Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
২২৪ নং লাইন: | ২২৪ নং লাইন: | ||
৭ম হিজরীর যিলক্বদ মাসে হুদায়বিয়ার চুক্তি অনুসারে মহানবি (সা.) [[উমরাতুল কাযা|উমরাহ]] পালনের লক্ষ্যে মক্কা অভিমুখে রওনা হলেন। মহানবি (সা.) ও মুসলমানদের [[মসজিদুল হারাম|মসজিদুল হারামে]] প্রবেশ, বিশেষ ভাব গাম্ভির্যের সাথে তাঁদের উমরাহ পালন এবং মহানবিকে (সা.) যে সম্মান মুসলমান প্রদর্শন করছিল তা দেখে কুরাইশরা নিশ্চিত হল মুহাম্মাদের (সা.) বিরোধিতার শক্তি আর তাদের নেই। এ কারণে মুশরিক কুরাইশের ২ বিশিষ্ট ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ ও [[আমর বিন আস]] মদিনায় যায় এবং ইসলাম গ্রহণ করে।<ref>শাহিদি, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৯২।</ref> | ৭ম হিজরীর যিলক্বদ মাসে হুদায়বিয়ার চুক্তি অনুসারে মহানবি (সা.) [[উমরাতুল কাযা|উমরাহ]] পালনের লক্ষ্যে মক্কা অভিমুখে রওনা হলেন। মহানবি (সা.) ও মুসলমানদের [[মসজিদুল হারাম|মসজিদুল হারামে]] প্রবেশ, বিশেষ ভাব গাম্ভির্যের সাথে তাঁদের উমরাহ পালন এবং মহানবিকে (সা.) যে সম্মান মুসলমান প্রদর্শন করছিল তা দেখে কুরাইশরা নিশ্চিত হল মুহাম্মাদের (সা.) বিরোধিতার শক্তি আর তাদের নেই। এ কারণে মুশরিক কুরাইশের ২ বিশিষ্ট ব্যক্তি খালিদ বিন ওয়ালিদ ও [[আমর বিন আস]] মদিনায় যায় এবং ইসলাম গ্রহণ করে।<ref>শাহিদি, তারিখে তাহলিলিয়ে ইসলাম, ১৩৯০ সৌরবর্ষ, পৃ. ৯২।</ref> | ||
=বিভিন্ন অঞ্চলের শাসকদের উদ্দেশ্যে পত্র প্রেরণ= | ==বিভিন্ন অঞ্চলের শাসকদের উদ্দেশ্যে পত্র প্রেরণ== | ||
: ''মূল নিবন্ধ:[[বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত]]'' | |||
হুদায়বিয়ার সন্ধির ঘটনার পর কুরাইশের আক্রমন থেকে মহানবি (সা.) কিছুটা নিশ্চিন্তে ছিলেন। [[৭ম হিজরী]]তে মহানবি (সা.) পার্শ্ববর্তী রাজত্বগুলোর শাসক ও রাজাদেরকে দাওয়াত প্রদানের মনস্থ করলেন। এরপর তিনি পূর্ব [[রোম সম্রাট|রোমের সম্রাট]], [[ইরান]] শাহানশাহ খসরু পারভেজ, আবিসিনিয়ার বাদশা [[নাজ্জাশি]], [[ইয়ামামা]]র গভর্নর এবং [[দামেস্ক|দামেস্কের]] গভর্নরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চিঠি পাঠিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন।<ref>তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ২, পৃ. ৬৪৪ এর পর।</ref> | হুদায়বিয়ার সন্ধির ঘটনার পর কুরাইশের আক্রমন থেকে মহানবি (সা.) কিছুটা নিশ্চিন্তে ছিলেন। [[৭ম হিজরী]]তে মহানবি (সা.) পার্শ্ববর্তী রাজত্বগুলোর শাসক ও রাজাদেরকে দাওয়াত প্রদানের মনস্থ করলেন। এরপর তিনি পূর্ব [[রোম সম্রাট|রোমের সম্রাট]], [[ইরান]] শাহানশাহ খসরু পারভেজ, আবিসিনিয়ার বাদশা [[নাজ্জাশি]], [[ইয়ামামা]]র গভর্নর এবং [[দামেস্ক|দামেস্কের]] গভর্নরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চিঠি পাঠিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন।<ref>তাবারি, তারিখুত তাবারি, দারুত তুরাস, খণ্ড ২, পৃ. ৬৪৪ এর পর।</ref> | ||