Automoderated users, confirmed, templateeditor
১,৭৬২টি
সম্পাদনা
৪০ নং লাইন: | ৪০ নং লাইন: | ||
হযরত মুহাম্মাদের (সা.) বয়স যখন ২৫ বছর হযরত আবু তালিব তাঁকে হযরত খাদিজা’র মূলধন নিয়ে ব্যবসার পরামর্শ দেন। ইবনে ইসহাকের বর্ণনার ভিত্তিতে, ততদিনে মহানবির (সা.) আমানতদারী সম্পর্কে [[হযরত খাদিজা]] জেনে গিয়েছিলেন। এ কারণেই তিনি তাঁকে (সা.) এ মর্মে বার্তা পাঠালেন যে, যদি তিনি (সা.) তাঁর মূলধন নিয়ে ব্যবসা করেন, তবে অন্যদের তুলনায় বেশী অংশ প্রদান করবেন।<ref>ইবনে ইসহাক, সিরাতু ইবনে ইসহাক, ১৩৯৮ সৌরবর্ষ, পৃ. ৮১।</ref> অতঃপর, সিরিয়ায় বাণিজ্যিক সফর থেকে ফিরে তিনি হযরত খাদিজা’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। | হযরত মুহাম্মাদের (সা.) বয়স যখন ২৫ বছর হযরত আবু তালিব তাঁকে হযরত খাদিজা’র মূলধন নিয়ে ব্যবসার পরামর্শ দেন। ইবনে ইসহাকের বর্ণনার ভিত্তিতে, ততদিনে মহানবির (সা.) আমানতদারী সম্পর্কে [[হযরত খাদিজা]] জেনে গিয়েছিলেন। এ কারণেই তিনি তাঁকে (সা.) এ মর্মে বার্তা পাঠালেন যে, যদি তিনি (সা.) তাঁর মূলধন নিয়ে ব্যবসা করেন, তবে অন্যদের তুলনায় বেশী অংশ প্রদান করবেন।<ref>ইবনে ইসহাক, সিরাতু ইবনে ইসহাক, ১৩৯৮ সৌরবর্ষ, পৃ. ৮১।</ref> অতঃপর, সিরিয়ায় বাণিজ্যিক সফর থেকে ফিরে তিনি হযরত খাদিজা’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। | ||
==হিলফুল ফুযুল== | ===হিলফুল ফুযুল=== | ||
বিবাহের আগে মহানবি (সা.) [[হিলফুল ফুজুল]] (প্রতিজ্ঞা-সংঘ) চুক্তিতে অংশগ্রহণ করেন। ঐ চুক্তিতে একদল মক্কাবাসী অঙ্গীকারাবদ্ধ হয় যে, তারা যেকোন নিপীড়িত ও অসহায়ের পাশে দাঁড়াবে এবং তার অধিকার আদায় করে দেবে।<ref>ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, খণ্ড ১, পৃ. ১৪১-১৪২।</ref> | বিবাহের আগে মহানবি (সা.) [[হিলফুল ফুজুল]] (প্রতিজ্ঞা-সংঘ) চুক্তিতে অংশগ্রহণ করেন। ঐ চুক্তিতে একদল মক্কাবাসী অঙ্গীকারাবদ্ধ হয় যে, তারা যেকোন নিপীড়িত ও অসহায়ের পাশে দাঁড়াবে এবং তার অধিকার আদায় করে দেবে।<ref>ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, খণ্ড ১, পৃ. ১৪১-১৪২।</ref> | ||