জাওয়াদুল আইম্মাহ (উপাধি)
(ইমাম তাকী (আ.)-এর উপাধি থেকে পুনর্নির্দেশিত)
- নিবন্ধটি ইমাম জাওয়াদ (আ.)-এর উপাধি সম্পর্কে। ৯ম ইমামের বিষয়ে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম মুহাম্মাদ তাকী (আ.)।
জাওয়াদুল আইম্মাহ বা জাওয়াদ (আরবী: جواد الائمه বা جواد); আহলে বাইত (আ.)-এর মাযহাবের ৯ম ইমাম মুহাম্মাদ তাকী[১] (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধিগুলোর একটি। জাওয়াদ শব্দের অর্থ হল দানশীলতা, উদারতা ও মহানুভবতা।[২] বর্ণিত হয়েছে যে, দানশীলতা, মহানুভবতা ও উদারতায় বিশেষ খ্যাতি ছিল ৯ম ইমামের, এ কারণে তাকে জাওয়াদ বলা হয়।[৩]
তারিখে তাশায়্যু’র বিশিষ্ট গবেষক বাকের শারিফ কারাশী তার হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) গ্রন্থে লিখেছেন, মানুষের মাঝে ব্যাপক দান এবং কল্যাণকর কাজের জন্য তাকে জাওয়াদ উপাধি প্রদান করা হয়।[৪] উদারতা ও দানশীলতায় তিনি ছিলেন অনন্য।[৫]
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- খানজি, ফযলুল্লাহ রুজবাহান, ওয়াসিলাতুল খাদিম ইলাল মাখদুম দার শারহে চহারদাহ মাসুম(আ.), কোম, আনসারিয়ান, ১৩৭৫ সৌরবর্ষ।
- যাহাবী, তারিখুল ইসলাম, গবেষণা: ওমর আবদ আল-সালাম তাদমারি, বৈরুত, দারুল কিতাব আল-আরাবি, ১৪০৭ হি.।
- ফিরোজ অবাদী, মুহাম্মদ ইবনে ইয়াকুব, আল-কামুসুল মুহিত, বিনা, বিজা।
- কারশি, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুহাম্মাদ আল-জাওয়াদ (আ.),নাশরে আমির, ১৪১৮ হি.।