বিষয়বস্তুতে চলুন

জাবালে নূর

wikishia থেকে
জাবালে নূর বা হেরা পর্বত

জাবালে নূর বা হেরা পর্বত (আরবি: جبل حِرَاء) মক্কার প্রসিদ্ধ পর্বতগুলোর মধ্যে অন্যতম।[] এই পর্বতের উপর অবস্থিত গুহায় সর্বপ্রথম ওহী অবতীর্ণ হওয়া এবং সেখান থেকেই মহানবী (স.)-এর নবুওয়াতের সূচনা হওয়ার কারণে এটি বিশেষ মর্যাদার অধিকারী।[] এই পর্বতটি গারে হেরা বা হেরা গুহা নামে পরিচিত, যেখানে নবী করিম (স.) নির্জনে ধ্যান ও প্রার্থনায় মগ্ন থাকতেন এবং উক্ত স্থানেই তিনি (স.) নবুওয়াত প্রাপ্ত হন।[]

নূর পর্বতে অবস্থিত হেরা গুহা

রেওয়ায়েত অনুযায়ী, নবী করিম (স.)-এর নির্দেশে পর্বতের নড়াচড়ার মতো মু‘জেযা এই হেরা পর্বতেই সংঘটিত হয়েছিল[] এবং হযরত ইব্রাহীম (আ.) কর্তৃক কাবা শরীফ নির্মাণের সময় এই পর্বতের পাথর ব্যবহার করা হয়েছে।[] শিয়া ইতিহাসবিশেষজ্ঞ রাসূল জাফরিয়ান মহানবি (স.)-এর একটি রেওয়ায়েতের সূত্র ধরে হেরা পর্বতকে আল্লাহর তাজাল্লীর একটি প্রতীক হিসেবে বর্ণনা করেছেন[] এবং তিনি ইঙ্গিত করেছেন যে, কিছু কিছু গ্রন্থে এই পর্বতের কথা পবিত্র সিনাইজুদী পর্বতের পাশাপাশি উল্লেখ করা হয়েছে।[]

জাহেলি যুগেও নূর পর্বতের বিশেষ মর্যাদা ছিল,[]এবং ‘আওফ ইবনে আহওয়াস[] এর মতো কবি এবং মহানবী (স.)-এর চাচা আবু তালিবের[১০] কবিতায় এই পর্বতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

নূর পর্বত মক্কার উত্তর-পূর্ব দিকে অবস্থিত এবং মসজিদুল হারাম থেকে এর দূরত্ব চার থেকে ছয় কিলোমিটার।[১১]মক্কা নগরীর সম্প্রসারণের ফলে এটির অবস্থান এখন শহরের অভ্যন্তরে।[১২]

শিয়া মুফাসসির সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন তেহরানী (মৃত্যু: ১৩৭৪ ফার্সি সন)-এর মতে,[হুসাইনী তেহরানী, তাফসীরে আয়ে নূর (الله نور السموت و الارض), ১৩৯২ ফার্সি সন, পৃ. ১০৮।] নূর পর্বত হচ্ছে তাওরাত-এ উল্লিখিত সেই ফারান পর্বত;[১৩] কিন্তু সাইয়্যেদ মুর্তাযা আসকারী (মৃত্যু: ১৩৮৬ ফার্সি সন)-এর বিশ্বাস, অতীতে মক্কার ভূমি[১৪] বা পর্বতগুলোকে[১৫] ‘ফারান’ বলা হতো এবং নূর পর্বতের সাথে ফারান পর্বতের কোনো সম্পর্ক নেই। এছাড়াও হিজরী নবম শতাব্দীতে রচিত শিফাউল গারাম গ্রন্থের লেখকের বর্ণনা অনুযায়ী, কেউ কেউ বলেছেন যে, মহানবী (স.) মদীনায় হিজরতের সময় মুশরিকদের হাত থেকে আত্মরক্ষার জন্য হেরা পর্বতে লুকিয়ে ছিলেন;[১৬] কিন্তু লেখক এই দাবিকে আশ্চর্যজনক বলে বিবেচনা করেছেন। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী, মহানবী (স.)-এর আত্মগোপন করার স্থান ছিল গারে সাওর[১৭]

সম্পর্কিত নিবন্ধ

তথ্যসূত্র

  1. হেশমাতি, “হেরা”, পৃ. ৮২৩।
  2. ফসি, শিফা আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৯৭।
  3. হেশমাতি, “হেরা”, পৃ. ৮২৩।
  4. তাবারসি, আল-ইহতিজাজ আলা আহলিল লিজাজ, ১৪০৩ হি., খণ্ড ১, পৃ. ২২০; মাকরিযি, ইমতাউল আসমা, ১৪২০ হি., খণ্ড ৫, পৃ. ৫৬।
  5. সুয়ুতি, আদ দুররুল মনসুর, ১৪০৪ হি., খণ্ড ১, পৃ. ১৩৪।
  6. জাফরিয়ান, সীরে রাসূলে খোদা (স.), ১৩৮৩ ফার্সি সন, পৃ. ২২৬।
  7. জাফরিয়ান, সীরে রাসূলে খোদা (স.), ১৩৮৩ ফার্সি সন, পৃ. ২২৬।
  8. ফসি, শিফা আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৯৯।
  9. বাকরি, মু’জাম মা ইসতে’জাম মিন আসমাইল বালাদ ওয়াল মাওয়াজেঅ, ১৪০৩ হি., খণ্ড ২, পৃ. ৪৩২।
  10. ফসি, শিফা আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৯৯।
  11. হেশমাতি, “হেরা”, পৃ. ৮২৩।
  12. হেশমাতি, “হেরা”, পৃ. ৮২৩।
  13. কিতাবে আউয়ালে স্যামুয়েল নবী, ১:৫।
  14. আমেলি, আস সহীহ মিন সীরাতিন নাবীয়্যিল আ’যাম (স.), ১৪২৬ হি., খণ্ড ২, পৃ. ২১৯।
  15. আমেলি, আস সহীহ মিন সীরাতিন নাবীয়্যিল আ’যাম (স.), ১৪২৬ হি., খণ্ড ২, পৃ. ২৫১।
  16. ফসি, শিফা আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৯৮।
  17. ফসি, শিফা আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, ১৩৮৬ ফার্সি সন, খণ্ড ১, পৃ. ৪৯৮।

গ্রন্থপঞ্জি

  • বাকরি, আবদুল্লাহ ইবনে আব্দুল আজিজ, মু’জাম মা ইসতে’জাম মিন আসমাইল বালাদ ওয়াল মাওয়াযেঅ, মুহাক্কেক: মোস্তফা সাকা, বৈরুত, আলেম আল-কুতুব, ১৪০৩ হি.।
  • হুসাইনী তেহরানী, সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন, তাফসীরে আয়ে নূর (الله نور السموت و الارض), মোসাহহা: সাইয়্যেদ মুহাম্মাদ মোহসেন হুসাইনী তেহরানী, তেহরান, মাকতাবে ওহী, ১৩৯২ ফার্সি সন।
  • হেশমাতি, ফারিদে, "হেরা", দার দানেশ নামেয়ে জাহানে ইসলাম, খণ্ড ১২, তেহরান, বুনিয়াদে দায়েরাতুল মাআরেফ ইসলামী, ১৩৮৭ ফার্সি সন।
  • জাফরিয়ান, রাসূল, সীরে রাসূলে খোদা (স.), কোম, দালিলে মা, তৃতীয় সংস্করণ, ১৩৮৩ ফার্সি সন।
  • সুয়ুতি, আব্দুর রহমান ইবনে আবি বাকর, আদ দুররুল মনসুর ফি তাফসীর বিল মানসুর, কোম, কিতাব খানেয়ে উমুমিয়ে হযরত আয়াতুল্লাহ আল-উযমা মারআশি নাজাফি, প্রথম সংস্করণ, ১৪০৪ হি.।
  • তাবারসি, আহমাদ ইবনে আলী, আল-ইহতিজাজ আলা আহলিল লিজাজ, মুহাক্কিক মুহাম্মাদ বাকের খোরাসান, নাশরে মুর্তাযা, প্রথম সংস্করণ, ১৪০৩ হি.।
  • আমেলি, জাফর মুর্তাযা, আস সহীহ মিন সীরাতিন নাবীয়্যিল আ’যাম (স.), কোম, দারুল হাদীস, প্রথম সংস্করণ, ১৪২৬ হি.।
  • ফসি, মুহাম্মাদ ইবনে আহমাদ, শিফা’ আল-গারাম বি আখবারিল বালাদিল হারাম, তরজমা: মুহাম্মাদ মুকাদ্দাস, তেহরান, মাশআর, ১৩৮৬ ফার্সি সন।
  • কায়দান, আসগার, তারিখে অসারে ইসলামী মক্কা মুকাররামা ওয়া মদীনা মুনাওয়ারা, তেহরান, মাশ’আর, ১৩৮৬ ফার্সি সন।
  • মাকরিযি, আহমাদ ইবনে আলী, ইমতাউল আসমা, তাহকিক মুহাম্মাদ আবদুল হামিদ, বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, প্রথম সংস্করণ, ১৪২০ হি.।