সাজ্জাদ (উপাধি)

wikishia থেকে
নিবন্ধটি ‘সাজ্জাদ’ উপাধি নিয়ে, শিয়াদের চতুর্থ ইমাম হযরত সাজ্জাদ (আলাইহিস সালাম) সম্পর্কে অধিক অবগতির জন্য পড়ুন।

সাজ্জাদ; অর্থাৎ অধিক সিজদাকারী;[২] ইমাম যাইনুল আবেদীন (আ.)-এর প্রসিদ্ধ লকব ও উপাধিগুলোর অন্যতম।[৩] অধিক ইবাদত, মহান আল্লাহর প্রতি গাঢ় ঘনিষ্টতা এবং অধিক সিজদার কারণে শিয়াদের চতুর্থ ইমামকে ‘সাজ্জাদ’ নামকরণ করা হয়েছে।[৪]

ইলালুশ শারায়ে গ্রন্থে ইমাম বাকির (আ.) থেকে বর্ণিত একটি রেওয়ায়েতের ভিত্তিতে ইমাম সাজ্জাদ (আ.) নিম্নোক্ত ক্ষেত্রসমূহে সিজদা করতেন:

  • মহান আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ করে,
  • সিজদার আয়াত তেলাওয়াতের পর,
  • যখন মহান আল্লাহ্ তার থেকে কোন মন্দকে দূর করতেন,
  • যখন মহান আল্লাহ্ তার থেকে কোন প্রতারক এবং প্রতারণাকে দূর করতেন,
  • নামাজ আদায়ের পর,
  • দু’ ব্যক্তির মাঝে মিমাংস করে দেওয়ার পর,

তার শরীরে সিজদায় ব্যবহৃত সকল অঙ্গে সিজদার চিহ্ন প্রতীয়মান ছিল, আর এ কারণে তিনি ‘সাজ্জাদ’ (অধিক সিজদাকারী) উপাধি লাভ করেন। [৫] হিজরী চতুর্থ শতাব্দির বিশিষ্ট শিয়া কবি ইবনে হাম্মাদ ইমাম সাজ্জাদ (আ.)-এর ইবাদত ও সিজদা সম্পর্কে এভাবে লিখেছেন:

و راهب أهل البیت کان و لم یزل              یلقّب بالسجاد حسن تعبد

তিনি ছিলেন আহলে বাইতের রাহেব (দুনিয়া বিমুখ), সুন্দর ইবাদতের জন্য তাঁকে সাজ্জাদ নামকরণ করা হয়েছে।

یقضی بطول الصوم طول نهاره                منیباً و یفنی لیله بتهجّد

সারাটা দিন মহান আল্লাহর প্রতি ইস্তিগফাররোজার মাধ্যমে অতিক্রম করতেন এবং রাত তাহাজ্জুদের মধ্য দিয়ে।

فأین به من علمه و وفائه                و أین به من نسکه و تعبّد

ইবাদত ও আনুগত্যে তার সদৃশ্য আর কোথায় পাওয়া যাবে?[৬]

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • ইবনে শাহরে আশুব, মুহাম্মাদ ইবনে আলী, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, ১৩৭৯ হি.।
  • জাযায়েরি, সাইয়্যেদ নি’মাতুল্লাহ, রিয়াদ্বুল আবরার, বৈরুত, মুআসসাসাতুত তারিখিল আরাবি, ১৪২৭ হি.।
  • খানজি, ফাদ্বলুল্লাহ রুযবাহান, ওয়াসিলাতুল খাদেম ইলাল মাখদুম দার শারহে সালাওয়াতে চাহারদাহ মা’সুম আলাইহিমুস সালাম, কোম, আনসারিয়ান, ১৩৭৫ সৌরবর্ষ।
  • সাদুক, মুহাম্মাদ ইবনে আলী, ইলালুশ শারায়ে, নাজাফ, আল-মাকতাবাতুল হায়দারিয়াহ, ১৩৮৫ হি.।
  • কারাশি, বাকের শারিফ, হায়াতুল ইমাম যাইনুল আবিদীন, বৈরুত, দারুল আদ্বওয়া, ১৪০৯ হি.।