হাসান ইবনে ফাযল তাবারসী

wikishia থেকে

হাসান ইবনে ফাজল তাবারসী (আরবি: الحسن بن الفضل الطبرسي); ষষ্ঠ শতাব্দীর বিশিষ্ট শিয়া মুহাদ্দিস এবং ফাযল ইবনে হাসান তাবারসী’র পুত্র। তিনি তাবারসী বংশের প্রখ্যাত আলেমদের একজন এবং নৈতিকতা বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ ‘মাকারেমুল আখলাক’-এর রচয়িতা।

জীবনী

হাসান ইবনে ফাযল ওরফে আবু নাসর তাবারসী[১] বংশের একজন আলেম এবং প্রসিদ্ধ তাফসীর মাজমাউল বায়ানের লেখক ফাযল ইবনে হাসান তাবারসীর (মৃত্যু ৫৪৮ হি.) পুত্র। মিশকাতুল আনওয়ার গ্রন্থের লেখক আলী ইবনে হাসান তাবারসী তারই সন্তান।[২]

হাসান ইবনে ফাযলে’র জন্ম তারিখ ও অন্যান্য বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।[৩] তিনি তার পিতার শিষ্য ছিলেন বলে উল্লেখ করা হয়েছে [৪] এবং বলা হয়েছে যে, তার পিতা জামেউল জামে তাফসীরটি তারই অনুরোধে লিখেছিলেন।[৫]

এ বংশকে তাবারসী কেন বলা হয় সে বিষয়ে মতভেদ রয়েছে; কেউ কেউ তাবারসীকে তাবরেস (طَبْرِس) শব্দের সাথে সম্পৃক্ত করেছেন যা তাফরেশ (تَفْرِش) থেকে আরবীতে রূপান্তরিত হওয়ার সময় পরিবর্তিত হয়েছে।[৬] আবার কেউ কেউ এ নামটিকে তাবারিস্তানের সাথে সম্পৃক্ত করেছেন।[৭]

রচিত গ্রন্থাবলী

হাসান ইবনে ফাযল রচিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থটি হল ‘মাকারেমুল আখলাক’। যা শিয়াদের মাঝে নৈতিকতা বিষয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলোর অন্যতম।[৮] একইভাবে জামেউল আখবার গ্রন্থটিকেও তার সাথে সম্পৃক্ত করা হয়েছে।[৯] অবশ্য সাইয়্যেদ মুহসিন আমিনজাফার সুবহানী জামেউল আখবার গ্রন্থকে তার সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি রদ করেছেন।[১০] জামেউল বায়ান গ্রন্থের ভূমিকায় আবুল কাসেম গোরজী ‘আসরারুল ইমামাহ’ গ্রন্থটি তার সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ইঙ্গিত করেছেন।[১১]

তার সন্তান আলী ইবনে হাসান তাবারসীর বর্ণনানুযায়ী ‘মাকারেমু আখলাক’ গ্রন্থটি জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগানোর পর তিনি ‘জামে লি-সাইরিল আকওয়াল লি মাহাসিনীল আফয়াল’ গ্রন্থ রচনার কাজ শুরু করেন। কিন্তু তিনি তা শেষ করার আগেই মৃত্যুবরণ করেন।[১২] তাবারসী নিজের পিতা থেকে উল্লেখযোগ্য সংখ্যক রেওয়ায়েত বর্ণনা করেছেন এবং মুহাযযাব উদ্দীন হুসাইন ইবনে আবুল ফারাজ তার থেকে রেওয়ায়েত বর্ণনা করেছেন।[১৩]

তথ্যসূত্র

  1. তাবারসী, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খ‌ণ্ড ১, মোকাদ্দেমেয়ে গোরজী, পৃ. ২।
  2. সোবহানি, মউসুআতুত তাবাকাতিল ফোকাহা, ১৪১৮ হি., খণ্ড ৬, পৃ. ৭৭; হোসাইনি জালালী, ফেহরেসুত্ তারাস, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৫৬৬।
  3. তাবারসী, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খণ্ড ১, মুকাদ্দেমেয়ে গোরজী, পৃ. ৯।
  4. তাবারসী, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খণ্ড ১, মুকাদ্দেমেয়ে গোরজী, পৃ. ২।
  5. তাবারসী, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খণ্ড ১, পৃ. ২।
  6. তাবারসি, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খণ্ড ১, মুকাদ্দেমেয়ে গোরজী, পৃ. ২; আমিন, আ'য়ানুল শিয়া, ১৪০৬ হি., খণ্ড ৩, পৃ. ২৯।
  7. মোদাররেসে তাবরিযী, রেইহানাতুল আদাব, ১৩৬৯ ফার্সী সন, খণ্ড ৪, পৃ. ৩২-৩৩।
  8. আমিন, আ'য়ানুল শিয়া, ১৪০৬ হি., খণ্ড ১, পৃ. ১৫৮
  9. হুররে অমেলি, আমালুল আমেল, ১৩৮৫ হি., খণ্ড ২, পৃ. ৭৫।
  10. আমিন, আ'য়ানুল শিয়া, ১৪০৬ হি., খণ্ড ৫, পৃ. ২২৫-২২৬; সোবহানি, মউসুআতুল তাবাকাতিল ফোকাহা, ১৪১৮ হি., খণ্ড ৬, পৃ. ৭৭।
  11. তাবারসী, জাওয়ামেউল জামে, ১৩৭৭ ফার্সী সন, খণ্ড ১, মুকাদ্দেমেয়ে গোরজী, পৃ. ৯।
  12. তাবারসী, মিশকাতুল আনওয়ার, ১৩৮৫ হি., পৃ. ১।
  13. হুররে অমেলি, আমালুল আমেল, ১৩৮৫ হি., খণ্ড ২, পৃ. ৯৩; সোবহানি, মউসুআতুত তাবাকাতিল ফোকাহা, ১৪১৮ হি., খণ্ড ৬, পৃ. ৭৬।

গ্রন্থপঞ্জি

  • আমিন, সাইয়্যেদ মোহসেন, আ'য়ানুল শিয়া, বৈরুত, দারুল তাআ'রুফ লিল মাতবুআ'ত, ১৪০৬ হি.।
  • হুরের অমেলি, মুহাম্মদ বিন হাসান, আমালুল অমেল, বাগদাদ, মাকতাবাতুল আন্দালুস, ১৩৮৫ হি.।
  • হোসাইনি জালালী, সাইয়্যেদ মুহাম্মদ হোসাইন, ফেহরেসুল তারাস, কোম, ইনতেশারাতে দালীলে মা, ১৪২২ হি.।
  • সোবহানী, জাফর, মউসুআতুত্ তাবাকত আল-ফোকাহা, কোম, মুআস্সেসেয়ে ইমাম সাদিক, ১৪১৮ হি.।
  • তাবারসী, ফাজল বিন হাসান, তাফসীরে জাওয়ামেউল জামে, তাসহীহ: আবুল কাসেম গোরজি, কোম ওয়া তেহরান, মারাকাযে মুদিরিয়্যাতে হওযে ইলমিয়েহ কোম ওয়া ইনতেশারাতে দানেশগাহে তেহরান, ১৩৭৭ ফার্সী সন।
  • মোদাররেস তাবরিযী, মুহাম্মদ আলী, রেইহানাতুল আদাব, তেহরান, কিতাব ফুরুশিয়ে খিয়াম, ১৩৬৯ ফার্সী সন।