বিষয়বস্তুতে চলুন

নাকেসীন

wikishia থেকে

নাকেসীন (আরবি: الناکِثون) এর অর্থ প্রতিজ্ঞাভঙ্গকারী এমন ব্যক্তিদেরকে নির্দেশ করে, যারা ইমাম আলী (আ.)-এর হুকুমতের শুরুতে তাঁর সাথে বাইয়াত (আনুগত্যের শপথ) করেছিল কিন্তু পরবর্তীতে তাদের সেই বাইয়াত ভঙ্গ করে এবং জামালের যুদ্ধ (উষ্ট্রের যুদ্ধ) সংঘটিত করে।[] এই দলটির সবচেয়ে খ্যাতিমান ব্যক্তিবর্গ ছিলেন তালহাযুবায়ের[] বর্ণনা অনুযায়ী, সরকারে অংশীদারিত্বের মতো ক্ষমতালিপ্সু আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে[] তারা ইমাম আলী (আ.)-এর কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় [] এবং আয়েশা-কে সাথে নিয়ে উসমান হত্যার বদলাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ইমাম আলীর (আ.) বিরুদ্ধে এক সেনাবাহিনী গঠন করে উষ্ট্রের যুদ্ধের (জঙ্গে জামাল) সূচনা করে।[]

শিয়া হাদীস বিশেষজ্ঞ মুহাম্মাদী রেই শাহরী (মৃত্যু: ১৪০১ ফার্সি সন) এর মতে, এই গোষ্ঠীর এমন আচরণের ফলে কিছু সাধারণ মানুষ, যারা সত্যকে কেবল প্রখ্যাত ব্যক্তিত্বদের মধ্যেই খুঁজত, সন্দেহে পড়ে যায়; ইমাম আলী (আ.) এই ধরনের লোকদের উদ্দেশ্য করে তার বিখ্যাত উক্তি— “لا يُعْرَفُ الْحَقُّ بِالرِّجَالِ اعْرِفِ‏ الْحَقَ‏ تَعْرِفْ‏ أَهْلَه‏” (ব্যক্তিত্ব দ্বারা সত্যকে চেনা যায় না; সত্যকে চিনো, যাতে সত্যপন্থীদেরকে চিনতে পারো)—উচ্চারণ করেন।[]

শিয়াসুন্নি উৎসসমূহে বর্ণিত একটি রেওয়ায়েত অনুসারে, মহানবী (স.) ভবিষ্যদ্বাণীমূলকভাবে ইমাম আলী (আ.)-কে নাকেসীন (প্রতিজ্ঞাভঙ্গকারী), কাসেতীন (সীমালঙ্ঘনকারী/অত্যাচারী) ও মারেকীন (ধর্মচ্যুত) নামক তিনটি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে অবহিত করেছিলেন।[] ওয়াকআতু সিফফীন গ্রন্থের বর্ণনা মতে, ইমাম আলী (আ.) সিফফিনের যুদ্ধে শামের বাহিনীর (মুআবিয়ার সেনাবাহিনী) মুখোমুখি হওয়ার সময় মহানবী (স.)-এর ঐ ভবিষ্যদ্বাণীর প্রতি ইঙ্গিত করে বলেন যে, মহানবী (স.)-এর নির্দেশ অনুযায়ী তিনি নাকেসিনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।[]

নাহজুল বালাগায় খুতবায়ে শিকশিকিয়্যাহ[] ও ৭৫ নং খুতবার[১০] ন্যায় বিশটিরও বেশি খুতবায় এবং তিনটি চিঠি ও একটি হিকমতে (বাণী) নাকেসিন সম্পর্কে আলোকপাত করা হয়েছে।[১১] কোন কোন হাদীসে নাকেসিনদের উপর মহানবী (স.)-এর লা’নত (অভিশাপ) বর্ষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। [১২] দুআ-এ নুদবায়ও নাকেসীনের বিরুদ্ধে ইমাম আলী (আ.)-এর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে।[১৩]

সম্পর্কিত নিবন্ধ

তথ্যসূত্র

  1. খাতামি, “কাভশি দার নাহজুল বালাগা”, খণ্ড ১, পৃ. ৩৫৮।
  2. খাতামি, “কাভশি দার নাহজুল বালাগা”, খণ্ড ১, পৃ. ৩৫৮।
  3. নাহজুল বালাগা, তাসহিহ সুবহি সালেহ, হিকমত ২০২, পৃ. ৫০৫।
  4. ইবনে কুতাইবাহ দিনাওয়ারি, আল-ইমামাহ ওয়াস সিয়াসাহ, ১৪১০ হি., খণ্ড ১, পৃ. ৭১।
  5. মুফিদ, আল-জামাল, ১৪১৩ ফার্সি সন, পৃ. ২২৯।
  6. মুহাম্মাদী রেই শাহরি, দানেশ নামেয়ে আমীরুল মু’মিনীন (আ.), ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ৪৯৯ ও ৫০০।
  7. আল্লামা মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ৩০, পৃ. ৫৮৮।
  8. ইবনে আ’সাম কুফি, আল-ফুতুহ, ১৪১১ হি., খণ্ড ৩, পৃ. ৭৭; নাসর ইবনে মোযাহেম, ওয়াকআতু সিফফিন, ১৩৮২ হি., পৃ. ৩৩৮।
  9. নাহজুল বালাগা, তাসহিহ সুবহি সালেহ, খুতবা ৩, পৃ. ৪৯।
  10. নাহজুল বালাগা, তাসহিহ সুবহি সালেহ, খুতবা ৭৫, পৃ. ১০৩।
  11. খাযআলী, “নাকেসীন, কাসেতীন ওয়া মারেকীন দার নাহজুল বালাগা”, পৃ. ৩৯৮।
  12. সাদুক, আল-আমালি, তেহরান, ১৩৭৬ ফার্সি সন, পৃ. ৬০৬; মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ৩২, পৃ. ১২৭; কুফি, তাফসীরে ফুরাত আল-কুফি, ১৪১০ হি., পৃ. ১৪১।
  13. আল্লামা মাজলিসী, যাদ আল-মাআদ, ১৪২৩ হি., পৃ. ৩০৫।

গ্রন্থপঞ্জি

  • ইবনে আ’সাম কুফি, আবু মুহাম্মাদ আহমাদ, আল-ফুতুহ, তাহকিক, শিরি, আলী, বৈরুত, দার আল-আদওয়া, প্রথম সংস্করণ, ১৪১১ হি.।
  • ইবনে কুতাইবাহ দিনওয়ারি, আবদুল্লাহ ইবনে মুসলিম, আল-ইমামাহ ওয়াস সিয়াসাহ, মুহাক্কিক: আলী শিরি, বৈরুত, দার আল-আদওয়া, প্রথম সংস্করণ, ১৪১০ হি.।
  • খাতামি, সাইয়্যেদ আহমাদ, "কাভশি দার নাহজুল বালাগা", দার মাজমুয়ে মাকালাত ওয়া সোখানরানিহা দার কংগ্রেয়ে বাইনুল মিলালিয়ে হেজারে নাহজুল বালাগা, কোম, বুনিয়াদে নাহজুল বালাগা, প্রথম খণ্ড, তারিখ অজ্ঞাত।
  • খাযআলী, আবুল কাসিম, “নাকেসীন, কাসেতীন ওয়া মারেকীন দার নাহজুল বালাগা”, দার মাজমুয়ে মাকালাত ওয়া সোখানরানিহা দার কংগ্রেয়ে বাইনুল মিলালিয়ে হেজারে নাহজুল বালাগা, প্রথম খণ্ড, তারিখ অজ্ঞাত।
  • সাইয়্যেদ রাযী, মুহাম্মাদ ইবনে হুসাইন, নাহজুল বালাগা, তাসহিহ সুবহি সালেহ, কোম, হিজরত, প্রথম সংস্করণ, ১৪১৪ হি.।
  • শেইখ মুফিদ, মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ, আল-জামাল ওয়ান নুসরা লি সাইয়্যিদিল ইতরাতি ফি হারবিল বাসরা, মুহাক্কিক: আলী মীর শারীফী, কোম, কংগ্রেয়ে শেইখ মুফিদ, প্রথম সংস্করণ, ১৪১৩ হি.।
  • সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, আল-আমালি, তেহরান, কিতাবচি, ষষ্ঠ সংস্করণ, ১৩৭৬ ফার্সি সন।
  • আল্লামা মাজলিসী, মুহাম্মাদ বাকের, জাদ আল-মাআদ- মিফতাহুল জিনান, মুহাক্কিক: আলাউদ্দীন আ’লামি, বৈরুত, মুআসসিসাতুল আ’লামি লিল মাতবুআত, প্রথম সংস্করণ, ১৪২৩ হি.।
  • কুফি, ফুরাত ইবনে ইব্রাহিম, তাফসীরে ফুরাত আল-কুফি, মুহাক্কিক, মুহাম্মাদ কাজিম, তেহরান, মুআসসিসাতুত তাবঅ ওযান নাশর ফি ভেযারাতিল এরশাদ আল-ইসলামি, প্রথম সংস্করণ, ১৪১০ হি.।
  • মজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, মুহাক্কিক, জাম-ই আয মুহাক্কেকান, বৈরুত, দার ইহিয়ায়িত তুরাসিল আরাবি, দ্বিতীয় সংস্করণ, ১৪০৩ হি.।
  • মুহাম্মাদী রেই শাহরি, মুহাম্মাদ, দানেশ নামেয়ে আমীরুল মু’মিনীন (আ.) দার পায়ে-এ কুরআন, হাদীস ওয়া তারিখ, কোম, খণ্ড ৪, দারুল হাদীস, প্রথম সংস্করণ, ১৩৮৬ ফার্সি সন।
  • নাসর ইবনে মুযাহিম, ওয়াকআতু সিফফিন, কায়রো, আল-মুআসসিসাতুল আরাবিয়া আল-হাদীসা, দ্বিতীয় সংস্করণ, ১৩৮২ হি.।