Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
২০৯ নং লাইন: | ২০৯ নং লাইন: | ||
৬ষ্ঠ হিজরীতে মহানবির (সা.) বিরুদ্ধে সৈন্য সমাবেশের পায়াতারায় লিপ্ত [[বনি মুস্তালিক]] গোত্রকে মুসলমানরা পরাজিত করে।<ref>ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবি, খণ্ড ৩, পৃ. ৩০২।</ref> | ৬ষ্ঠ হিজরীতে মহানবির (সা.) বিরুদ্ধে সৈন্য সমাবেশের পায়াতারায় লিপ্ত [[বনি মুস্তালিক]] গোত্রকে মুসলমানরা পরাজিত করে।<ref>ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবি, খণ্ড ৩, পৃ. ৩০২।</ref> | ||
===খায়বারের যুদ্ধ=== | ===খায়বারের যুদ্ধ=== | ||
: মূল নিবন্ধ: [[খায়বার যুদ্ধ]] | |||
৭ম হিজরীতে মহানবি (সা.) খায়বারের ইহুদিদেরকে পরাজিত করেন; ইতিপূর্বে তারা কয়েকবার মহানবির (সা.) শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। এ যুদ্ধে মদিনার অদূরে অবস্থিত দূর্ভেদ্য [[খায়বার দূর্গ]] মুসলমানদের কব্জায় আসে। মহানবি (সা.) ইহুদিদেরকে ঐ এলাকায় তাদের কৃষিকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন এ শর্তে যে তাদের ফসলের কিছু অংশ তারা মুসলমানদেরকে প্রদান করবে।<ref>ওয়াক্বেদি, আল-মাগ্বাযি, ১৪০৫ হি., খণ্ড ১, পৃ. ৪০২-৪০৪; তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ৩, পৃ. ৯-১৬।</ref> | ৭ম হিজরীতে মহানবি (সা.) খায়বারের ইহুদিদেরকে পরাজিত করেন; ইতিপূর্বে তারা কয়েকবার মহানবির (সা.) শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। এ যুদ্ধে মদিনার অদূরে অবস্থিত দূর্ভেদ্য [[খায়বার দূর্গ]] মুসলমানদের কব্জায় আসে। মহানবি (সা.) ইহুদিদেরকে ঐ এলাকায় তাদের কৃষিকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন এ শর্তে যে তাদের ফসলের কিছু অংশ তারা মুসলমানদেরকে প্রদান করবে।<ref>ওয়াক্বেদি, আল-মাগ্বাযি, ১৪০৫ হি., খণ্ড ১, পৃ. ৪০২-৪০৪; তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ৩, পৃ. ৯-১৬।</ref> | ||
খায়বারের যুদ্ধে একটি দূর্গ বিজয় করা কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূল (সা.) যথাক্রমে [[আবু বকর ইবনে আবি কুহাফা]] ও [[উমার ইবনে খাত্তাব]]কে ঐ দূর্গ বিজয়ের জন্য পাঠালেন কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন। অবশেষে আলীর (আ.) হাতে পতাকা তুলে দিলেন। হযরত আলী (আ.) নজীরবিহীন লড়াই এবং অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে ঐ দূর্গ জয় করেন।<ref>আয়াতি, তারিখে পায়াম্বারে ইসলাম (সা.), ১৩৭৮, পৃ. ৪১০-৪১১।</ref> | খায়বারের যুদ্ধে একটি দূর্গ বিজয় করা কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূল (সা.) যথাক্রমে [[আবু বকর ইবনে আবি কুহাফা]] ও [[উমার ইবনে খাত্তাব]]কে ঐ দূর্গ বিজয়ের জন্য পাঠালেন; কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন। অবশেষে আলীর (আ.) হাতে পতাকা তুলে দিলেন। হযরত আলী (আ.) নজীরবিহীন লড়াই এবং অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে ঐ দূর্গ জয় করেন।<ref>আয়াতি, তারিখে পায়াম্বারে ইসলাম (সা.), ১৩৭৮, পৃ. ৪১০-৪১১।</ref> | ||
==হুদায়বিয়ার সন্ধি== | ==হুদায়বিয়ার সন্ধি== |