Automoderated users, confirmed, templateeditor
১,৭৫৭টি
সম্পাদনা
১১১ নং লাইন: | ১১১ নং লাইন: | ||
হিজরী ২য় শতাব্দির বিশিষ্ট মুহাদ্দিস ও ঐতিহাসিক [[ইবনে হিশাম]] (মৃত্যুকাল ২১২ বা ২১৮ হি.) লিখেছেন, আবু তালিব কুরাইশের সভায় উপস্থিত হয়ে বললেন: আমার ভ্রাতুষ্পুত্র বলছে, তোমরা যে চুক্তিপত্রতে স্বাক্ষর করেছিলে তা উঁইপোকা খেয়ে ফেলেছে এবং শুধু আল্লাহর নাম অক্ষত রয়েছে। তোমরা চুক্তিপত্রের কাছে গিয়েে এর সত্যতা যাচাই কর, যদি তাঁর কথা সত্য হয় তবে তোমরা অবরোধ তুলে নেবে, আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে আমি তাঁকে তোমাদের নিকট সোপর্দ করব। তারা দ্রুত ঐ চুক্তিপত্র যাচাই করল এবং দেখল যে আল্লাহর নাম ব্যতীত সবকিছুই উঁইপোকা খেয়ে ফেলেছে। আর এভাবেই বনি হাশিম বিরোধী অবরোধ ভেঙ্গে গেল।[৫২] | হিজরী ২য় শতাব্দির বিশিষ্ট মুহাদ্দিস ও ঐতিহাসিক [[ইবনে হিশাম]] (মৃত্যুকাল ২১২ বা ২১৮ হি.) লিখেছেন, আবু তালিব কুরাইশের সভায় উপস্থিত হয়ে বললেন: আমার ভ্রাতুষ্পুত্র বলছে, তোমরা যে চুক্তিপত্রতে স্বাক্ষর করেছিলে তা উঁইপোকা খেয়ে ফেলেছে এবং শুধু আল্লাহর নাম অক্ষত রয়েছে। তোমরা চুক্তিপত্রের কাছে গিয়েে এর সত্যতা যাচাই কর, যদি তাঁর কথা সত্য হয় তবে তোমরা অবরোধ তুলে নেবে, আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে আমি তাঁকে তোমাদের নিকট সোপর্দ করব। তারা দ্রুত ঐ চুক্তিপত্র যাচাই করল এবং দেখল যে আল্লাহর নাম ব্যতীত সবকিছুই উঁইপোকা খেয়ে ফেলেছে। আর এভাবেই বনি হাশিম বিরোধী অবরোধ ভেঙ্গে গেল।[৫২] | ||
==তায়েফ সফরে== | ===তায়েফ সফরে=== | ||
শি’বে আবু তালিব থেকে বেরিয়ে আসার অল্পদিনের মধ্যে মহানবি (সা.) নিজের দুই প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক হযরত | শি’বে আবু তালিব থেকে বেরিয়ে আসার অল্পদিনের মধ্যে মহানবি (সা.) নিজের দুই প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক হযরত আবু তালিব ও হযরত খাদিজাকে (আ.) হারান। এ সময় তিনি তায়েফের জনগণকে ইসলামের প্রতি আহবান জানানোর জন্য [[তায়েফ|তায়েফে]] যান। কিন্তু সেখানকার গোত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাঁর (সা.) দাওয়াত প্রত্যাখ্যান করে গোত্রের মূর্খ ও দুষ্টু প্রকৃতির লোকদেরকে তাঁর (সা.) বিরুদ্ধে লেলিয়ে দেয়। তাদের আক্রমনে মহানবি (সা.) চরমভাবে আহত হয়ে কোনক্রমে মক্কায় ফিরে আসেন।<ref>ইবনে হিশাম, সিরাতুন নাবাভিয়্যাহ, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, খণ্ড ১, পৃ. ৬০-৬৩।; তাবারি, তারিখে তাবারি, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, খণ্ড ২, পৃ. ৩৪৪-৩৪৬।</ref> | ||
=মদিনায় হিজরত= | =মদিনায় হিজরত= |