আবুস সিবতাইন
অবয়ব
আবুস সিবতাইন(আরবি: ابوالسِبطَین) মহানবি (স.)[১] এবং ইমাম আলীর (আ.)[২] কুনিয়াতগুলোর (উপনাম) মধ্যে একটি। 'আবুস সিবতাইন' মানে দুই সিবতের পিতা।
হাদীস অনুসারে ইবনে শাযান, [৩] 'সিবতাইন' বলতে হাসনাইন (আ.) তথা ইমাম হাসান মুজতবা (আ.) ও ইমাম হোসাইন (আ.)-কে বোঝানো হয়েছে। বিশিষ্ট শিয়া মুফাস্সির ও অভিধান বিশেষজ্ঞ ফখরুদ্দিন তুরাইহি'র মতে, 'সিবত' অর্থ হচ্ছে তায়েফে (গোত্র) ও উম্মত (জাতি)। তিনি বলেন, সম্ভবত এর অর্থ হলো রাসুল (সা.)-এর বংশধারা হাসনাইন (আ.) হতে বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তৃতি লাভ করবে।[৪] এই কুনিয়াতটি ইমাম আলী (আ.)-এর ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে।[৫]
তথ্যসূত্র
- ↑ ইবনে শাহরে আশুব, মানাকেবে আলে আবি তালিব, ১৩৭৯ হি., খণ্ড ১, পৃ. ১৫৪।
- ↑ মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ হি., খণ্ড ১০, পৃ. ১৯; বায়ুমী মেহরান, আল-ইমামাহ ওয়া আহলুল বাইত, দারুন নাহযাহ আল-আরাবিয়্যাহ, ১৯৯৫ খ্রি., খণ্ড ২, পৃ. ৯।
- ↑ আল-ফাদ্বায়েল, ১৩৬৩ ফার্সি সন, পৃ. ৮৩।
- ↑ তুরাইহি, মাজমাউল বাহরাইন, ১৩৭৫ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২৫১।
- ↑ মাজলিসী, বিহারুল আনওয়ার, ১৪০৩ ফার্সি সন, খণ্ড ১০, পৃ. ১৯; বায়ুমী মেহরান, আল-ইমামাহ ওয়া আহলুল বাইত, দারুন নাহযাহ আল-আরাবিয়্যাহ, ১৯৯৫ খ্রি., খণ্ড ২, পৃ. ৯।
গ্রন্থপঞ্জি
- ইবনে শাযান, শাযান বিন জিব্রাঈল, কোম, রাযি, ১৩৬৩ ফার্সি সন।
- ইবনে শাহরে আশুব, মুহাম্মাদ বিন আলী, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, ১৩৭৯ হি.।
- বায়ুমি মেহরান, মুহাম্মাদ, আল-ইমামাহ ওয়া আহলুল বাইত, কায়রো, দারুন নাহযাহ আল-আরাবিয়্যাহ, ১৯৯৫ খ্রি.।
- তুরাইহি, ফাখরুদ্দিন বিন মুহাম্মাদ, মাজমাউল বাহরাইন, বে তাহকীক ওয়া তাসহীহ আহমাদ হুসাইনি আশকুরী, তেহরান, মুর্তাযাভী, ১৩৭৫ ফার্সি সন।
- মাজলিসী, মুহাম্মাদ বাকের, বিহারুল আনওয়ার, বৈরুত, দারু ইহিয়াইত তুরাসিল আরাবি, ১৪০৩ হি.।