Automoderated users, confirmed, templateeditor
১,৭২১টি
সম্পাদনা
২৮৮ নং লাইন: | ২৮৮ নং লাইন: | ||
===গাদীরে খুমের ঘটনা=== | ===গাদীরে খুমের ঘটনা=== | ||
: ''মূল নিবন্ধ: [[গাদীরে খুমের ঘটনা]]'' | : ''মূল নিবন্ধ: [[গাদীরে খুমের ঘটনা]]'' | ||
মদিনায় ফেরার পথে ‘[[জোহফা]]’র গাদীরে খুম | |||
মদিনায় ফেরার পথে ‘[[জোহফা]]’র গাদীরে খুম এলাকায়; [[মিসর]], হিজাজ ও [[ইরাক|ইরাকের]] পথিকদের পথ পৃথক হয়ে যায়। মহান আল্লাহর পক্ষ থেকে মহানবি (সা.) নির্দেশিত হলেন যেন [[হযরত আলীর (আ.) ফজিলত|আলীকে (আ.)]] নিজের স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দেন। অন্য ভাষায় তাঁর (সা.) অবর্তমানে মুসলিম উম্মাহর অভিভাবককে পরিচয় করিয়ে দেন। আল্লাহর রসূল (সা.) মুসলমানদের মাঝে -যাদের সংখ্যা ৯০ হাজার থেকে ১ লাখ বর্ণিত হয়েছে- প্রদত্ত দীর্ঘ খোতবায় গুরুত্বপূর্ণ বিষয়াদি বর্ণনার পর তাঁর পরবর্তী সময়ে মুসলমানদের অভিভাবককে এভাবে পরিচয় করালেন: | |||
<center>من کنت مولاه فعلیّ مولاه. اللّهم وال من والاه و عاد من عاداه و أحب من أحبه و أبغض من أبغضه و انصر من نصره و اخذل من حذله و أدر الحق معه حیث دار</center> | <center>من کنت مولاه فعلیّ مولاه. اللّهم وال من والاه و عاد من عاداه و أحب من أحبه و أبغض من أبغضه و انصر من نصره و اخذل من حذله و أدر الحق معه حیث دار</center> | ||
সুতরাং হে লোকসকল! আমি যার মাওলা (অভিভাবক), এই আলীও তার মাওলা (অভিভাবক)। হে আল্লাহ! যে | সুতরাং হে লোকসকল! আমি যার মাওলা (অভিভাবক), এই আলীও তার মাওলা (অভিভাবক)। হে আল্লাহ! যে তাঁকে সমর্থন করবে তাকে তুমিও সমর্থন কর; যে তাঁর সাথে শত্রুতা করবে, তার সাথে তুমিও শত্রুতা কর; যে তাঁকে ভালোবাসবে, তাকে তুমিও ভালোবাস; যে তাঁকে ঘৃণা করবে, তাকে তুমিও ঘৃণা কর; যে তাঁকে সাহায্য করবে, তাকে তুমিও সাহায্য কর এবং যে তাঁকে সাহায্য থেকে বিরত থাকবে, তাকে তুমিও সাহায্য করা থেকে বিরত থাক এবং সে যেদিকে ঘোরে, সত্যকেও তাঁর সাথে সেদিকে ঘুরিয়ে দাও। উপস্থিতরা এ বার্তা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে’। | ||
মহানবি (সা.) হজ্জ পালন শেষে মদিনায় ফিরে এলেন। দিনের পর দিন ইসলামের শক্তি ও প্রভাব বেড়েই চলছিল। মদিনায় ফিরে তিনি (সা.) অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও [[মোতা]]’র যুদ্ধের পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে [[উসামা বিন যাইদ|উসামা বিন যাইদের]] নেতৃত্বে সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং সবাইকে ঐ বাহিনীতে যোগদানের নির্দেশ দিলেন। কিন্তু ঐ বাহিনী রওনা হওয়ার আগেই মহানবি (সা.) মহান প্রতিপালকের সান্নিধ্য লাভ করেন। ওফাতের পূর্বে তিনি গোটা জাজিরাতুল আরবে ইসলামি ঐক্য কায়েম করতে সক্ষম হয়েছিলেন এবং ইসলামকে বৃহৎ [[ইরান]] ও [[রোম]] সম্রাজ্যের সম্মুখে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। | মহানবি (সা.) হজ্জ পালন শেষে মদিনায় ফিরে এলেন। দিনের পর দিন ইসলামের শক্তি ও প্রভাব বেড়েই চলছিল। মদিনায় ফিরে তিনি (সা.) অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও [[মোতা]]’র যুদ্ধের পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে [[উসামা বিন যাইদ|উসামা বিন যাইদের]] নেতৃত্বে সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং সবাইকে ঐ বাহিনীতে যোগদানের নির্দেশ দিলেন। কিন্তু ঐ বাহিনী রওনা হওয়ার আগেই মহানবি (সা.) মহান প্রতিপালকের সান্নিধ্য লাভ করেন। ওফাতের পূর্বে তিনি গোটা জাজিরাতুল আরবে ইসলামি ঐক্য কায়েম করতে সক্ষম হয়েছিলেন এবং ইসলামকে বৃহৎ [[ইরান]] ও [[রোম]] সম্রাজ্যের সম্মুখে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। |