শেষকৃত্য অনুষ্ঠান

wikishia থেকে
এই নিবন্ধটি ফিকাহ সংক্রান্ত একটি বিষয়ের সংজ্ঞা ও সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রচিত এবং ধর্মীয় আমলের মানদণ্ড নয়। আমলের লক্ষ্যে অন্য সূত্রের শরণাপন্ন হোন।

শেষকৃত্য অনুষ্ঠান বা তাজহীযে মাইয়াত (আরবি: تجهیز مَیّت ); মৃতদেহ দাফনের প্রস্তুতি ও পর্যায়কে নির্দেশ করে। তাজহীযে মাইয়াত হচ্ছে ওয়াজীবে কিফায়ী এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর তা ওয়াজীব হয়। মাইয়াতের গোসল, হনুত, কাফন, জানাজার নামাজ এবং দাফন হচ্ছে শেষকৃত্যের বিভিন্ন পর্যায় ও প্রক্রিয়া। তাজহীযে মাইয়াতের ক্ষেত্রে মৃতের অভিভাবকের অগ্রাধিকার থাকে এবং এর যাবতীয় ব্যয় মৃত ব্যক্তির মূলধন থেকে নির্বাহ করার কথা বলা হয়েছে। ফকীহগণ শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম হিসেবে মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির আদব ও আহকাম যেমন: ক্বেবলার দিকে মুখ করা এবং তার তালক্বীনে শাহাদাতাঈন পাঠ সম্পর্কেও আলোচনা করেছেন।

তাজহীযে মাইয়াতের ধাপ ও পর্যায়সমূহ

মূল নিবন্ধসমূহ: মাইয়াতের গোসল, জানাজার নামাজ, দাফন

তাজহীযে মাইয়াত হচ্ছে দাফনের জন্য লাশকে প্রস্তুত করা।[১] ফিকহী গ্রন্থসমূহে শেষকৃত্যের জন্য মৃত্যুর পর পর্যায়ক্রমানুসারে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে:[২]

১. গোসল: মৃত ব্যক্তিকে কুলের পাতা মিশ্রিত পানি, কর্পূর মিশ্রিত পানি এবং খালেছ তথা সাধারণ পানি দিয়ে ৩ বার গোসল দিতে হয়।[৩] যদি কুলের পাতা ও কর্পূর না পাওয়া যায়, তবে অবশ্যই খালেছ পানি দিয়ে তাকে গোসল দিতে হবে।[৪] যদি পানি দিয়ে মাইয়াতকে গোসল দেয়া সম্ভব না হয় তবে অবশ্যই তাকে তাইয়ামুম দিতে হবে।[৫]

২. হনুত: মৃত ব্যক্তিকে হনুত দেওয়া ওয়াজীব[৬] হনুত হচ্ছে মৃত ব্যক্তির সিজদার সাতটি স্থানে অর্থাৎ কপাল, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের বুড়ো আঙ্গুলের মাথায় এবং কারও কারও মতে নাকের ডগাতেও কর্পূর লাগানো।[৭]

৩. কাফন পরানো: মৃত ব্যক্তিকে কাফন (কাপড়) পরানো ওয়াজীব।[৮] কাফন লুঙ্গী, জামা এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর এই তিনটি অংশ দিয়ে কাফন পরানো সম্পন্ন করা হয়।[৯]


৪.নামাজে মাইয়াত: মুসলমানদের উপর ওয়াজীব হলো, গোসল ও কাফনের পর এবং দাফনের পূর্বে মুসলিম মৃত ব্যক্তির উপর নামাজে মাইয়াত পড়া; এমনকি মৃত ব্যক্তি যদি শিশুও হয়।[১০]

৫. মাটি দেওয়া: মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা এবং লুকিয়ে রাখা ওয়াজীব।[১১] ফকীহগণের মতে, মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির মুখ ক্বেবলার দিকে করা শেষকৃত্যের প্রস্তুতির মধ্য হতে একটি।[১২] তাদের দৃষ্টিতে, মৃত্যুশয্যায় ব্যক্তিকে কেবলার দিকে মুখ করা ওয়াজীব[১৩] এবং তার তালক্বীনে শাহাদাতাঈন পাঠ করা হচ্ছে মু্স্তাহাব।[১৪]

তাজহীযে মাইয়াতের বিধানসমূহ

ফিকহী গ্রন্থসমূহে তাজহীযে মাইয়াত সংশ্লিষ্ট বিধানসমূহ তাহারাতের অংশে উল্লেখ করা হয়েছে।[১৫] যার মধ্যে কিছু কিছু আহকাম নিম্নরূপ:

  • তাজহীযে মাইয়াত হল ওয়াজীবে কিফায়ী।[১৬]অবশ্য মুহাদ্দেস বাহরানী বিষয়টিকে ওয়াজীবে আইনি হিসেবে জ্ঞান করেন।[১৭]
  • যখন কোন ব্যক্তির মৃত্যু সুনিশ্চিত হবে এবং জীবিত থাকার কোন ধরনের আলামত পরিলক্ষিত হবে না, তখনই হচ্ছে তাজহীযে মাইয়াতের সময় বিশেষ করে দাফন।[১৮]
  • শেষকৃত্যের ক্ষেত্রে অগ্রাধিকার হলো মৃত্য ব্যক্তির অভিভাবকের।[১৯] মৃত ব্যক্তির অভিভাবক হলেন সেই ব্যক্তি যিনি ইরস তথা উত্তরাধিকারের শেণীর ভিত্তিতে, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে অগ্রাধিকার পেয়ে থাকেন।[২০]
  • তাজহীযে মাইয়াতের ক্ষেত্রে মৃতের অভিভাবকের নিকট থেকে অনুমতি নেওয়া হচ্ছে ওয়াজীব।[২১] ফকীহগণের দৃষ্টিতে এই শর্তটি তাজহীযে মাইয়াত ওয়াজীবে কিফায়ী হওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়।[২২]
  • যদি মৃত ব্যক্তির সকল সন্তান-সন্ততী কাফের হয়, শেষকৃত্যের জন্য অনুমতির ক্ষেত্রে তাদের অভিভাকত্ব অগ্রহণযোগ্য এবং মুসলমানদের উপর ওয়াজীব হলো এই কাজ আঞ্জাম দেওয়া।[২৩]
  • সাহেবে রিয়াদ্বের (মৃত্যু: ১২৩১ হি.) বক্তব্য অনুসারে, যদি মৃত ব্যক্তি নিজের শেষকৃত্যের জন্য অভিভাবক ব্যতীত অন্য কাউকে ওছিয়ত করে থাকে, তবে প্রসিদ্ধ ফকীহগণের দৃষ্টিতে, অভিভাবক ঐ ব্যক্তিকে ওছিয়ত অনুযায়ী আমল করার ক্ষেত্রে বাঁধা প্রদান করতে পারেন।[২৪] অবশ্য আয়াতুল্লাহ সিস্তানী,[২৫] আয়াতুল্লাহ মাকারেম শিরাযী[২৬] এবং আয়াতুল্লাহ খামেনেয়ীর[২৭] ফতোয়া অনুসারে, এক্ষেত্রে উত্তম হলো যে, ওয়াছি (যে ব্যক্তিকে ওছিয়ত করা হয়েছে) মৃত ব্যক্তির অভিভাবকের কাছ থেকে অনুমতি নিবেন এবং অভিভাবকও তাকে অনুমতি প্রদান করবেন।
  • তাজহীযে মাইয়াতের যাবতীয় খরচ মৃত ব্যক্তির সম্পদ বণ্টনের পূর্বে মূলধন থেকে নিতে হয়।[২৮] মৃত ব্যক্তির দায়-দেনা মেটানো ও ওছিয়তের প্রতি আমল করা অপেক্ষা তার শেষকৃত্যের খরচ যোগানো অগ্রাধিকারমূলক।[২৯]
  • প্রসিদ্ধ ফকীহগণ তাযহীজে মাইয়াতের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণকে হারাম জ্ঞান করেন।[৩০] অবশ্য শহীদ আওয়াল, কিতাবুদ দুরুসুশ শারীয়াহ গ্রন্থে সাইয়্যেদ মুর্তাযার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন যে, অভিভাবক ব্যতীত অন্য ব্যক্তি শেষ কৃত্য বা তাজহীযে মাইয়াতের জন্য পারিশ্রমিক নিতে পারবেন।[৩১]

তথ্যসূত্র

  1. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ২২।
  2. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ২২; শারীফী আশকুরী, মুন্তাখাবু ফোকারাতু ফিকহীয়্যাহ।
  3. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ৪৬-৪৭।
  4. বাহরানী, আল-হাদায়েকুন নাদ্বিরাহ, মুআসসাসাতুন নাশরিল ইসলামী, খণ্ড ৩, পৃ. ৪৫৫।
  5. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ২২।
  6. নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ১৭৬; হাকিম, মুস্তামসাকুল উরওয়াহ, ১৩৮৮ হি., খণ্ড ৪, পৃ. ১১৮৫।
  7. দ্র: নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৪৫৬।
  8. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ১, পৃ. ৪০২।
  9. নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৪৫৬।
  10. ইমাম খোমেনী, তাহরিরুল ওয়াছিলাহ, ১৩৯২ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৭৮।
  11. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ১১৫।
  12. শহীদ সানী, আল-রাওযাতুল বাহিয়্যাহ, মুআসসাসাতুল আ’লামি লিল মাতবুআত, খণ্ড ১, পৃ. ৩৯৯।
  13. নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ৬।
  14. নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ১৪।
  15. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ২২।
  16. দ্র: শেখ তুসী, আল-মাবসুত, ১৩৮৭ হি., খণ্ড ১, পৃ.১৭৪; মুহাক্কেক হিল্লি, আল-মু’তাবার, ১৪০৭ হি., খণ্ড ১, পৃ. ২৬৪; খুঈ, আত তানকীহ ফি শারহিল উরওয়াতুল উসকা, ১৪০৭ হি., খণ্ড ৮, পৃ. ২৭৯; ইমাম খোমেনী, তাহরিরুল ওয়াছিলাহ, ১৩৯২ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৬৫; সিস্তানী, তৌযিহুল মাসায়েল, ১৪১৫ হি., পৃ. ১১৮।
  17. বাহরানী, আল-হাদায়েকুন নাদ্বিরাহ, খণ্ড ৩, পৃ. ৩৭৭।
  18. বেহজাত, ইস্তেফতাআত, ১৪২৮ হি., খণ্ড ১, পৃ. ৩৩৫; মাকারেম শিরাযী, ইস্তেফতাআতে জাদীদ, ১৪২৭ হি., খণ্ড ১, পৃ. ৪৮৩; দ্র: নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ২৪।
  19. মুহাক্কেক হিল্লি, আল-মু’তাবার ফি শারহিল মুখতাছার, ১৪০৭ হি., খণ্ড ১, পৃ. ২৬৪।
  20. নাজাফী, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪, পৃ. ৪৫।
  21. তাবাতাবাঈ ইয়াযদি, উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ২২; সিস্তানী, তৌযিহুল মাসায়েল জামে’, ১৩৯৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ২৮৭।
  22. শহীদ সানী, মাসালেকুল আফহাম, ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ৮০; খুঈ, আত তানকীহ ফি শারহিল উরওয়াতুল উসকা, ১৪০৭ হি., খণ্ড ৮, পৃ. ২৮৫।
  23. বোজনূরদী, কাওয়ায়েদ ফিকহীয়্যাহ, ১৪০১ হি., খণ্ড ১, পৃ. ৩৬৩।
  24. তাবাতাবাঈ, রিয়াদ্বুল মাসায়েল, ১৪১৮ হি., খণ্ড ৪, পৃ. ৩৯।
  25. সিস্তানী, তৌযিহুল মাসায়েল, ১৪১৫ হি., পৃ. ১২০।
  26. মাকারেম শিরাযী, রেসালে তৌযিহুল মাসায়েল, ১৪২৯, খণ্ড ৪, পৃ. ৯৭।
  27. "ওয়াছিয়াত", দাফতারে হেফয ওয়া নাশরে আসারে আয়াতুল্লাহ খামেনেয়ী ওয়েবসাইট।
  28. তাবাতাবাঈ ইয়াযদি, আল-উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ৭১।
  29. দ্র: আল্লামা হিল্লি, কাওয়ায়েদুল আহকাম, ১৪১৩ হি., খণ্ড ১, পৃ. ২২৮; তাবাতাবাঈ ইয়াযদি, আল-উরওয়াতুল উসকা, ১৪১৯ হি., খণ্ড ২, পৃ. ৭১।
  30. দ্র: নারাকী, মুস্তানাদুশ শীয়া, মুআসসাসাতু আলিল বাইত, খণ্ড ১৪, পৃ. ১৭৫; আনসারী, কিতাবুল মাকাসিব, তুরাসুল শেইখ আল-আ’যাম, খণ্ড ২, পৃ. ১২৫; ইমাম খোমেনী, তাহরিরুল ওয়াছিলাহ, ১৩৯২ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৭৫; সিস্তানী, তৌযিহুল মাসায়েল, ১৪১৫ হি., পৃ. ১২২।
  31. শহীদ আওয়াল, আদ দুরুসুশ শারীয়্যাহ, মুআসসাসাতুল নাশরিল ইসলামী, খণ্ড ৩, পৃ. ১৭২।

গ্রন্থপঞ্জি

  • ইমাম খোমেনী, সাইয়্যেদ রূহুল্লাহ, তৌযিহুল মাসায়েল, তেহরান, ভেযারাতে ফারহাঙ্গ ওয়া এরশাদে ইসলামী, ১৩৭০ ফার্সি সন।
  • ইমাম খোমেনী, সাইয়্যেদ রূহুল্লাহ,, তাহরিরুল ওয়াছিলাহ, তেহরান, মুআসসেসেয়ে তানযীম ওয়া নাশরে আসারে ইমাম খোমেনী (র.), ১৩৯২ ফার্সি সন।
  • আনসারী, মুর্তাযা, কিতাবুল মাকাসিব, বিজা, তুরাসুল শেইখুল আ’যাম, বিতা।
  • বোজনূরদী, সাইয়্যেদ মুহাম্মাদ, কাওয়ায়েদু ফিকহীয়্যাহ, তেহরান, মুআসসেসেয়ে আরুজ, তৃতীয় সংস্করণ, ১৪০১ হি.।
  • সাইয়্যেদ মুহাম্মাদ, কাওয়ায়েদু ফিকহীয়্যাহ, তেহরান, মুআসসেসেয়ে আরুজ, তৃতীয় সংস্করণ, ১৪০১ হি.।
  • বাহরানী, ইউসুফ বিন আহমাদ, আল-হাদায়েকুন নাদ্বিরাহ ফি আহাকামিল উরওয়াহ আল-তাহিরা, তাসহীহ মুহাম্মাদ তাকী ইরওয়ানি, কোম, মুআসসাসাতুন নাশরিল ইসলামী, তারিখ অজ্ঞাত।
  • বেহজাত, মুহাম্মাদ তাকী, ইস্তেফতাআত, কোম, দাফতারে আয়াতুল্লাহ, ১৪২৮ হি.।
  • হাকিম, সাইয়্যেদ মহসিন, মুস্তামসাকুল উরওয়াতুল উসকা, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, ১৩৮৮ হি.।
  • খুঈ, আবুল কাসেম, আল-তানফিহ ফি শারহিল উরওয়াতুল উসকা, তাকরীর: আলী গারাভী তাবরিযী, কোম, নাশরে লুতফি, ১৪০৭ হি.।
  • সিস্তানী, সাইয়্যেদ আলী, তৌযিহুল মাসায়েল, কোম, দাফতারে আয়াতুল্লাহ সিস্তানী, ১৪১৫ হি.।
  • সিস্তানী, সাইয়্যেদ আলী, তৌযিহুল মাসায়েল জামে’, মাশহাদ, দাফতারে আয়াতুল্লাহ সিস্তানী, ১৩৯৬ ফার্সি সন।
  • শারীফী, আশকুরী, ইলিয়াস, মুন্তাখাবু ফোকারাত ফিকহীয়্যাহ, কোম, দাফতারে আয়াতুল্লাহ সিস্তানী, ১৩৯৬ ফার্সি সন।
  • শহীদ আওয়াল, মুহাম্মাদ বিন মাক্কী, আদ দুরুসুশ শারীয়্যাহ ফি ফিকহীল ইমামিয়্যাহ, কোম, মুআসসাসাতুল নাশরিল ইসলামী, তারিক অজ্ঞাত।
  • শহীদ সানি, যাইনুদ্দিন বিন আলী, আল-রাওযাতুল বাহিয়্যাহ ফি শারহিল লো’মাহ আল-দামেস্কিয়্যাহ, তাহকীক: সাইয়্যেদ মুহাম্মাদ কালান্তুর, বৈরুত, মুআসসাসাতুল আ’লামি লিল মাতবুআত, বিতা।
  • শহীদ সানি, যাইনুদ্দিন বিন আলী, মাসালেকুল আফহাম ইলা তানকীহ শারায়ে’ আল-ইসলাম, কোম, মুআসসাসাতুল মাআরিফিল ইসলামীয়্যাহ, ১৪১৩ হি.।
  • শেখ তুসী, মুহাম্মাদ বিন হাসান, আল-মাবসুত ফি ফিকহীল ইমামিয়্যাহ, তেহরান, মাক্তাবাতুল মুর্তাযাউয়িয়্যাহ, ১৩৮৭ হি.।
  • তাবাতাবাঈ, সাইয়্যেদ আলী, রিয়াদ্বুল মাসায়েল ফি তাহকীকিল আহকাম বিদ দালায়েল, কোম, মুআসসেসেয়ে আলে বাইত (আ.), ১৪১৮ হি.।
  • তাবাতাবাঈ, ইয়াযদি, মুহাম্মাদ কাযিম, আল-উরওয়াতুল উসকা, কোম, মুআসসেসাতুল নাশর আল-ইসলামী, ১৪১৯ হি.।
  • মুহাক্কেক হিল্লি, জা’ফর বিন হাসান, আল-মু’তাবার ফি শারহিল মুখতাছার, কোম, মুআসসাসাতু সাইয়্যেদুশ শুহাদা (আ.), ১৪০৭ হি.।
  • মাকারেম শিরাযী, নাসের, রেসালে তৌযিহুল মাসায়েল, কোম, মাদ্রাসাতুল ইমাম আলী ইবনে আবি তালিব (আ.), ১৪২৯ হি.।
  • মাকারেম শিরাযী, নাসের, ইস্তেফতাআতে জাদীদ, কোম, মাদ্রাসাতুল ইমাম আলী ইবনে আবি তালিব (আ.), ১৪২৭ হি.।
  • নাজাফী, মুহাম্মাদ হাসান, জাওয়াহেরুল কালাম ফি শারহি শারায়ে’ আল-ইসলাম, তাহকীক: মুহাম্মাদ কুচানী, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, সপ্তম সংস্করণ, ১৩৬২ ফার্সি সন।
  • নারাকী, আহমাদ, মুস্তানাদুশ শীয়া, মাশহাদ, মুআসসাসাতু আলিল বাইত (আ.) লি ইহিয়ায়িত তুরাস, তারিখ অজ্ঞাত।