মাসউদ বিন হাজ্জাজ তাইমি

wikishia থেকে
কারবালায় ইমাম হোসাইনের (আ.) সঙ্গীদের মাজারের একাংশ।

মাসউদ বিন হাজ্জাজ তাইমি (আরবি: مسعود بن الحجاج التيمي) হচ্ছেন ইমাম হুসাইন (আ.)-এর অন্যতম সহযোগি[১] এবং কারবালার শহীদ।[২]

সামাভি তার 'এবছারুল আইন' গ্রন্থে মাসুদ বিন হাজ্জাজ এবং তার সন্তান আব্দুর রহমানকে কুফার প্রসিদ্ধ একজন শীয়া ও বীর হিসেবে পরিচয় করিয়েছেন।[৩] তার মতে, মাসউদ বিন হাজ্জাজ তার সন্তানসহ উমর ইবনে সা’দের সাথে কুফা হতে কারবালার উদ্দেশ্যে বের হন।[৪] বলা হয়, মুহাররমের সাত তারিখে তিনি ইমাম হুসাইন (আ.)-এর দলে যোগদান করেন[৫] এবং ইমামের সাথে থেকেই তিনি আশুরার দিনে প্রথম হামলায় শাহাদাত বরণ করেন।[৬] শহীদ হওয়ার সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।[৭]

হাজ্জাজ বিন মাসউদ ছিলেন বনি তাইম গোত্রের।[৮] ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারাত-এ রাজাবিয়া এবং যিয়ারাত-এ আশ-শোহাদায়[৯] তাকে সালাম দেওয়া হয়েছে।

তথ্যসূত্র

  1. তুসি, রিজালুত তুসি, ১৩৭৩ ফার্সি সন, পৃ. ১০৫।
  2. ইবনে যুবায়ের কুফি, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), ১৪০৬ হি., পৃ. ১৫৪।
  3. সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
  4. সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
  5. হুসাইনি, যাখিরাতুদ দারিন, যামযাম হেদায়াত, পৃ. ৪১৭।
  6. ইবনে শাহরে আশুব, মানাকিব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ১১৩; সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৪।
  7. সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৬।
  8. সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৫।
  9. ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হি., পৃ. ৪৯৪।

গ্রন্থপঞ্জি

  • ইবনে যুবায়ের কুফি, ফাযিল, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ রেযা হুসাইনি জাল্লালি, কোম, মুআসসেসেয়ে আলুল বাইত, ১৪০৬ হি.।
  • ইবনে শাহরে আশুব, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, প্রথম সংস্করণ, ১৩৭৯ হি.।
  • ইবনে মাশহাদি, মুহাম্মাদ বিন জা’ফার, আল-মাযারুল কাবির, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মোদাররেসিন), প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • হুসাইনি হায়েরি, আব্দুল মাজিদ, যাখিরাতুদ দারিন ফিমা ইয়াতাআল্লাকু বি মাসায়িবিল হুসাইন (আ.) ওয়া আসহাবিহি, কোম, যামযাম হেদায়াত, তারিখ অজ্ঞাত।
  • সামাভি, মুহাম্মাদ ইবনে তাহির, এবছারুল আইন ফি আনসারিল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ জা’ফার তাবাসি, কোম, মারকাযুদ দেরাসাত আল-ইসলামিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
  • সাঙ্গারি, মুহাম্মাদ রেযা, আয়নে দারানে আফতাব, তেহরান, সাযমানে তাবলীগাতে ইসলামী শেরকাতে চপ ওয়া নাশরে বাইনুল মেলাল, ১৩৯০ ফার্সি সন।
  • আল-ইকবালু বিল আ’মালিল হাসানাতি ফিমা ইয়া’মালু মাররাতান ফিস সানাতি, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, দ্বিতীয় সংস্করণ, ১৪০৯ হি.।
  • তুসি, মুহাম্মাদ ইবনে হাসান, রিজালুত তুসি, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মুদাররেসিন), তৃতীয় সংস্করণ, ১৩৭৩ ফার্সি সন।