মুরতাদ-এ মিল্লি
(নিবন্ধটি ফিকাহ সংশ্লিষ্ট একটি বিষয়ের সংজ্ঞা ও সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে রচিত এবং ধর্মীয় আমলের মানদণ্ড নয়। আমলের লক্ষ্যে অন্য সূত্রের শরণাপন্ন হোন।)
মুরতাদ-এ মিল্লি (আরবি:مُرْتَد مِلّی), মুরতাদ-এ ফিতরি’র বিপরীতে ঐ ব্যক্তিকে বলা হয়; যার পিতা ও মাতা মুসলমান ছিল না, কিন্তু সে বালেগ (শরীয়ত অনুসারে প্রাপ্তবয়স্ক) হওয়ার পর মুসলমান হয় এবং অতঃপর ইসলাম পরিত্যাগ করে।
মুরতাদ-এ মিল্লিকে তার মালসম্পদ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং একইভাবে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যদি মুরতাদ-এ মিল্লি পুরুষ হয় এবং তওবা না করে থাকে তবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তবে নারী হলে তওবা না করা বা মৃত্যু না হওয়া অবধি কারাদণ্ড।
পরিভাষা পরিচিতি
মুরতাদ-এ মিল্লি হচ্ছে ঐ ব্যক্তি যার পিতা-মাতা সহবাসের সময় মুসলমান ছিল না এবং সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজেই মুসলমান হয়, অতঃপর কাফের হয়ে যায়।[১] মুরতাদ-এ মিল্লির বিপরীতে মুরতাদ-এ ফিতরি হচ্ছে ঐ ব্যক্তি যে মুসলিম পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করে, অথচ প্রাপ্তবয়স্ক হওয়ার পর কাফের হয়।[২]
শাস্তিসমূহ
মুরতাদ-এ মিল্লির জন্য শাস্তিসমূহ নির্ধারিত রয়েছে: মুরতাদ-এ মিল্লি পুরুষ হলে তাকে তওবার সুযোগ দেওয়া হয় এবং যদি তওবা না করে তবে হত্যা করা হয়।[৩] কিন্তু নারী হলে তওবা না করা বা মৃত্যু না হওয়া অবধি বন্দী রাখা হয় এবং নামাযের ওয়াক্তসমূহে শাস্তি দেওয়া হয়।[৪]
কোন নারীর পক্ষ হতে মুরতাদ হওয়ার বিষয়টির পুনরাবৃত্তি হলে, কিছু সংখ্যক ফকিহ’র ফতোয়া অনুসারে, তৃতীয় অথবা চতুর্থ বারের মাথায় মৃত্যুদণ্ড হয়,[৫] তবে সাইয়্যেদ আবুল কাসেম খুয়ীর ফতোয়া অনুসারে, মুরতাদ ব্যক্তি যদি নারী হয়, তবে মুরতাদ হওয়ার বিষয়টির পুনরাবৃত্তি ঘটলেও মৃত্যুদণ্ড হবে না।[৬]
বিধানসমূহ
মুরতাদ-এ মিল্লির বিধানসমূহ নিম্নরূপ:
- মালসম্পদ ব্যবহারে নিষেধাজ্ঞা; কিছু কিছু ফকিহ’র ফতোয়া অনুসারে, মুরতাদ-এ মিল্লি তওবা না করা অবধি, সে তার মালসম্পদ ব্যবহার করতে পারবে না।[৭] যদিওবা সাইয়্যেদ আবুল কাসেম খুয়ী মুরতাদ-এ মিল্লির মালসম্পদ ব্যবহারের উপর নিষেধাজ্ঞাকে জায়েয জ্ঞান করেন না।[৮]
- বৈবাহিক চুক্তি বাতিল; শিয়া ফকিহগণের দৃষ্টিতে মুরতাদ হওয়ার কারণে বিবাহ বাতিল হয়ে যায়; অবশ্য যদি সহবাস করে থাকে, তবে স্ত্রীর ইদ্দত (তালাকের ইদ্দত: হায়েযের রক্ত হতে ৩ মেয়াদ পবিত্র হওয়া) শেষ হওয়ার পর বৈবাহিক চুক্তি বাতিল হয়।[৯]
- বিবাহ সহীহ না হওয়া; শিয়া ফকিহগণের প্রসিদ্ধ মতানুসারে, মুসলমান ও কাফেরের সাথে মুরতাদ ব্যক্তির বিবাহ সহীহ নয়।[১০] যদিওবা সাইয়্যেদ আবুল কাসেম খুয়ী, কাফের নারীর সাথে মুরতাদ পুরুষের বিবাহকে সহীহ জ্ঞান করেছেন।[১১]
উত্তরাধিকার থেকে বঞ্চিত; মুরতাদ ব্যক্তি মুসলমানের উত্তরাধিকারী হয় না, তবে মুসলমান তার উত্তরাধিকারী হয়।[১২]
শিয়া ফকিহগণের দৃষ্টিতে মুরতাদ-এ মিল্লির তওবার কারণে তার শাস্তিসমূহ ও পরিণতিসমূহ রহিত হয়।[১৪]
তথ্যসূত্র
- ↑ শহীদ সানি, আর-রাওযাতুল বাহইয়াহ, ১৪১০ হি., খণ্ড ৮, পৃ. ৩০।
- ↑ মুহাক্কেক হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৮ হি., খণ্ড ৮, পৃ. ১৭০।
- ↑ মুহাক্কেক হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৮ হি., খণ্ড ৮, পৃ. ১৭০; খুয়ী, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৪০১।
- ↑ নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ হি., খণ্ড ৪১, পৃ. ৬১০-৬১৩; ইমাম খোমেনী, তাহরীরুল ওয়াসিলাহ, ১৩৭৯ ফার্সি সন, খণ্ড ২, পৃ. ৩৬৫-৩৬৮; খুয়ী, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৩৯৯-৪০১।
- ↑ দ্র: মুহাক্কে হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৮ হি., খণ্ড ৪, পৃ. ১৭২; শহীদ সানি, মাসালেকুল আফহাম, ১৪১৩ হি., খণ্ড ১৫, পৃ. ৩১।
- ↑ খুয়ী, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৪০১।
- ↑ দ্র: নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪১, পৃ. ৬২০।
- ↑ খুয়ী, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৩৯৬।
- ↑ নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৪১, পৃ. ৬১৫; খুয়ী, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৩৯৬।
- ↑ দ্র: শেইখ তুসি, আল-মাবসুত, ১৩৫১ ফার্সি সন, খণ্ড ৭, পৃ. ২৮৯; মুহাক্কেক কারাকি, জামেউল মাকাসেদ, ১৪২৯ হি., খণ্ড ১২, পৃ. ৪২৩; মুহাক্কেক হিল্লি, শারায়েউল ইসলাম, ১৪০৮ হি., খণ্ড ৪, পৃ. ১৭২; আল্লামা হিল্লি, তাহরীরুল আহকাম, মুআসসেসাতু আলিল বাইত, খণ্ড ২, পৃ. ২১; নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ হি., খণ্ড ৪১, পৃ. ৬০২।
- ↑ খুয়ী, মাবানিউ তাকমিলাতুল মিনহায, ১৪২২ হি., খণ্ড ১, পৃ. ৪০১।
- ↑ দ্র: নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৩৯, পৃ. ১৭।
- ↑ দ্র: নাজাফি, জাওয়াহেরুল কালাম, ১৩৬২ ফার্সি সন, খণ্ড ৬, পৃ. ২৯৩।
- ↑ দ্র: শহীদ সানি, আর-রাওযাতুল বাহইয়াহ, ১৪১০ হি., খণ্ড ৮, পৃ. ৩০।
গ্রন্থপঞ্জি
- ইমাম খোমেনী, সাইয়্যেদ রুহুল্লাহ, তাহরীরুল ওয়াসিলাহ, কোম, দারুল ইলম, ১৩৭৯ ফার্সি সন।
- খুয়ী, সাইয়্যেদ আবুল কাসেম, মাবানিয়ু তাকমিলাতুল মিনহাজ, কোম, মুআসসেসাতু ইহিয়ায়ি আসারিল ইমাম আল-খুয়ী, ১৪২২ হি.।
- শহীদ সানি, যাইনুদ্দিন ইবনে আলী, আর-রাওযাতুল বাহিয়্যাতু ফি শারহিল লোমআ’তিল দিমাস্কিয়াহ, শারহে সাইয়্যেদ মুহাম্মাদ কালান্তুর, কোম, কিতাব ফুরুশিয়ে দাভারি, ১৪১০ হি.।
- শহীদ সানি, যাইনুদ্দিন ইবনে আলী, মাসালেকুল আফহাম ইলা তানকিহি শারায়ে’ আল-ইসলাম, কোম, মুআসসেসাতুল মাআরেফ আল-ইসলামিয়্যাহ, ১৪১৩ হি.।
- আল্লামা হিল্লি, হাসান ইবনে ইউসুফ, তাহরীরুল আহকাম, কোম, মুআসসেসাতু আলিল বাইত লি ইহিয়ায়িত তুরাস, তারিখ অজ্ঞাত।
- মুহাক্কেক হিল্লি, জাফার ইবনে হাসান, শারায়েউল ইসলাম ফি মাসায়েলিল হালাল ওয়াল হারাম, তাহকিক: আব্দুল হুসাইন মুহাম্মাদ আলী বাকাল, কোম, ইসমাঈলিয়ান, ১৪০৮ হি.।
- মুহাক্কে কারাকি, আলী ইবনে হুসাইন, জামেউল মাকাসেদ ফি শারহিল কাওয়ায়েদ, কোম, মুআসসেসাতু আলিল বাইত লি ইহিয়ায়িত তুরাস, ১৪২৯ হি.।
- মুসাভি আরদেবিলী, সাইয়্যেদ আব্দুল কারিম, ফিকহুল হুদুদ ওয়াত তা’যীরাত, কোম, মুআসসেসেয়ে ইন্তেশারাতে দানেশগাহে মুফিদ, দ্বিতীয় সংস্করণ, ১৪২৭ হি.।
- নাজাফি, মুহাম্মাদ হাসান, জাওয়াহেরুল কালাম, তাহকিক: ইব্রাহিম সুলতানি, বৈরুত, দারু ইহিয়ায়িত তুরাসিল আরাবি, ১৩৬২ হি.।
- শেইখ তুসি, মুহাম্মাদ ইবনে হাসান, আল-মাবসুত ফি ফিকহিল ইমামিয়্যাহ, মুহাম্মাদ বাকের বেহবুদি, তেহরান, মাক্তাবাতুর রাযাভিয়্যাহ, ১৩৫১ ফার্সি সন।