বিষয়বস্তুতে চলুন

তাওওয়াবিন

wikishia থেকে
নিবন্ধটি ইমাম হোসাইনের (আ.) রক্তের বদলা নেওয়া প্রসঙ্গে শিয়াদের একটি দলের সাথে সম্পর্কিত, তাদের সম্পর্কে জানতে তাওওয়াবিনদের বিপ্লব নিবন্ধটি পড়ুন।

তাওওয়াবিন (আরবি: التوابون); (অর্থ হলো যারা তওবা করেছে) কুফার একদল বাসিন্দা; যারা সোলাইমান বিন সোরাদ খুযাই’র নেতৃত্বে ৬৫ হিজরীতে ইমাম হোসাইন (আ.) এর রক্তের প্রতিশোধ নিতে বনি উমাইয়া হুকুমতের বিরুদ্ধে কিয়াম তথা বিদ্রোহ করেন। তাদের অধিকাংশই আইনুল ওয়ারাদায় ইবনে যিয়াদের সৈন্য বাহিনীর সাথে যুদ্ধে শাহাদাত বরণ করেন।[] এদের মধ্যে কিছু সংখ্যক ইমাম হোসাইন (আ.) কে চিঠি দিয়ে কুফায় যাওয়ার জন্য দাওয়াত করেছিলেন এবং তারা ইমামকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। অথচ কারবালার ঘটনায় ইমামকে তারা কোন ধরনের সহযোগিতা করেনি।

কারবালার ঘটনার পর তারা তাদের এহেন কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হন এবং ইমাম হোসাইনের রক্তের বদলা নিতে উমাইয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তাওওয়াবিন হিসেবে খ্যাতি লাভ করেন।[] এটাই ছিল কারবালার ঘটনার পর শিয়াদের প্রথম অভ্যুত্থান।[]

তাওওয়াবিনদের সংখ্যা বলা হয় চার হাজার।[] তাওওয়াবিনদের নেতৃত্বে ছিলেন সুলাইমান বিন সোরাদ, রেফাআ’হ বিন শাদ্দাদ বাজালি, মুসাইয়াব বিন নাজবাহ, আব্দুল্লাহ বিন সা'দ আযদি এবং আব্দুল্লাহ বিন ওয়াল তিমি। এদের মধ্যে রেফাআ’হ ব্যতিত বাকি চারজন এই বিদ্রোহে শাহাদাত বরণ করেন।[]

তথ্যসূত্র

  1. ইবনে সা'দ, আত-তাবাকাত আল-কাবির, ১৪২১ হি., খণ্ড ৮, পৃ. ১৪৮।
  2. ইবনে সা'দ, আত-তাবাকাত আল-কাবির, ১৪২১ হি., খণ্ড ৫, পৃ. ১৯৭।
  3. সুবহানি, বুহুস ফিল মিলাল ওয়ান নাহল, ১৪২৮ হি., খণ্ড ৭, পৃ. ২৪৬।
  4. ইবনে সা'দ, আত-তাবাকাত আল-কাবির, ১৪২১ হি., খণ্ড ৫, পৃ. ১৯৭।
  5. যাহাবী, সীরে ই'লামুল নাবালা, ১৪১৪ হি., খণ্ড ৩, পৃ. ৩৯৫।

গ্রন্থপঞ্জি

  • ইবনে সা'দ, মুহাম্মাদ ইবনে সা'দ, আত-তাবাকাত আল-কাবির, আলী মুহাম্মাদ উমর, মাকতাবাতুল খানজি, কায়রো, ১৪২১ হি./২০০১ খ্রি.।
  • যাহাবী, মুহাম্মাদ ইবনে আহমাদ, সীরে ই'লামুন নাবালা, বৈরুত, মুআস্সাসাতির রিসালাহ, ১৪১৪ হি./১৯৯৪ খ্রি.।
  • সুবহানি, জাফার, বুহুস ফিল মিলাল ওয়ান নাহল, কোম, মুআসসেসেয়ে ইমাম সাদিক, ১৪২৮ হি.।