হাম্মা লাতাল হাতাব
অবয়ব
হাম্মা লাতাল হাতাব (আরবি: حَمّالَةُ الْحَطَب); পবিত্র কুরআনের ভাষায় যে লাকড়ি বহন করে অর্থে আবু লাহাবের স্ত্রীর (অসৎ আচরণ) বর্ণনায় এসেছে।[১] আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন এবং মুয়াবিয়ার ফুফু।[২] তার নাম ছিল আরওয়া, জামিলা[৩] ও সাখরাহ এবং উপনাম ছিল উম্মে জামিল।
এই পরিভাষাটি সূরা লাহাব-এ ব্যবহৃত হয়েছে।[৪] পবিত্র কুরআনে এ ধরনের পরিভাষা ব্যবহারের কতিপয় কারণ নিম্নরূপ:
- উম্মে জামিল নিজের কাঁধে মরুভূমির কাঁটা বহন করত এবং রাসূলুল্লাহ (স.) যখন নামায পড়তে যেতেন, তখন তাঁকে কষ্ট দেওয়ার জন্য সেগুলি তাঁর চলাচলের রাস্তায় ফেলে রাখত। তাবারসী, মাজমাউল বায়ান, ১০তম খণ্ড, ১৪৮২ (সৌরবর্ষ), পৃষ্ঠা নং-৮৫২।
- উম্মে জামিল যা করেছে, তার মাধ্যমে সে তার নিজের জন্য জাহান্নামের অগ্নি এবং অগ্নি প্রজ্বলনের লাকড়ি প্রস্তুত করেছে।[৫]
- সে গরীব বলে মহানবি (স.)-কে ঠাট্টা-বিদ্রূপ করত, তাই মহান আল্লাহও এমন বর্ণনার মাধ্যমে তাকে তিরস্কার করেছেন।[৬]
- এই বর্ণনাটি রূপকভাবে তার চোগলখুরির কারণে ব্যবহার করা হয়েছে।[৭]
তাফসীরে নেমুনেহ-তে বলা হয়েছে যে এই কারণগুলো পরস্পর বিরোধী নয় এবং এগুলির সবকটিই আয়াতের অর্থ হিসাবে বিবেচনা করা যেতে পারে।[৮]
তথ্যসূত্র
- ↑ মাকারেম শিরাজী, তাফসিরে নামুনাহ, ১৩৭৪ (সৌরবর্ষ), খণ্ড, পৃষ্ঠা নং-৪২০।
- ↑ ইবনে আব্দুল বার, আল-ইসতিয়াব ফি মারিফাতিল আসহাব, ৩য় খণ্ড, ১৪১২ হিঃ, পৃষ্ঠা নং-১৪৩০।
- ↑ শেইখ তূসী, আল-আমালী, ১৪১৪ হিঃ, পৃষ্ঠা নং-২৬৫।
- ↑ লাহাব:০৩
- ↑ মুতাহহারী, মাজমুয়ে আছার, ২৮তম খণ্ড, ১৩৮৯ (সৌরবর্ষ), পৃষ্ঠা নং-৮২৫।
- ↑ ফখরুদ্দিন রাযী,মাফাতিহুল গাইব, ৩২তম খণ্ড, ১৪২০ হিঃ, পৃষ্ঠা নং-৩৫৩।
- ↑ শেইখ তূসী, আত্-তিবয়ান, দারু ইহয়ায়ী তুরাসিল আরাবী, ১০ম খণ্ড, পৃষ্ঠা নং-৪২৮।
- ↑ মাকারেম শিরাজী, তাফসিরে নেমুনেহ, খণ্ড-২৭, ১৩৭৪ (সৌরবর্ষ), পৃষ্ঠা নং-৪২১।
গ্রন্থপঞ্জি
- ইবনে আব্দুল বার, ইউসুফ বিন আব্দুল্লাহ, আল-ইসতিয়াব ফি মারিফাতিল আসহাব, বৈরুত, দারুল জাইল, প্রথম প্রকাশ, ১৪১২ হিঃ।
- তাবারসী, ফাযল বিন হাসান, মাজমাউল বায়ান, তেহরান, নাসের খসরূ, ৩য় প্রকাশ, ১৪৮২ (সৌরবর্ষ)।
- শেইখ তূসী, মুহাম্মদ বিন হাসান, আল-আমালী, কোম, দারুস সিকাফা, প্রথম প্রকাশ, ১৪১৪ হিঃ।
- শেইখ তূসী, মুহাম্মদ বিন হাসান, আত্-তিবয়ান, বৈরুত, দারু ইহয়ায়ী তুরাসিল আরাবী, (প্রকাশের তারিখ অজ্ঞাত)।
- ফখরুদ্দিন রাযী, মুহাম্মদ বিন উমার, মাফাতিহুল গাইব, বৈরুত, দারু ইহয়ায়ী তুরাসিল আরাবী, ৩য় প্রকাশ, ১৪২০ হিঃ।
- মুতাহহারী, মুর্তুজা, মাজমুয়ে আছার, কোম, ইন্তেশারাতে সাদরা, প্রথম প্রকাশ, ১৩৮৯ (সৌরবর্ষ)।
- মাকারেম শিরাজী, নাসের, তাফসিরে নেমুনেহ, তেহরান, দারুল কুতুবিল ইসলামিয়্যাহ, প্রথম প্রকাশ, ১৩৭৪ (সৌরবর্ষ)।
- মেইবাদি, হুসাইন ইবনে মুঈনুদ্দীন, দিওয়ানে আমীরুল মু’মিনীন (আ.), তরজমা: মুস্তাফা জামানি, কোম, দারুন নিদাউল ইসলাম লিল নাশর, প্রথম সংস্করণ, ১৪১১ হি.।