তাকী (উপাধি)

wikishia থেকে

এই নিবন্ধটি ইমাম জাওয়াদ (আ.)-এর উপাধি সম্পর্কে। নবম ইমামের (আ.) বিষয়ে অধিক অবগতির জন্য পড়ুন ইমাম জাওয়াদ (আ.)

তাকী (আরবি:تَقی) হচ্ছে ইমাম জাওয়াদ (আ.)-এর সবচেয়ে প্রসিদ্ধ উপাধি,[১] যার অর্থ পরহেযগার বা তাকওয়াবান।[২] তারিখে ইসলামী'র বিশিষ্ট গবেষক বাকের শরীফ কারাশী (মৃত্যু: ১৪৩৩হি.) তার হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.) গ্রন্থে শিয়াদের নবম ইমামের এই উপাধিতে ভূষিত হওয়ার কারণ প্রসঙ্গে লিখেছেন, যেহেতু তিনি আল্লাহর কাছে অত্যন্ত তাকওয়াবান ছিলেন, বেশি বেশি তওবা করতেন ও তার শরণাপন্ন হতেন এবং কখনোই নিজের হাওয়ায়ে নাফস (কুপ্রবৃত্তি) এবং মামুনের চাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি, সেহেতু তিনি এই উপাধি লাভ করেন।[৩]

মাআনিউল আখবার গ্রন্থে শেইখ সাদুক কর্তৃক বর্ণিত রেওয়ায়েত অনুসারে, শিয়াদের নবম ইমামকে ঐ দৃষ্টিকোন থেকে এই উপাধি প্রদান করা হয়েছে যে, ইমামের (আ.) তাকওয়ার অনুশীলন ছিল আল্লাহর জন্যই এবং আল্লাহপাক তাঁকে মামুনের অনিষ্ট থেকে এমতাবস্থায় রক্ষা করেন, যখন মামুন ইমামকে হত্যা করতে চেয়েছিল।[৪]

তথ্যসূত্র

  1. মাজলিসী, জালাউল উয়ূন, ১৩৮২ ফার্সি সন, পৃ. ৯৫৯।
  2. ইবনে মানযুর, জালাউল লিসানুল আরাব, ১৪০৫ হি., খণ্ড ১৫, পৃ. ৪০৪।
  3. কারাশী, হায়াতুল ইমাম জাওয়াদ (আ.), ১৪১৮ হি., পৃ. ২৩।
  4. সাদুক, মাআনিউল আখবার, ১৩৭৯ হি., পৃ. ৬৫।

গ্রন্থপঞ্জি

  • ইবনে মানযুর, মুহাম্মাদ বিন মুকাররাম, লিসানুল আরাব, কোম, নাশরে আদাবুল হাওযা, ১৪০৫ হি.।
  • কারাশী, বাকের শরীফ, হায়াতুল ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.), নাশরে আমীর, ১৪১৮ হি.।
  • সাদুক, মুহাম্মাদ বিন আলী, মাআনিয়ুল আখবার, কোম, জামেয়ে মুদাররেসীন, ১৩৭৯ হি.।
  • মাজলিসী, মুহাম্মাদ বাকের, জালাউল উয়ুন, কোম, সারওয়ার, ১৩৮২ ফার্সি সন।