ইবনুর রেজা

wikishia থেকে

ইবনুর রেজা (আরবি: اِبنُ الرِّضا) উপধিটি হচ্ছে ইমাম রেজা (আ.)-এর বংশের পুত্র সন্তানদের জন্য, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন ইমাম জাওয়াদ (আ.),[১] ইমাম হাদী (আ.)[২] এবং ইমাম হাসান আসকারী (আ.)[৩] ইমাম জাওয়াদ (আ.)-এর সন্তান মুসা মুবারাকাও ইবনুর রেজা হিসেবে পরিচিতি পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন।[৪] এই উপাধিকে ইমামগণের সঙ্গী-সাথীরা এবং অন্যান্যরা বিশেষ করে আব্বাসীয়রা ব্যবহার করত।[৫] এই উপাধি ব্যবহারের কারণ সম্পর্কে কেউ কেউ বলেছেন, আব্বাসীয়রা ইমাম রেজা (আ.)-এর সন্তানদেরকে ইবনুর রেজা বলত এজন্য যে, তারা দেখাতে চাইতো এই ব্যক্তিরা এমন একজনের সাথে সম্পর্কযুক্ত যে কিনা বেলায়েতে আহদি'র পদ (ক্রাউন প্রিন্স তথা খলিফা পরবর্তী খলিফা) গ্রহণ করেছেন এবং যার দুনিয়ার প্রতি ঝোঁক ছিল।[৬] এই উপাধিটির খ্যাতির আরেকটি কারণ হিসেবে যা উল্লেখ করা হয় তা হলো, ইমাম রেজা (আ.) মাযহাব ও আকীদাগতভাবে ভিন্ন মত পোষণকারী বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের সাথে জ্ঞানভিত্তিক মুনাযেরায় খ্যাতি লাভ করার কারণে তাঁর সন্তানেরা ইবনুর রেজা হিসেবে সুপরিচিত।[৭]

তথ্যসূত্র

  1. মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ২, পৃ. ২৮১; তাবারসী, এ’লামুল ওয়ারা, ১৪১৭ হি., খণ্ড ২, পৃ. ১০১।
  2. মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ২, পৃ. ৩০১; সাফ্ফার, বাসায়িরুদ দারাজাত, ১৪০৪ হি., খণ্ড ১, পৃ. ৫১ ও ৩৭৪।
  3. মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ২, পৃ. ৩২১; রাওয়ান্দী, আল-খারায়েজ ওয়াল জারায়েহ, ১৪০৯ হি., খণ্ড ১, পৃ. ৪২২ ও ৪৩২।
  4. মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৩৬৩ ফার্সি সন, খণ্ড ৫০, পৃ. ৩।
  5. মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ২, পৃ. ২৮১; তাবারসী, এ’লামুল ওয়ারা, ১৪১৭ হি., খণ্ড ২, পৃ. ১০১।

গ্রন্থপঞ্জি

  • মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার আল-জামেয়াতু লি দুরারি আখবার আল-আয়িম্মাতিল আতহার, তেহরান, নাশরে ইসলামীয়্যাহ, দ্বিতীয় সংস্করণ, ১৩৬৩ ফার্সি সন।
  • মুফিদ, মুহাম্মাদ বিন মুহাম্মাদ নো’মান, আল ইরশাদ ফি মা’রিফাতি হুজাজিল্লাহ আলাল ইবাদ, কোম, কংগ্রেয়ে শেখ মুফিদ, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।