তাকী (উপাধি)
এই নিবন্ধটি ইমাম জাওয়াদ (আ.)-এর উপাধি সম্পর্কে। নবম ইমামের (আ.) বিষয়ে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম জাওয়াদ (আ.)।
তাকী (আরবি:تَقی) হচ্ছে ইমাম জাওয়াদ (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি,[১] যার অর্থ পরহেযগার বা তাকওয়াবান।[২] তারিখে ইসলামী'র বিশিষ্ট গবেষক বাকের শরীফ কারাশী (মৃত্যু: ১৪৩৩হি.) তার হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) গ্রন্থে শিয়াদের নবম ইমামের এই উপাধিতে ভূষিত হওয়ার কারণ প্রসঙ্গে লিখেছেন, যেহেতু তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাকওয়াবান ছিলেন, বেশি বেশি তওবা করতেন ও তার শরণাপন্ন হতেন এবং কখনোই নিজের হাওয়ায়ে নাফস (কুপ্রবৃত্তি) এবং মামুনের চাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি, সেহেতু তিনি এই উপাধি লাভ করেন।[৩]
মাআনিউল আখবার গ্রন্থে শেইখ সাদুক কর্তৃক বর্ণিত রেওয়ায়েত অনুসারে, শিয়াদের নবম ইমামকে ঐ দৃষ্টিকোন থেকে এই উপাধি প্রদান করা হয়েছে যে, ইমামের (আ.) তাকওয়ার অনুশীলন ছিল আল্লাহর জন্যই এবং আল্লাহপাক তাঁকে মামুনের অনিষ্ট থেকে এমতাবস্থায় রক্ষা করেন, যখন মামুন ইমামকে হত্যা করতে চেয়েছিল।[৪]
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- ইবনে মানযুর, মুহাম্মাদ বিন মুকাররাম, লিসানুল আরাব, কোম, নাশরে আদাবুল হাওযা, ১৪০৫ হি.।
- কারাশী, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.), নাশরে আমীর, ১৪১৮ হি.।
- সাদুক, মুহাম্মাদ বিন আলী, মাআনিয়ুল আখবার, কোম, জামেয়ে মুদাররেসীন, ১৩৭৯ হি.।
- মাজলিসী, মুহাম্মাদ বাকের, জালাউল উয়ুন, কোম, সারওয়ার, ১৩৮২ ফার্সি সন।