বিষয়বস্তুতে চলুন

নাকী (উপাধি)

wikishia থেকে

এই নিবন্ধটি ইমাম হাদী (আ.)-এর উপাধি সম্পর্কে। দশম ইমাম সম্পর্কে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম হাদী (আ.)

নাকী (আরবি: نَقی) হচ্ছে শিয়াদের দশম ইমামের সবচেয়ে প্রসিদ্ধ একটি উপাধি।[] নাকী'র অর্থ হচ্ছে পবিত্র[] এবং ইলালুশ শারায়ে গ্রন্থে শেখ সাদুকের বর্ণনায় এসেছে, পবিত্রতা ও অভ্যন্তরীণ সৌন্দর্যের কারণে তাঁকে নাকী বলা হয়।[] অন্য একটি বর্ণনায় এসেছে, যেহেতু ইমাম হাদীর (আ.) মাতা কানিয (উম্মে ওয়ালাদ) ছিলেন, সেহেতু এই লাকাব ইমামের জন্য বংশগত দিক থেকে সকল প্রকার ত্রুটি-বিচ্যুতি মুক্ত তথা পবিত্র ও মাসুম(নিষ্পাপ) হওয়ার প্রমাণ।[]

তথ্যসূত্র

  1. কুম্মী, মুন্তাহাল আমাল, ১৩৭৯ ফার্সি সন, খণ্ড ৩, পৃ. ১৮৩৬।
  2. তুরাইহি, মাজমাউল বাহরাইন, ১৪০৮ হি., খণ্ড ৪, পৃ. ৩৬৬।
  3. সাদুক, ইলালুশ শারায়ে, ১৩৮৫ হি., খণ্ড ১, পৃ. ২৪১।
  4. খাঞ্জি, ওয়াসিলাতুল খাদেম, ১৩৭৫ ফার্সি সন, পৃ. ২৬১।

গ্রন্থপঞ্জি

  • সাদুক, মুহাম্মাদ বিন আলী, ইলালুশ শারায়ে, নাজাফ, মানশুরাতুল মাক্তাবাতুল হায়দারিয়্যাহ, ১৩৮৫ হি.।
  • খাঞ্জি, ফাযলুল্লাহ রুযবাহান, ওয়াসিলাতুল খাদেম ইলাল মাখদুম দার শারহে সালাওয়াত চাহারদাহ মা’সুম আলাইহিমুস সালাম, কোম, আনসারিয়ান, ১৩৭৫ ফার্সি সন।
  • কুম্মী, শেখ আব্বাস, মুন্তাহাল আমাল ফি তাওয়ারিখিন নাবী ওয়াল আল, কোম, দালিলে মা, ১৩৭৯ ফার্সি সন।
  • তুরাইহি, ফখরুদ্দিন, মাজমাউল বাহরাইন, মাক্তাবুন নাশর আস সাকাফাতুল ইসলামীয়্যাহ, ১৪০৮ হি.।