বিষয়বস্তুতে চলুন

খাসিফুন না’ল (উপাধি)

wikishia থেকে
এই নিবন্ধটি খাসিফুন না'ল (উপাধি) সম্পর্কে। এই উপাধি সম্পর্কিত হাদিস পরিচিতির জন্য, খাসিফুন না'লের হাদিসটি দেখুন।

খাসিফুন না'ল (আরবি: خاصِفُ‌النَّعْل) (অর্থ হচ্ছে 'জুতা মেরামতকারী' বা জুতা সেলাইকারী) হল শিয়াদের প্রথম ইমাম হযরত আলী (আ.)-এর অন্যতম উপাধি।[] এই উপাধি খাসিফুন না'লের হাদিস থেকে উদ্ভূত হয়েছে যেখানে, মহানবি (সা.) ইমাম আলী (আ.)-কে এই উপাধিতে ভূষিত করেন; কারণ তিনি সেই সময় রাসূলুল্লাহর জুতা সেলাই করায় মগ্ন ছিলেন।[]

খাসিফ অর্থ জিনিসের সাথে জিনিসকে একত্রিত করা এবং সংযুক্ত করা, [] এবং যে ব্যক্তি জুতার ছেঁড়া অংশ সংগ্রহ করে সেগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় তাকে খাসিফুন না'ল বলা হয়। [] ইমাম আলী (আ.) কর্তৃক মহানবি (সা.)-এর জুতা মেরামত করে দেওয়ার বিষয়টিকে তাঁর বিনয় [] এবং সরল জীবন যাপনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।[]

যেসব হাদিসে নবী (সাঃ) ইমাম আলীকে "খাসিফুন না'আল" উপাধি সহকারে সম্বোধন করেছেন, সেগুলোর প্রত্যেকটিই তাঁর এক বা একাধিক ফজিলত তুলে ধরেছে; যেমন ধরুন, ইমাম আলীর (আ.) ইমামত ও খিলাফত এবং মুশরিক ও জালিমদের সাথে তাঁর যুদ্ধ।[] এই রেওয়ায়েতগুলি প্রথম সারির শিয়া হাদিস গ্রন্থগুলিতে যেমন পাওয়া যায় যেমন কুতুবে আরাবাআ,[] এর কোনো কোনোটিতে এবং সুন্নিদের সিয়া সিত্তাহ,[] মাসানিদ[১০] এবং সুনানের ন্যায় গ্রন্থগুলোতে এসেছে।[১১] আর শিয়া ও সুন্নি উভয় মাযহাবের মুহাদ্দিসগণ ঐ হাদিসগুলোকে সহীহগ্রহণযোগ্য বলে মনে করেন।[১২] কিছু শিয়া পণ্ডিত, যেমন শারফুদ্দীন এবং কাশিফুল গিতা বলেছেন যে, ঐ হাদিসগুলি মুতাওয়াতির[১৩]

শিয়া ও সুন্নি উভয় মাযহাবের হাদিস সূত্রে এ সংক্রান্ত একটি হাদিস উল্লেখিত হয়েছে, যেখানে রাসূল (সা.) ইমাম আলী (আ.)-কে খাসিফুন না’ল উপাধি সহকারে সম্বোধন করেছেন, হাদিসটি নিম্নরূপ: মহানবি (সা.) তাঁর সাহাবীদের মাঝে বলেন: «إِنَّ مِنْکُمْ مَنْ یقَاتِلُ عَلَی تَأْوِیلِ هَذَا الْقُرْآنِ کمَا قَاتَلْتُ عَلَی تَنْزِيله؛’ (ইন্না মিনকুম মাই ইউকাতিলু আলা তা'উইলি হাযাল কুরআনি কামা ক্বাতালতু আলা তানযিলিহ) তোমাদের মধ্যে এমন একজন রয়েছে যে আমার পরে কুরআনের তা'উইল (ব্যাখ্যা) এর জন্য লড়াই করবে; ঠিক যেমনভাবে আমি কুরআনের তানযিল (অবতীর্ণ) এর জন্য লড়াই করেছি।" উপস্থিত কয়েকজন জিজ্ঞাসা করলেন যে, তারাই কি সেই ব্যক্তি? মহানবি (সা.) তাদেরকে না বোধক উত্তর দিয়ে উক্ত ব্যক্তিকে জুতা মেরামতে মগ্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন। সেই সময়, ইমাম আলী (আ.) মহানবির জুতা মেরামত করছিলেন।[১৪]

তথ্যসূত্র

  1. সিবত ইবনে জাওযী, তাযকরিাতুল খাওয়াস, ১৪১৮ হি., পৃ. ১৬; মুকাদ্দাস আরদেবেলী, হাদিকাতুশ শিয়া, ১৩৮৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ১৬; শিয়ি সাবযভারি, রাহাতুল আরওয়াহ, ১৩৭৮ ফার্সি সন, পৃ. ৮৬।
  2. বাহরানী, গায়াতুল মারাম, ১৪২২ হি., খণ্ড ৬, পৃ. ২৮৫; ইরবিলী, কাশফফুল গুম্মাহ, ১৩৮১ হি., খণ্ড ১, পৃ. ৩৩৫; আল্লামা হিল্লি, নাহজুল হাক্ব, ১৯৮২ খ্রি., পৃ. ২২০, ইবনে শাহরে আশুব নাযান্দারানী, মানাকেবে আলে আবি তালিব (আ.)], ১৩৭৯ হি., খণ্ড ৩, পৃ. ৪৪।
  3. ইবনে মানযুর, লিসানুল আরব, বৈরুত, খণ্ড ৯, পৃ. ৭১।
  4. তাবাতাবায়ী, আল-মীযান, ১৪১৭ হি., খণ্ড ৮, পৃ. ৩৫।
  5. আতিয়া, আলী আলাইহিস সালাম খাসিফুন না’ল আল-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি, ১৪৩৬ হি., পৃ. ১৩।
  6. মাকারেম শিরাজী, পায়ামে ইমাম আমিরুল মু’মিনীন (আ.), ১৩৮৫ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৩০৩।
  7. বাহরানী, গায়াতুল মারাম, ১৪২২ হি., খণ্ড ৬, পৃ. ২৮৫; ইরবিলী, কাশফুল গুম্মাহ, ১৩৮১ হি., খণ্ড ১, পৃ. ৩৩৫; আল্লামা হিল্লি, নাযজুল হাক্ব, ১৯৮২ খ্রি., পৃ. ২২০; ইবনে শাহরে আশুব মাযান্দারানী, মানাকেবে আলে আবি তালিব (আ.), ১৩৭৯ হি., খণ্ড ৩, পৃ. ৪৪।
  8. কুলাইনী, আল-কাফি, ১৪০৭ হি., খণ্ড ৫, পৃ. ১১-১২; শেইখ তুসী, তাহযীবুল আহকাম, ১৪০৭ হি., খণ্ড ৪, পৃ. ১১৬।
  9. তিরমিযী, সুনানে তিরমিযী, ১৪১৯ হি., খণ্ড ৫, পৃ. ৪৫২।
  10. ইবনে হাম্বাল, মুসনাদুল ইমাম আহমাদ ইবনে হাম্বাল, ১৪১৬ হি., খণ্ড ১৭, পৃ. ৩৯১।
  11. নাসাঈ, সুনানে নাসাঈ, ১৪১১ হি., খণ্ড ৫, পৃ. ১২৭-১২৮।
  12. উদাহরণস্বরূপ দেখুন তিরমিযী, সুনানে তিরমিযী, ১৪১৯ হি., খণ্ড ৫, পৃ. ৪৫২; মুকাদ্দাস আরদেবেলী, হাদিকাতুশ শিয়া, ১৩৮৩ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ২৩২।
  13. শারাফুদ্দীন, আল-মুরাজাআত, ১৪২৬ হি., পৃ. ৩১৯; কাশফুশ গিতা, কাশফুল গিতা, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৩৭।
  14. ইবনে হাম্বাল, মুসনাদুল ইমাম আহমাদ ইবনে হাম্বাল, ১৪১৬ হি., খণ্ড ১৭, পৃ. ৩৯১, খণ্ড ১৮, পৃ. ২৯৬। সামান্য মতপার্থক্যে: শেইখ মুফিদ, আল-ইফসাহ ফিল ইমামাহ, ১৪১৩ হি., পৃ. ১৩৫; তাবারী, আল-মুস্তারশাদ ফি ইমামাতি আলী ইবনে আবি তালিব (আ.), ১৪১৫ হি., পৃ. ৩৫৭; সাইয়্যিদ ইবনে তাউস, আত তারায়েফ, ১৪০০ হি., খণ্ড ১, পৃ. ৭০।

গ্রন্থপঞ্জি

  • ইবনে হাম্বাল, আহমাদ ইবনে মুহাম্মাদ, মুসনাদুল ইমাম আহমাদ ইবনে হাম্বাল, বৈরুত, মুআসসিসাতুর রিসালা, ১৪১৬ হি.।
  • ইবনে শাহরে আশুব, মাযান্দারানী, মুহাম্মাদ ইবনে আলী, মানাকেবে আলে আবি তালিব আলাইহিমুস সালাম, কোম, আল্লামা, ১৩৭৯ হি.।
  • ইবনে মানযুর, মুহাম্মাদ ইবনে মোকাররাম, লিসানুল আরব, বৈরুত, দারু সাদির, তৃতীয় সংস্করণ, তারিখ অজ্ঞাত।
  • ইরবিলী, আলী বিন ঈসা, কাশফুল গুম্মাহ ফী মারেফাতিল আইম্মাহ, তাবরীয, বনি হাশেমী, ১৩৮১ হি.।
  • বাহরানী, সাইয়্যিদ হাশিম, গায়াতুল মারাম এবং হুজ্জাত আল-খাসাম ফি তাইয়্যিন আল-ইমাম মিন তারিকিল খাস ওয়াল আম, বৈরুত, মুআসসিসাতুত তারিখ আল-আরাবি, ১৪২২ হি.।
  • তিরমিযী, মুহাম্মাদ ইবনে ঈসা, আল-জামেউস সহীহ ওয়া হুওয়া সুনান আল-তিরমিযী, কায়রো, দারুল হাদিস, ১৪১৯ হি.।
  • সিবত ইবনে জাওযী, ইউসুফ বিন কাজাওঘলী, তাযকিরাতুল খাওয়াস মিনাল উম্মাতি ফী যিকরি খাসায়েস আল-আইম্মা, কোম, মানশুরাত আল-শরীফ আল-রাযী, ১৪১৮ হি.।
  • সাইয়্যিদ ইবনে তাউস হাসানী, আলী ইবনে মূসা, আল-তারায়েফু ফী মা’রেফাতি মাযাহেব আল-তাওয়ায়েফ, কোম, খিয়াম, ১৪০০ হি.।
  • শারাফুদ্দীন, সাইয়্যিদ আব্দুল হুসাইন, আল-মুরাজাআত, কোম, আল-মাজমাউল আলামি লি আহলিল বাইত, দ্বিতীয় সংস্করণ, ১৪২৬ হি.।
  • শেইখ তুসী, মুহাম্মাদ বিন আল-হাসান, তাহযীবুল আহকাম, তাহকিকে খোরাসান, তেহরান, দারুল কিতাব আল-ইসলামিয়া, চতুর্থ সংস্করণ, ১৪০৭ হি.।
  • শেইখ মুফিদ, মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ ইবনে নু'মান, আল-ইফসা ফীল ইমামাহ, কোম, আল-মু’তামারুল আলামি লিশ শেইখিল মুফিদ, ১৪১৩ হি.।
  • শিয়ি সাবযভারি, আবু সাঈদ, রাহাতুল আরওয়াহ, তেহরান, মিরাসে মাকতুব, দ্বিতীয় সংস্করণ, ১৩৭৮ ফার্সি সন।
  • তাবাতাবায়ী, সাইয়্যিদ মুহাম্মাদ হুসাইন, তাফসীরুল মীযান, কোম, জামেয়ে মুদাররেসীন, ১৪১৭ হি.।
  • তাবারী, মুহাম্মাদ ইবনে জারির ইবনে রুস্তম, আল-মুস্তারশাদ ফী ইমামাতি আমিরুল মু’মিনীন (আ.), কোম, মুআসসিসাতুল ওয়াসিফ, ১৪১৫ হি.।
  • আতিয়া, মাজিদ ইবনে আহমাদ, আলী আলাইহিস সালাম, খাসিফুন না’ল আল-নবী সাল্লাল্লাহু আলাইহি, কারবালা, আল-আতবাতুল হুসাইনিয়া আল-মুকাদ্দাসাহ, ১৪৩৬ হি.।
  • আল্লামা হিল্লি, হাসান ইবনে ইউসুফ, নাহজুল হাক্ব এবং কাশফুস সিদক, বৈরুত, দারুল কিতাব আল-লুবনানী, ১৯৮২ খ্রি.।

কাশিফুল গিতা, শেখ জা'ফার, কাশফুল গিতা আন মুবাহমাতিশ শারীয়াতিল গারা, কোম, ইন্তেশারাতে দাফতারে তাবলীগাতে ইসলামি হাওযা ইলমিয়া কোম, ১৪২২ হি.।

  • কুলাইনী, মুহাম্মাদ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক, আল-কাফি, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়া, চতুর্থ সংস্করণ, ১৪০৭ হি.।
  • মুকাদ্দাস আরদেবিলী, আহমাদ ইবনে মুহাম্মাদ, হাদীকাতুশ শিয়া, কোম, ইন্তেশারাতে আনসারিয়ান, তৃতীয় সংস্করণ, ১৩৮৩ ফার্সি সন।
  • মাকারেম শিরাজী, পায়ামে ইমাম আমিরুল মু’মিনীন (আ.), তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়া, ১৩৮৫ ফার্সি সন।
  • নাসাঈ, আহমদ বিন আলী, আল-সোনান আল-কুবরা, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়া, মানশুরাত মুহাম্মাদ আলী বাইযুন, ১৪১১ হি.।