আবু আল-রায়হানাতাইন
আবু আল-রায়হানাতাইন (আরবি: اَبوالرّیْحانَتَیْن) অর্থ হচ্ছে দুটি রায়হানে'র পিতা; যা হযরত মুহাম্মদ (স.)[১] এবং ইমাম আলীর (আ.)[২] অন্যতম একটি কুনিয়াত তথা উপনাম।
মহানবি (স.) কর্তৃক বর্ণিত রেওয়ায়েত অনুসারে, তিনি (স.) ইমাম হাসান (আ.) এবং ইমাম হোসাইন (আ.)-কে নিজের রায়হানে হিসেবে পরিচয় করিয়েছেন।[৩] আহকাকুল হাক্ব গ্রন্থে এই রেওয়ায়েতটি আহলে সুন্নতের সূত্রগুলো থেকে সংকলিত হয়েছে।[৪] শুধুমাত্র ইমাম হাসান (আ.) সম্পর্কেও নবী করিম (স.)-এর পক্ষ হতে এমনটি বলা হয়েছে। উদাহরণস্বরূপ, 'মানাকিব আলে আবি তালিব' গ্রন্থে এ প্রসঙ্গে একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে যে, রাসুল (স.) নামাজরত অবস্থায়ও ইমাম হাসান (আ.)-এর সঙ্গে অত্যন্ত মেহেরবানী ও স্নেহ-মমতাসুলভ আচরণ করতেন এবং এ ব্যাপারে সাহাবাগণের পক্ষ থেকে অবাক হওয়া ও প্রশ্নের উত্তরে তিনি (স.) বলতেন, «ان هذا ریحانتی» এ হলো আমার রায়হান।[৫]
হযরত আলী (আ.)-কেও আবু আল-রায়হানাতাইন বলা হয়।[৬] 'মাকতালুল হোসাইন খাওয়ারেযমি' গ্রন্থে বর্ণিত রেওয়ায়েত অনুসারে, মহানবী (স.) নিজের মৃত্যুর তিন দিন পূর্বে ইমাম (আ.)-কে উদ্দেশ্য করে বলেন: «سلام الله علیک أبا الرّیحانتین أوصیک بریحانتیّ من الدّنیا» তোমার উপর আল্লাহর সালাম হে আবু আল-রায়হানাতাইন, আমি তোমাকে এই দুনিয়ায় আমার দুই রায়হানের প্রতি খেয়াল রাখার ব্যাপারে সুপারিশ করছি।[৭] রায়হানে হচ্ছে সুগন্ধিযুক্ত উদ্ভিদ।[৮]
তথ্যসূত্র
- ↑ ইবনে শাহর আশুব, মানাকিব আলে আবি তালিব, ১৩৭৯ হি., খণ্ড ১, পৃ. ১৫৪।
- ↑ তাবারসী, এ’লামুল ওয়ারা, ১৩৯০ হি., পৃ. ১৫৪; ইবনে শাহর আশুব, মানাকিব আলে আবি তালিব, ১৩৭৯ হি., খণ্ড ১, পৃ. ১৫৪।
- ↑ মুফিদ, আল-ইরশাদ, ১৪১৩ হি., খণ্ড ২, পৃ. ২৮।
- ↑ শুশতারি, আহকাকুল হাক্ক, ১৪০৯ হি., খণ্ড ১০, পৃ. ৫৯৯-৬২৬।
- ↑ ইবনে শাহর আশুব মাযান্দারানী, ১৩৭৯ হি., মানাকিব আলে আবি তালিব, খণ্ড ৪, পৃ. ২৫।
- ↑ আরবিলী, কাশফুল গুম্মাহ, ১৩৮১ হি., খণ্ড ১, পৃ. ৬৮।
- ↑ খাওয়ারেযমি, মাকতালুল হোসাইন, ১৩৮১ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ১০৩।
- ↑ আনওয়ারী, ফারহাঙ্গে বুযুর্গ সোখান, “রায়হানে” শব্দাধীন, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ৪, পৃ.৩৭৮১।
গ্রন্থপঞ্জি
- ইবনে শাহর আশুব, মুহাম্মাদ বিন আলী, মানাকিব আলে আবি তালিব আলাইহিমুস সালাম, কোম, আল্লামা, প্রথম সংস্করণ, ১৩৭৯ ফার্সি সন।
- আরবিলী, আলী বিন ঈসা, কাশফুল গুম্মাহ ফি মা’রিফাতিল আয়িম্মাহ, তাবরীয, মাক্তাবাতু বানি হাশেমী, ১৩৮১ হি.।
- আনওয়ারী, হাসান, ফারহাঙ্গে বুযুর্গ সোখান, তেহরান, ইন্তেশারাতে সোখান, সপ্তম সংস্করণ, ১৩৯০ ফার্সি সন।
- খাওয়ারেযমি, মুওয়াফ্ফাফ বিন আহমাদ, মাকতালুল হোসাইন, আনওয়ারুল হুদা, দ্বিতীয় সংস্করণ, ১৩৮১ ফার্সি সন/ ১৪২৩ হি.।
- শুশতারি, কাজী নুরুল্লাহ, আহকাকুল হাক্ক ওয়া ইযহাকুল বাতিল, ভূমিকা ও উপসংহার: আয়াতুল্লাহ আল-উযমা মারআশি নাজাফী, মাক্তাবাতু আয়াতুল্লাহিল মারআশি আল-নাজাফী কোম, ১৪০৯ হি.।
- তাবারসী, ফাযল বিন হাসান, এ’লামুল ওয়ারা বি আ’লামিল হুদা, তেহরান, ইসলামীয়্যাহ, তৃতীয় সংস্করণ, ১৩৯০ হি.।
- মুফিদ, মুহাম্মাদ বিন মুহাম্মাদ, আল-ইরশাদ ফি মা’রিফাতি হুজাজিল্লাহি আলাল ইবাদ, কোম, মুআস্সেসাতু আলুল বাইত লি ইহিয়াইত তুরাস, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।