বিষয়বস্তুতে চলুন

জাওয়াদুল আইম্মাহ (উপাধি)

wikishia থেকে
(ইমাম যাওয়াদ (আ.)- এর উপাধি থেকে পুনর্নির্দেশিত)
নিবন্ধটি ইমাম জাওয়াদ (আ.)-এর উপাধি সম্পর্কে। ৯ম ইমামের বিষয়ে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম মুহাম্মাদ তাকী (আ.)

জাওয়াদুল আইম্মাহ বা জাওয়াদ (আরবী: جواد الائمه বা جواد); আহলে বাইত (আ.)-এর মাযহাবের ৯ম ইমাম মুহাম্মাদ তাকী[] (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধিগুলোর একটি। জাওয়াদ শব্দের অর্থ হল দানশীলতা, উদারতা ও মহানুভবতা।[] বর্ণিত হয়েছে যে, দানশীলতা, মহানুভবতা ও উদারতায় বিশেষ খ্যাতি ছিল ৯ম ইমামের, এ কারণে তাকে জাওয়াদ বলা হয়।[]

তারিখে তাশায়্যু’র বিশিষ্ট গবেষক বাকের শারিফ কারাশী তার হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) গ্রন্থে লিখেছেন, মানুষের মাঝে ব্যাপক দান এবং কল্যাণকর কাজের জন্য তাকে জাওয়াদ উপাধি প্রদান করা হয়।[] উদারতা ও দানশীলতায় তিনি ছিলেন অনন্য।[]

তথ্যসূত্র

  1. শুস্তারী, আহকাকুল হাক, ১৪০৯ হি. খণ্ড ২৯, পৃ. ৭
  2. ফিরুয আবাদী, আল-কামুসুল মুহিত, খণ্ড ৪, পৃ. ৩৪১
  3. যাহাবি, তারিখুল ইসলাম, ১৪০৭ হি., খণ্ড ১৫, পৃ. ৩৮৫
  4. কারাশী, হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ(আ.), ১৪১৮ হি.,পৃ. ২৩
  5. খাঞ্জি ইস্পাহানী, ওয়াসিলাতুল খাদেম, ১৩৭৫ সৌরবর্ষ, পৃ. ২৫৩

গ্রন্থপঞ্জি

  • খানজি, ফযলুল্লাহ রুজবাহান, ওয়াসিলাতুল খাদিম ইলাল মাখদুম দার শারহে চহারদাহ মাসুম(আ.), কোম, আনসারিয়ান, ১৩৭৫ সৌরবর্ষ।
  • যাহাবী, তারিখুল ইসলাম, গবেষণা: ওমর আবদ আল-সালাম তাদমারি, বৈরুত, দারুল কিতাব আল-আরাবি, ১৪০৭ হি.।
  • ফিরোজ অবাদী, মুহাম্মদ ইবনে ইয়াকুব, আল-কামুসুল মুহিত, বিনা, বিজা।
  • কারশি, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুহাম্মাদ আল-জাওয়াদ (আ.),নাশরে আমির, ১৪১৮ হি.।