আমর ইবনে খালিদ সাইদাউয়ি
আমর ইবনে খালিদ আসাদি সাইদাউয়ি (শাহাদাত: ৬১ হিজরি, আশুরা) ছিলেন কারবালার শহীদ। আমর ছিলেন কুফার একজন সম্ভ্রান্ত ব্যক্তি যিনি কারবালার ঘটনায় মুসলিম ইবনে আকিলের নিকট বাইয়াত (আনুগত্যের শপথ) করেন এবং মুসলিমের শাহাদাতের পর, তিনি তার গোলাম (ক্রীতদাস) সাদকে নিয়ে উযাইব আল-হিজানাতে ইমাম হুসাইন (আ.)-এর কাফেলায় যোগ দেন এবং আশুরার দিনে শাহাদাতের অমীয় সুধা পান করেন।
জীবনী
আবু খালিদ আমর ইবনে খালিদ ইবনে হাকিম ইবনে হিযাম আসাদি সাইদাউয়ি ছিলেন কুফার একজন সম্ভ্রান্ত ব্যক্তি এবং নবী পরিবারের প্রতি নিবেদিত প্রাণ।[১]ইবসার আল-আইন গ্রন্থে মুহাম্মাদ সামাউয়ির উল্লেখানুসারে, তিনি কুফায় মুসলিম ইবনে আকিলের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুসলিমের শাহাদাতের পর, তিনি আত্মগোপনে যেতে বাধ্য হন।[২] অবশ্য কামুসুর রিজাল গ্রন্থের লেখক মুহাম্মাদ তাকী শুশতারি এ সহযোগিতার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন।[৩]
আমর তার ক্রীতদাস সা’দ, মুজাম্মে’ ইবনে আব্দুল্লাহ আয়েযি এবং নাফে’ ইবনে হিলালের সাথে কুফা ত্যাগ করেন এবং উযাইব আল-হিজানাতের বাসভবনে তিরিম্মাহ-এর নির্দেশনায় ইমাম হুসাইন (আ.)-এর কাফেলায় যোগ দেন। হুর ইবনে ইয়াজিদ তাদের গ্রেপ্তার করতে অথবা ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন (আ.) বাধা হয়ে দাঁড়ান।[৪] কিছু সূত্রে, নাফি বিন হিলালের পরিবর্তে জাবির ইবনে হারিস সালমানীর কথা উল্লেখ করা হয়েছে।[৫]
আমর এবং তার সঙ্গীরা আশুরার দিনে প্রথম হামলায় শহীদ হন।[৬] আশুরার দিনে তারা উমর ইবনে সাদের সৈন্যবাহিনীর উপর আক্রমণ করেন, উমরের সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। আব্বাস ইবনে আলী উমরের সৈন্যবাহিনীর উপর আক্রমণ করে তাদের উদ্ধার করেন। তারা আবার আক্রমণ করেন এবং সকলেই এক জায়গায় শাহাদাতবরণ করার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যান।[৭] তাকে ইমাম হুসাইন (আ.)-এর মাজারে কারবালার শহীদগণের গণকবরে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
- ↑ সামাউয়ি, ইবসার আল-আইন, ১৪১৯ হি., পৃ. ১১৭; তুসতারি, কামুসুর রিজাল, ১৪১৭ হি., খণ্ড ৮, পৃ. ৯৪।
- ↑ সামাউয়ি, ইবসার আল-আইন, ১৪১৯ হি., পৃ. ১১৭ এবং ১১৪-১১৫।
- ↑ তুসতারি, কামুসুর রিজাল, ১৪১৭ হি., খণ্ড ৮, পৃ. ৯৪।
- ↑ বালাযুরি, আনসাবুল আশরাফ, ১৩৯৭ হি., খণ্ড ৩, পৃ. ১৭২।
- ↑ আবু মিখনাফ, ওয়াকাআতুত তাফ, ১৪১৭ হি., পৃ. ২৩৮; তাবারি, তারিখুল উমাম ওয়াল মুলুক, ১৯৬৭ খ্রি., খণ্ড ৫, পৃ. ৪৪৬।
- ↑ তারিখুল উমাম ওয়াল মুলুক, ১৯৬৭ খ্রি., খণ্ড ৫, পৃ. ৪৪৬।
- ↑ আবু মিখনাফ, ওয়াকাআতুত তাফ, ১৪১৭ হি., পৃ. ২৩৮-২৩৯; তাবারি, তারিখুল উমাম ওয়াল মুলুক, ১৯৬৭ খ্রি., খণ্ড ৫, পৃ. ৪৪৬।
গ্রন্থপঞ্জি
- আবু মিখনাফ, লুত বিন ইয়াহিয়া, ওয়আত আল-তাফ, কোম, জামেয়ে মোদাররেসীন হাওযা ইলমিয়া, তৃতীয় সংস্করণ, ১৪১৭ খ্রি.।
- বালাযুরি, আহমাদ বিন ইয়াহিয়া, আনসাবুল আশরাফ, তাহকিক: মুহাম্মাদ বাকির মাহমুদি, বৈরুত, দার আল-তারিফ লিল মাতবুআত, ১৯৭৭ খ্রি./১৩৯৭ হি.।
- তুসতারি, মুহাম্মাদ তাকী, কামুসুর রিজাল, কোম, জামেয়ে মোদাররেসীন হাওযা ইলমিয়া, দ্বিতীয় সংস্করণ, ১৪১৭ হি.।
- সামাউয়ি, মুহাম্মদ বিন তাহির, ইবসার আল-আইন ফি আনসার আল-হুসাইন, কোম, দানেশগাহ শহীদ মাহাল্লাতি, ১৪১৯ হি.।
- তাবারী, মুহাম্মাদ বিন জারির, তারিখুল উমাম ওয়াল মুলুক, তাহকিক: মুহাম্মাদ আবুল ফাযল ইব্রাহিম, বৈরুত, দারুল তুরাস, ১৩৮৭ হি./১৯৬৭ খ্রি.।