ইমাম রেজা (আ.)-এর উপাধি সম্পর্কে। ৮ম ইমাম সম্পর্কে অধিক অবগতির জন্য পড়ুন ‘ইমাম আলী ইবনে মুসা (আ.)

রেজা (আরবী: الرضا); ইমাম আলী ইবনে মুসা[১] (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি ও লাকাবগুলোর একটি, এর অর্থ হল যাকে পছন্দ করা হয়েছে বা যে প্রিয়।[২] ৮ম ইমামের ‘রেজা’ উপাধি সম্পর্কে বলা হয়েছে যখন ইমাম আলী ইবনে মুসা (আ.) বেলায়েতে আহদি’র (ক্রাউন প্রিন্স তথা খলিফা পরবর্তী খলিফা) বিষয়টি গ্রহণ প্রসঙ্গে সম্মত হন তখন আব্বাসীয় খলিফা মা’মুন তাকে রেজা উপাধি দান করে।[৩] এবং তাকে ‘রেজা-এ আলে মুহাম্মাদ’ বলে আখ্যা দেয়।

উয়ূনু আখবারির রিযা গ্রন্থে বর্ণিত এক রেওয়ায়েতে আহমাদ ইবনে আবি নাসর বাযান্তি ইমাম জাওয়াদ (আ.)-কে জিজ্ঞেস করলেন, আপনাদের বিরোধীদের একটি দল মনে করে রেজা উপাধিটি মা’মুন আপনার পিতাকে দান করেছে, কেননা তিনি মা’মুনের ক্রাউন প্রিন্স বা তার পরবর্তী খলিফা হওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। ইমাম জাওয়াদ (আ.) তার উত্তরে বলেন: আল্লাহর কসম তারা মিথ্যা বলেছে এবং অন্যায় করেছে। স্বয়ং মহান আল্লাহ আলী ইবনে মুসা (আ.)-কে ‘রেজা’ উপাধি দান করেছেন। কেননা তিনি আসমানে মহান আল্লাহর পছন্দের পাত্র এবং জমীনে মহানবি (স.) ও অন্যান্য ইমামগণের প্রিয়পাত্র ছিলেন।[৪] বাযান্তি পূনরায় জিজ্ঞেস করলেন; আপনার পূর্বপুরুষগণ (মাসুম ইমামগণ) কি মহান আল্লাহ, তার রাসুল (স.) এবং অপর ইমামগণ (আ.)-এর প্রিয় ও পছন্দের পাত্র ছিলেন না? তাহলে কিভাবে আপনার পিতার নাম ‘রেজা’ হল? ইমাম (আ.) উত্তরে বললেন: কেননা তার বন্ধু ও সমর্থকদের মত তার বিরোধী ও শত্রুরাও তার উপর রাজি ও সন্তুষ্ট ছিল, অথচ তার পূর্বপুরুষরা কেউই এমন ছিল না, এ কারণে তাদের মধ্য থেকে আমার পিতা রেজা উপাধি লাভ করেন।[৫]

তথ্যসূত্র

  1. আমিন, আ'য়ানুশ শিয়া, ১৪০৩ হিজরি, খঃ২, পৃঃ১৩।
  2. সাহেব বিন এবাদ, আল-মুহিত ফিল লোগাহ, ১৪১৪ হিঃ, খঃ৮, পৃঃ৪২।
  3. সাদুক, উয়ূনু আখবারির রেজা, ১৩৭৮ হিঃ, খঃ১, পৃঃ১৩।
  4. সাদুক, উয়ূনু আখবারির রেজা, ১৩৭৮ হিঃ, খঃ১, পৃঃ১৩।
  5. আতারদি, মুসনাদুল ইমামুর রেজা, ১৪০৬ হিঃ, পৃঃ১০।

গ্রন্থপঞ্জি

  • ইবনে আসির, আলী ইবনে মুহাম্মদ, আল-কামেল ফীত তারিখ, দার সাদর, বৈরুত, প্রথম সংস্করণ, ১৩৮৫ হিজরি।
  • আমিন, সৈয়দ মোহসেন, আয়ানুশ শিয়া, বৈরুত, দারুত তাআরিফ, ১৪০৩ হিজরি।
  • সাবাত বিন জোওযি, ইউসুফ বিন কাযাউগলী, তাযকিরাতুল খাওয়াস মিনাল উম্মাতি ফি যিকরি খাসায়েসুল আইম্মা, কোম, মানশুরাতুশ্ শরীফ আল-রাজি, ১৪১৮ হিজরি।
  • সাহেব বিন এবাদ, ইসমাইল, আল-মুহিত ফিল লোগাহ, সংশোধন: মুহাম্মাদ হাসান আল-ইয়াসিন, বৈরুত, আলেমুল কিতাব, ১৪১৪ হিজরি।
  • সাদুক, মোহাম্মদ বিন আলী, উয়ূনু আখবারির রেজা, তেহরান, নাশরে জাহান, ১৩৭৮ হিজরি।
  • আমেলি, সৈয়দ জাফর মোর্তজা, ইমাম আল-রেজা (আ.)-এর জন্য আল-হায়তুস সিয়াসাতি লিল ইমাম আল-রেজা দেরাসাতু ওয়া তাহলিল, মুআসসেসাতুন নাশর আল-ইসলামী, বিতা।
  • আতারদী, আজিজুল্লাহ, মুসনাদুল ইমাম আল-রেজা, মাশহাদ, অস্তানে কুদসে রাজাভি, ১৪০৬ হিজরি।
  • মডেলং, উইলফ্রেড, " আলী বিন মুসা আল-রেজা (আ.)", অনুবাদ: আহমদ নামাঈ, ইত্তেলাআতে হিকমাত ওয়া মা’রেফাত, তৃতীয় বছর, ১৩৮৭ সৌরবছর।
  • মুস্তাফিদ ওয়া গাফফারি, হামিদ রেজা ওয়অ আলী আকবর, উয়ূনুল-আখবারের অনুবাদ, তেহরান, প্রথম সংস্করণ, ১৩৭২ সৌরবছর।