মাসউদ বিন হাজ্জাজ তাইমি
অবয়ব
মাসউদ বিন হাজ্জাজ তাইমি (আরবি: مسعود بن الحجاج التيمي) হচ্ছেন ইমাম হুসাইন (আ.)-এর অন্যতম সহযোগি[১] এবং কারবালার শহীদ।[২]
সামাভি তার 'এবছারুল আইন' গ্রন্থে মাসুদ বিন হাজ্জাজ এবং তার সন্তান আব্দুর রহমানকে কুফার প্রসিদ্ধ একজন শীয়া ও বীর হিসেবে পরিচয় করিয়েছেন।[৩] তার মতে, মাসউদ বিন হাজ্জাজ তার সন্তানসহ উমর ইবনে সা’দের সাথে কুফা হতে কারবালার উদ্দেশ্যে বের হন।[৪] বলা হয়, মুহাররমের সাত তারিখে তিনি ইমাম হুসাইন (আ.)-এর দলে যোগদান করেন[৫] এবং ইমামের সাথে থেকেই তিনি আশুরার দিনে প্রথম হামলায় শাহাদাত বরণ করেন।[৬] শহীদ হওয়ার সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।[৭]
হাজ্জাজ বিন মাসউদ ছিলেন বনি তাইম গোত্রের।[৮] ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারাত-এ রাজাবিয়া এবং যিয়ারাত-এ আশ-শোহাদায়[৯] তাকে সালাম দেওয়া হয়েছে।
তথ্যসূত্র
- ↑ তুসি, রিজালুত তুসি, ১৩৭৩ ফার্সি সন, পৃ. ১০৫।
- ↑ ইবনে যুবায়ের কুফি, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), ১৪০৬ হি., পৃ. ১৫৪।
- ↑ সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
- ↑ সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৩।
- ↑ হুসাইনি, যাখিরাতুদ দারিন, যামযাম হেদায়াত, পৃ. ৪১৭।
- ↑ ইবনে শাহরে আশুব, মানাকিব, ১৩৭৯ হি., খণ্ড ৪, পৃ. ১১৩; সামাভি, এবছারুল আইন, ১৪১৯ হি., পৃ. ১৯৪।
- ↑ সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৬।
- ↑ সাঙ্গারি, আয়নে দারানে আফতাব, ১৩৯০ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৯৫।
- ↑ ইবনে মাশহাদি, আল-মাযারুল কাবির, ১৪১৯ হি., পৃ. ৪৯৪।
গ্রন্থপঞ্জি
- ইবনে যুবায়ের কুফি, ফাযিল, তাসমিয়াতু মিন কাতলি মাআ’ল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ রেযা হুসাইনি জাল্লালি, কোম, মুআসসেসেয়ে আলুল বাইত, ১৪০৬ হি.।
- ইবনে শাহরে আশুব, মানাকেবে আলে আবি তালিব, কোম, আল্লামা, প্রথম সংস্করণ, ১৩৭৯ হি.।
- ইবনে মাশহাদি, মুহাম্মাদ বিন জা’ফার, আল-মাযারুল কাবির, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মোদাররেসিন), প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
- হুসাইনি হায়েরি, আব্দুল মাজিদ, যাখিরাতুদ দারিন ফিমা ইয়াতাআল্লাকু বি মাসায়িবিল হুসাইন (আ.) ওয়া আসহাবিহি, কোম, যামযাম হেদায়াত, তারিখ অজ্ঞাত।
- সামাভি, মুহাম্মাদ ইবনে তাহির, এবছারুল আইন ফি আনসারিল হুসাইন (আ.), তাহকিক: মুহাম্মাদ জা’ফার তাবাসি, কোম, মারকাযুদ দেরাসাত আল-ইসলামিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪১৯ হি.।
- সাঙ্গারি, মুহাম্মাদ রেযা, আয়নে দারানে আফতাব, তেহরান, সাযমানে তাবলীগাতে ইসলামী শেরকাতে চপ ওয়া নাশরে বাইনুল মেলাল, ১৩৯০ ফার্সি সন।
- আল-ইকবালু বিল আ’মালিল হাসানাতি ফিমা ইয়া’মালু মাররাতান ফিস সানাতি, তেহরান, দারুল কুতুব আল-ইসলামিয়্যাহ, দ্বিতীয় সংস্করণ, ১৪০৯ হি.।
- তুসি, মুহাম্মাদ ইবনে হাসান, রিজালুত তুসি, তাহকিক: জাওয়াদ কাইয়ুমি ইস্ফাহানি, কোম, দাফতারে নাশরে ইসলামী (জামে-এ মুদাররেসিন), তৃতীয় সংস্করণ, ১৩৭৩ ফার্সি সন।