বিষয়বস্তুতে চলুন

সাকীফার ঘটনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
("সাকীফার ঘটনা (واقعة سقیفة بنی ساعدة); ১১ হিজরীতে মহানবির (স.) ইন্তিকাল ও কাফন-দাফনের সমসাময়িক ঘটনা; ঐ ঘটনায় আবুবকর ইবনে আবু কুহাফা মুসলমানদের খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত মুহ..." দিয়ে পাতা তৈরি)
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন: ১ নং লাইন:
সাকীফার ঘটনা (واقعة سقیفة بنی ساعدة); ১১ হিজরীতে মহানবির (স.) ইন্তিকাল ও কাফন-দাফনের সমসাময়িক ঘটনা; ঐ ঘটনায় আবুবকর ইবনে আবু কুহাফা মুসলমানদের খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত মুহাম্মাদের (স.) ওফাতের পর হযরত আলী (আ.) এবং অপর কয়জন সাহাবা হযরতের (স.) গোসল, কাফন, জানাযা ও দাফনকার্যে ব্যস্ত ছিলেন; ঠিক সেই সময় খাযরাজ গোত্রপতি সা’দ বিন উবাদাহ’র নেতৃত্বে আনসারদের একটি দল মহানবির (স.) পরবর্তী মুসলমানদের নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে নিতে সাকীফা বনু সায়েদায় সমবেত হন।
সাকীফার ঘটনা (আরবি: {{Arabic|واقعة سقيفة بني ساعدة}}) ; ১১ হিজরীতে মহানবির (স.) ইন্তিকাল ও কাফন-দাফনের সমসাময়িক ঘটনা; ঐ ঘটনায় আবুবকর ইবনে আবু কুহাফা মুসলমানদের খলিফা হিসেবে নির্বাচিত হন। হযরত মুহাম্মাদের (স.) ওফাতের পর হযরত আলী (আ.) এবং অপর কয়জন সাহাবা হযরতের (স.) গোসল, কাফন, জানাযা ও দাফনকার্যে ব্যস্ত ছিলেন; ঠিক সেই সময় খাযরাজ গোত্রপতি সা’দ বিন উবাদাহ’র নেতৃত্বে আনসারদের একটি দল মহানবির (স.) পরবর্তী মুসলমানদের নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে নিতে সাকীফা বনু সায়েদায় সমবেত হন।


কিছু কিছু ঐতিহাসিকের মতে, আনসাররা শুরুতে শুধু মদিনার শাসক নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসলেও মুহাজিরদের একটি দলের ঐ সমাবেশে প্রবেশের মধ্য দিয়ে বৈঠকের বিষয়বস্তু সমস্ত মুসলমানদের নেতৃত্বের লক্ষ্যে মহানবির (স.) স্থলাভিষিক্ত নির্বাচনের দিকে মোড় নেয় এবং পরিশেষে মুসলমানদের খলিফা হিসেবে আবুবকরের হাতে বাইয়াত করা হয়। মুহাজিরদের মুখপাত্র হিসেবে বৈঠকে উপস্থিত হওয়া আবুবকর ছাড়াও ওমর ইবনে খাত্তাব ও আবু উবাইদাহ জাররাহও সেদিন সাকীফায় উপস্থিত ছিলেন।
কিছু কিছু ঐতিহাসিকের মতে, আনসাররা শুরুতে শুধু মদিনার শাসক নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসলেও মুহাজিরদের একটি দলের ঐ সমাবেশে প্রবেশের মধ্য দিয়ে বৈঠকের বিষয়বস্তু সমস্ত মুসলমানদের নেতৃত্বের লক্ষ্যে মহানবির (স.) স্থলাভিষিক্ত নির্বাচনের দিকে মোড় নেয় এবং পরিশেষে মুসলমানদের খলিফা হিসেবে আবুবকরের হাতে বাইয়াত করা হয়। মুহাজিরদের মুখপাত্র হিসেবে বৈঠকে উপস্থিত হওয়া আবুবকর ছাড়াও ওমর ইবনে খাত্তাব ও আবু উবাইদাহ জাররাহও সেদিন সাকীফায় উপস্থিত ছিলেন।
confirmed, templateeditor
১,৯৬২টি

সম্পাদনা